সাতসকালে দুধ বিক্রি করতে বাজারে এসেছেন বিক্রেতারা। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ জুলাইছবি: এম রাশেদুল হক
৭ / ১৪
পাটের জমির ওপারে লোকালয়, এপারে জলাশয়। সেখানেই ওত পেতে ঘোরাঘুরি করছে এক শিয়াল। লোকালয় থেকে হাঁস-মুরগি বা ছাগলের বাচ্চা এদিকে এলেই তা শিকার করে পালাবে শিয়ালটি। চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ২১ জুলাইছবি: হাসান মাহমুদ
৮ / ১৪
বাবুই পাখি বুনো ঘাস ছিঁড়ে নিয়ে যাচ্ছে বাসা তৈরি করবে বলে। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ২১ জুলাইছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
হবিগঞ্জগামী একটি বাস চান্দুরা-আখাউড়া সড়কের চম্পকনগরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের কাচ ভেঙে যায় বাসটির। ব্রাহ্মণবাড়িয়া, ২১ জুলাইছবি: শাহাদৎ হোসেন
১০ / ১৪
টানা তিন দিনের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে বেড়াতে এসেছেন মানুষজন। বিভিন্ন প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের পাশাপাশি সবুজ চা-বাগানেও দল বেঁধে ঘুরছেন পর্যটকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২১ জুলাইছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
নতুন সড়ক বিভাজকটিকে রং করা হচ্ছে। দুর্ঘটনা এড়ানোর জন্য রং করে চালকদের কাছে বিভাজকটিকে দৃশ্যমান করা হচ্ছে। শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ, ২১ জুলাইছবি: আনোয়ার হোসেন