একঝলক (৭ মে ২০২৪)

১ / ২৭
তাপপ্রবাহের পর পাবনার আকাশজুড়ে কালো মেঘ। এডওয়ার্ড কলেজের মাঠে জড়ো হয়েছেন অনেকে। মেঘ হলেও তা অবশ্য বৃষ্টি হয়ে ঝরেনি শেষ পর্যন্ত। গতকাল সোমবার তোলা
ছবি: হাসান মাহমুদ
২ / ২৭
সকালে একপশলা বৃষ্টির পর শীতল হাওয়া বইছে। এর মধ্যে আগের তুলনায় কিছুটা স্বস্তিতে কৃষকেরা জমিতে কাজ করছেন। বুড়াইল এলাকা, রংপুর, ৭ মে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৭
টানা তাপপ্রবাহের পর সোমবার পাবনায় তাপমাত্রা কমে গিয়েছিল। তাই অনেকেই ঘর ছেড়ে বাইরে বের হয়েছে। বড়দের সঙ্গে ঘুরতে বের হয়েছিল এই দুই বোন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৭ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ২৭
ট্রাকে থাকা মুড়ির বস্তার ওপর ঝুঁকি নিয়ে বসে আছেন শ্রমিকেরা। শাহজালাল সেতু, সিলেট, ৭ মে
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৭
রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় দিয়ে সফেদা বিক্রি করতে বসেছেন এই বিক্রেতা। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ৭ মে
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৭
বাজারে বিক্রির জন্য আনা হয়েছে লাউ। প্রতিটি লাউ আকারভেদে ৩৫-৪০ টাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছেন বিক্রেতা। সোবহানীঘাট, সিলেট, ৭ মে
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৭
পুকুরপাড়ের সড়কের দুই পাশ ভেঙে পড়ায় সাত দিন ধরে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মৌলভী পাড়া, কুমিল্লা, ৭ মে
ছবি: এম সাদেক
৮ / ২৭
তারে বসে শিকারের অপেক্ষায় ল্যাঞ্জা লাটোরা পাখি। আটরা, ফুলতলা, খুলনা, ৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৭
এখন ধান কাটার মৌসুম। মাঠ থেকে কৃষকের ঘরে ধান টানতে ব্যবহৃত হয় এসব ঘোড়ার গাড়ি। এই কাজের বিনিময়ে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছেন গাড়ির চালকেরা। আটঘরিয়া, পাবনা, ৭ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ২৭
পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল বাঁচানোর জন্য ভুট্টাখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। হাজার বিঘা এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৭ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ২৭
যমুনার চরের বাদামের আবাদ হয়েছে। সেই বাদাম বিক্রির জন্য আনা হয়েছে সারিয়াকান্দি হাটে। পাইকারিতে প্রতি কেজি বাদাম ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে । সারিয়াকান্দি হাট , সারিয়াকান্দি, বগুড়া, ৭ মে
ছবি: সোয়েল রানা
১২ / ২৭
যমুনা নদীর খেয়াঘাটে ধান শুকিয়ে নিচ্ছেন এক নারী। বাঁগবেড় এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ মে
ছবি: সোয়েল রানা
১৩ / ২৭
গ্রামীণ হাটের একাংশে বিক্রির জন্য উঠেছে পুরোনো সাইকেল ও ভ্যান। কম দামে সাইকেল কিনতে অনেকেই খোঁজ করেন এসব হাটে। স্কুলপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে তার জন্য সাইকেল কিনতে এসেছেন এক বাবা। নতুন হাট, চাটমোহর, পাবনা, ৬ মে
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৭
ঝড়বৃষ্টির ভয়ে আগেই কাঁচা আম পাড়া হচ্ছে। আমের ঝুড়ি নিয়ে আসছেন দুই নারী। চিম্বুক এলাকা, বান্দরবান, ৭ মে
ছবি: প্রথম আলো
১৫ / ২৭
হাট থেকে রসুন কিনে তিন চাকার ভ্যানে ঝুঁকি নিয়ে ফিরছেন ব্যাপারীরা। প্রতি মণ রসুন মানভেদে বিক্রি হচ্ছে ৬০০০ থেকে ৭৫০০ টাকায়। আটঘরিয়া, পাবনা, ৬ মে
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৭
ঘাঘট নদের পানিতে জেলেরা মাছ ধরছেন। ভূরারঘাট এলাকা, রংপুর, ৭ মে
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৭
যমুনা নদীর তীরে একঝাঁক রাজহাঁস। বাঁগবেড় এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ মে
ছবি: সোয়েল রানা
১৮ / ২৭
বৃষ্টি আসবে—এই আশায় আগেভাগে ফসলের খেতে সার ছিটাচ্ছেন কৃষক। বাঘপাড়া এলাকা, রংপুর, ৭ মে
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৭
দেশব্যাপী চলছে বোরো ধান ঘরে তোলার উৎসব। কেউ ধান কাটছেন, কেউ ধান মাড়াই দিচ্ছেন আবার কেউ ধান শুকাচ্ছেন। সড়কের ওপর ধান শুকানো শেষে ধানের চিটা আলাদা করছেন কৃষকেরা। উনাইসার এলাকা, কুমিল্লা, ৭ মে
ছবি:  এম সাদেক
২০ / ২৭
মাছের ধরতে ছুটে চলেছেন এই জেলে। সিলিমপুর এলাকা, রংপুর, ৭ মে
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৭
বিকেলে গরম কমে এলে নদীতে ঘুরতে আসবে অনেকে। ভ্রমণপিপাসুদের জন্য খেয়াঘাটে বেঁধে রাখা সারি সারি নৌকা । কালিতলা গ্রোয়েন বাঁধ , সারিয়াকান্দি, বগুড়া,৭ মে
ছবি: সোয়েল রানা
২২ / ২৭
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টিকুমড়া চাষ করেন চাষিরা। বাজারে বিক্রির জন্য নৌকায় করে মিষ্টিকুমড়া এনেছেন একজন। নৌকা থেকে তিনি ছুড়ে দিলে ওপর থেকে আরেকজন সেগুলো ধরছেন। এভাবেই নৌকার কুমড়া খালাস করা হচ্ছে। কটালপুর সেনেরবাজার, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৭ মে
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৭
পাঁচতলা ভবনের ছাদে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন দুই নির্মাণশ্রমিক। এমন ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হন শ্রমিকেরা। খোজারখলা এলাকা, সিলেট, ৭ মে
ছবি:  আনিস মাহমুদ
২৪ / ২৭
যেই নালা দিয়ে পানি প্রবাহিত হওয়ার কথা, সেই নালা এখন পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে আছে। ফলে সামান্য বৃষ্টি হলেই আশপাশের বসতঘরে পানি উঠে। পুরাতন বিমান অফিসের গলি, চট্টগ্রাম, ৭ মে
ছবি: জুয়েল শীল
২৫ / ২৭
গত দুই দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টি শেষে আবারও রোদ উঠেছে সিলেটে। রৌদ্রজ্বল সকালে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। কাজীরবাজার সেতু, সিলেট, ৭ মে
ছবি: আনিস মাহমুদ
২৬ / ২৭
গতকালের ঝোড়ো হাওয়ায় সড়কে উপড়ে পড়ে গাছ। পরে সেই গাছ কেটে মূল সড়ক ফাঁকা করা হয়। ফুটপাতের দিকে রয়ে গেছে গাছের গুঁড়ির কিছু অংশ। জাকির হোসেন সড়কের জিইসি এলাকা, চট্টগ্রাম, ৭ মে
ছবি: জুয়েল শীল
২৭ / ২৭
ঝুঁকিপূর্ণভাবে বিশাল আকারের বস্তা নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। তালতলা এলাকা, মিরপুর, ঢাকা, ৭ মে
ছবি: তানভীর আহাম্মেদ