একঝলক (১১ সেপ্টেম্বর ২০২৩)

১ / ২১
বরিশাল থেকে নদীপথে এসেছে মেহগনি, আম প্রভৃতি গাছের গুঁড়ি। কাঠ বের করার জন্য সেগুলো নেওয়া হচ্ছে স মিলে। মণ্ডলপাড়া এলাকায়, নারায়ণগঞ্জ। ১১ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
২ / ২১
রমনা পার্কে বসে পাখি ও কাঠবিড়ালিদের বিস্কুট খাওয়াচ্ছেন পুরান ঢাকার বাসিন্দা প্রাণীপ্রেমী হাবিবুর রহমান। তিন বছর ধরে তিনি প্রতিদিন হাঁটতে এসে পার্কের প্রাণীদের খাবার দেন। পাখি, কাঠবিড়ালিরা নির্ভয়ে তাঁর কাছে এসে খাবার খায়। ঢাকা, ১১ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৩ / ২১
শরতের পড়ন্ত বিকেলে অপরূপ সাজে সেজেছে সিলেটের সুরমা নদী। নগরের কালীঘাট। ১০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
একটি বেসরকারি ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে এসে ফুটপাতে বসে কিবোর্ডে টাইপিং অনুশীলন করছেন উৎপল রায়। চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তিনি দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে আজ ভোরে ঢাকায় এসেছেন। দৈনিক বাংলা মোড়, ঢাকা, ১১ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৫ / ২১
বাবা নরেন্দ্রনাথ পালের হাতে প্রতিমা গড়া শিখেছেন সুমন চন্দ্র পাল। শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের। এবারও শারদীয় দুর্গোৎসবে ১০টি প্রতিমার ফরমাশ পেয়েছেন তাঁরা। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর, বগুড়া। ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২১
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের দুই পাশে শুকাতে দেওয়া পাটকাঠি নিয়ে বাড়ি ফিরছেন দুই নারী। গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৭ / ২১
ভোররাতের ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে ভেঙেছে পিচঢালা সড়ক। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাঙামাটি শহরের সাধনাপুর লুম্বিনী সড়কের লিচু বাগান এলাকা। ১১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২১
রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মানজাই এলাকায় সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে বছরখানেক আগে। তখন থেকে ভোগান্তি পোহাচ্ছেন এলাকার মানুষ। রংপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
ডারকি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই মাছ শিকারি। ছবিটি রংপুর শহরতলীর তালুকধর্ম দাস এলাকা থেকে তোলা। ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আবাসিক হোস্টেলের একটি কক্ষ এক দশক ধরে দখল করে রাখার অভিযোগ রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষের বিরুদ্ধে। তাঁর ‘নিপীড়নে’ অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা ১৪ দিনের মতো ক্লাস বর্জন করে ক্যাম্পাসে প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। আইএইচটি চত্বর, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ২১
পালের ছাগলগুলোকে কলাগাছের ভেলায় চড়িয়ে ঘাঘট নদ পার করছেন এক গৃহিণী। পানবাড়ি এলাকা, রংপুর। ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
শরতে ফুটেছে কাশফুল। কাশফুলের সৌন্দর্য উপভোগ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁদের কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন। কুমিল্লা, ১১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ২১
আয়েশা ও মারিয়া খাতুন দুই বান্ধবী। স্বপ্নপূরণ পাঠশালায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তারা। বিদ্যালয় ছুটির পর গ্রামীণ পিচঢালা পথ ধরে বাড়িতে ফিরছে দুই বন্ধু। মানিকদিপা নতুনপাড়ায়, শাজাহানপুর, বগুড়া। ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ২১
ভাটায় পোড়ানো দইয়ের হাঁড়ি (বাটি) বের করছেন এক নারী। প্রতিটি হাঁড়ি ৬ থেকে ৭ টাকায় বিক্রি করা হয়। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ২১
বিক্রির জন্য গাছ থেকে কলা কেটে আনছেন চাষি। ছবিটি রংপুর সদর উপজেলার কাগজিপাড়া এলাকা থেকে তোলা। ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে।’ গ্রামীণ মাঠে এমন সারি সারি তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানিকদিপা ফকিরপাড়া, শাজাহানপুর, বগুড়া। ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ২১
আগাম চাষ করা লালশাকের জমি নিড়ানি দিচ্ছেন কৃষক খোকন মিয়া। টারাপাড়া, দাউদকান্দি, কুমিল্লা। ১১ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২১
শিশু-কিশোরদের কাছে প্রিয় রঙিন বেলুন। হাতে রঙিন গ্যাস বেলুন নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এই ব্যক্তি। রঙিন বেলুনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এক শিশু। সিলেট নগরের আম্বরখানা এলাকা। ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
পড়ন্ত বিকেলে সুরমা নদীতে দুরন্তপনায় কিশোর। সিলেট নগরের কালীঘাট এলাকা। ১০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
ধান কাটার পর চলছে শুকানোর পালা। দুই নারী কুলায় করে ধানের চিটা আলাদা করছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রাম। ১০ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২১ / ২১
ইঞ্জিনচালিত নৌযানের প্রোপেলার মেরামত করতে বসেছেন এক শ্রমিক। প্রোপ্রেলার মেরামত করতে ৫০০ টাকা মজুরি নেওয়া হবে। ১ নং কাস্টমস ঘাট, খুলনা। ১১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন