একঝলক (২৫ জানুয়ারি ২০২৫)

১ / ২০
বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে এসে হিল ট্র্যাকিংয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২৫ জানুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
২ / ২০
সুপারির নার্সারিতে কাজ করছেন পাহাড়ি এক তরুণ। দীর্ঘ সময় পানিতে ডুবিয়ে রাখার পর মাটিভর্তি পলিব্যাগে সুপারি ভরছেন তিনি। রাঙ্গাপানি, রাঙামাটি, ২৫ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
বিলের পানির ওপর দিয়ে উড়ে যাচ্ছে বক। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
ধানখেতে খাবারের খোঁজে সাদা বক। মেজরটিলা, সিলেট, ২৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
শীতের সকালে খেত থেকে লাউ এনে বিক্রির জন্য সড়কের পাশে বসেছেন খুচরা বিক্রেতা। মেজরটিলা, সিলেট, ২৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
ফুটপাতে বিক্রির জন্য মাটির তৈরি গৃহস্থালির তৈজসপত্র সাজাচ্ছেন বিক্রেতা। কাচারিবাজার, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
জমি থেকে ফুলকপি তুলে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক। আসমানিয়া সেতু, তিতাস, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: আবদুর রহমান
৮ / ২০
চলন্ত ট্রাকে বোঝাই করা মালামালের ওপর ঝুঁকি নিয়ে বসে আছেন এই ব্যক্তি। স্টেশন সড়ক, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
ভোর থেকে জমে ওঠে বরইয়ের পাইকারি বাজার। রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বরই নিয়ে আসেন চাষিরা। রংপুর সিটি বাজার, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
সিলেট নগরের মেজরটিলা এলাকার স্কলার্সহোম ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। উৎসবে পরীক্ষায় মগ্ন শিক্ষার্থী। স্কলার্সহোম ক্যাম্পাস, সিলেট, ২৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
পশু ও পাখিদের আক্রমণ থেকে বাঁচাতে ফসলের জমিতে লাগিয়ে রাখা হয়েছে কাকতাড়ুয়া। চরভবানীপুর, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
জেঁকে বসেছে শীত। শীতের সকালে গরম কাপড় মুড়িয়ে জমি চাষ দিতে নেমেছেন এই কৃষক। ভজেন্দ্রপুর, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
গণিত নিয়ে শিক্ষার্থীরা নানা প্রশ্ন করেন অতিথিদের। প্রশ্ন করতে হাত তুলে শিক্ষার্থীরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। স্কলার্সহোম ক্যাম্পাস, মেজরটিলা, সিলেট, ২৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
গোমতির চরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করেছেন মো. শাজাহান। বাগান থেকে ও ভ্যানে ফুলের চারা বিক্রি করেন তিনি। অরণ্যপুর, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৫ / ২০
বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে অনুষ্ঠানে এসে সাইকেল চালাচ্ছেন রিমি রানী মজুমদার। মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২০
ঐতিহ্যকে ধরে রাখতে ও বাড়তি আয়ের আশায় ঘরে বসেই চাদর বুনেন লালজিংময় বম। এসব চাদর প্রতিটি মানভেদে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। কালাঘাটা, ত্রিপুরাপাড়া, বান্দরবান, ২৫ জানুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২০
সদ্য লাগানো বোরো ধান খেতে জমেছে আগাছা। সেই আগাছা হুইটার মেশিন দিয়ে পরিষ্কার করছেন কৃষক। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৮ / ২০
নাটোরের জোনাইল সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর প্রযোজনায় প্রদর্শিত হয় যাত্রাপালা ‘শ্মশানে হলো ফুলশয্যা’। বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তন, পাবনা, ২৪ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
সূর্যমুখী খেতের পরিচর্যা করছেন কৃষক। মাসখানেক পরেই সূর্যমুখীগাছ বড় হয়ে ফুল আসবে। নূরনগর, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শিমুলকে (২০) হত্যা করা হয়েছে দাবিতে শহরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজশাহী কলেজ, ২৫ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম