একঝলক (১০ অক্টোবর ২০২৩)

১ / ১৭
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। হাওর-খাল-বিলে পানি কমলে চাঁই দিয়ে মাছ ধরার দৃশ্য বেশি চোখে পড়ে। এ সময় চাঁইয়ের চাহিদাও বাড়ে। মুরাদপুর এলাকা, সিলেট , ১০ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৭
খাবারের খোঁজে জলাশয়ের কচুরিপানায় ঘুরছে সাদা বক। জলকরকান্দি এলাকা, দক্ষিণ সুরমার, সিলেট, ১০ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
স্কুল ছুটি শেষে ছোট বোনকে সাইকেলে তুলে নিয়ে আসছে এই তরুণ। নীলকণ্ঠ এলাকা, রংপুর, ১০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
গত কয়েক দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন ফসল। নিচু এলাকার জমিতে রোপণ করা গাজরগাছ মারা গেছে । ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ১০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৭
দীর্ঘদিন ধরে কাজ চললেও ধীরগতির কারণে শেষ হচ্ছে না সেতুটির নির্মাণ। জলাবদ্ধতার কারণে পাশের বিকল্প রাস্তাটিও কেটে দেওয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারীরা। সাইকেল কাঁধে নিয়ে পারাপার হচ্ছেন অনেকে। চুড়িআলা সাঁকো, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
জমিতে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করেছেন সাঈদ আলী। এখন সেখান থেকে সবুজ ঘাস বাছাই করে বাড়িতে নিয়ে যাচ্ছেন গবাদিপশুর খাবারের জন্য। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৭
ভারী বর্ষণে ডুবে গেছে মাঠঘাট। বেড়েছে মাছের আনাগোনা। সেগুলো মাছ শিকারে খরা জাল ফেলছেন এক ব্যক্তি । মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ১০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
মাঠে মাঠে এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক। দল বেঁধে শালগম বা ওলকপির চারা রোপণ করছেন তাঁরা। শীতের সময় বাজারে উঠবে এই সবজি। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৭
নিজের হাতে তৈরি করা হুসা (বাঁশের তৈরি পণ্য) ফেরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রির জন্য বের হয়েছেন অনন্ত সরকার। প্রতিটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করেন তিনি। মানিকদিপা , শাজাহানপুর, বগুড়া, ১০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৭
কয়েক দিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার প্রতিমার তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে রং দেওয়ার কাজ। বিভিন্ন ব্যক্তি ও মন্দিরের জন্য ফরমাশ অনুযায়ী এ প্রতিমা তৈরি করা হয়েছে। ঠাকুরপাড়া কালীতলা এলাকা, কুমিল্লা, ১০ অক্টোবর
ছবি: এম সাদেক
১১ / ১৭
জলিল মোড়ল দেড় বিঘা জমিতে পাটের চাষ করেছেন। এখন সড়কের পাশে পাট শুকাচ্ছেন। নরনিয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
চোখঢাকা গরুটি ঘুরছে আর ঘানি থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে শর্ষের তেল। আজকাল তেলের ঘানি তেমন দেখা মেলে না। পর্যায়ক্রমে তিনটি গরু দিয়ে গফুর বিশ্বাসের শর্ষের তেলের ঘানিটি চলে সারা দিন। শর্ষের প্রতি কেজি তেল ৪০০ টাকায় বিক্রি করেন। নরনিয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
সবুজের মাঝে বেগুনি ফুলে ভরে গেছে শিমের মাচা। বাজারে শিমের দামও বেশ ভালো পাচ্ছেন কৃষক। তাই হাসি ফুটেছে কৃষকের মুখে। সরাবাড়িয়া, আটঘরিয়া, পাবনা, ১০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৭
গোডাউনের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা মসুর ডাল খাওয়ার জন্য কুড়িয়ে নিচ্ছেন বৃদ্ধা আম্বিয়া খাতুন। নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায়, নারায়ণগঞ্জ, ১০ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৭
চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পণ্যভর্তি ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। আহত হন চালক ও হেলপার। মানিকছড়ি সেতু এলাকা, রাঙামাটি, ১০ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৭
ট্রাকে করে আসা লবণ শ্রমিকেরা বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন গোডাউনে। এসব লবণ পরিশোধন করে আয়োডিন মিশিয়ে বাজারজাত করা হয়। ট্রাক থেকে গোডাউনে নিয়ে যেতে বস্তাপ্রতি ১০ টাকা করে পাবেন শ্রমিকেরা। নিতাইগঞ্জ এলাকায়, নারায়ণগঞ্জ, ১০ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
১৭ / ১৭
দুর্গাপূজায় ধূপ জ্বালাতে প্রয়োজন হয় মাটির তৈরি ধূপতি। সেই ধূপতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমারপল্লির কারিগরেরা। বারপাড়া গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১০ অক্টোবর
ছবি: এম সাদেক