পাকুন্দিয়ায় রাস্তায় খড় না শুকানোর জন্য প্রশাসন নিয়মিত মাইকিং করছে। তারপরও রাস্তায় খড় শুকান অনেকে। এতে চলাচলে সমস্যা হয়। পাকুন্দিয়ার হোসেন্দি, কিশোরগঞ্জ, ১২ মেছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৮
গাছের ওপর বসে আছে শালিক পাখি। সাবগ্রাম চান্দপাড়া, বগুড়া, ১৩ মেছবি: সোয়েল রানা
৭ / ১৮
প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এ অবস্থায় তারগুলো ঝুলে পড়েছে। ফলে হাঁটাচলায় ঝুঁকি তৈরি হয়েছে। বনরূপা, রাঙামাটি, ১৩ মেছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
মহাসড়কে ঝুঁকি নিয়ে নছিমনে মুড়ির বস্তা বোঝাই করে গন্তব্যে যাচ্ছেন এক ভ্যানচালক। বদরপুর, ফরিদপুর, ১৩ মেছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
জমি থেকে করলা তুলে বিক্রির জন্য ক্রেটে ভরছেন চাষি। আরাজি ধর্মদাস, রংপুর, ১৩ মেছবি: মঈনুল ইসলাম