একঝলক (১৩ মে ২০২৫)

১ / ১৮
রঙ্গন ফুলের কলি। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
গল্প করতে করতে স্কুলের পথে দুই শিশু। মাহমুদপুর সড়ক, মালিগাছা, পাবনা, ১৩ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৮
এক জাতের ধান কাটা শেষ। এখন জমিতে আরেক জাতের ধান রোপণ করা হবে। তাই যন্ত্রের মাধ্যমে জমি চাষ করছেন কৃষক। মনিদহ, পাবনা, ১৩ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৮
পুকুরপাড়ে কলাগাছে বসে আছে মাছরাঙা পাখি। বাজিতপুরের ভাগলপুর, কিশোরগঞ্জ, ১৩ মে
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৮
পাকুন্দিয়ায় রাস্তায় খড় না শুকানোর জন্য প্রশাসন নিয়মিত মাইকিং করছে। তারপরও রাস্তায় খড় শুকান অনেকে। এতে চলাচলে সমস্যা হয়। পাকুন্দিয়ার হোসেন্দি, কিশোরগঞ্জ, ১২ মে
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৮
গাছের ওপর বসে আছে শালিক পাখি। সাবগ্রাম চান্দপাড়া, বগুড়া, ১৩ মে
ছবি: সোয়েল রানা
৭ / ১৮
প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এ অবস্থায় তারগুলো ঝুলে পড়েছে। ফলে হাঁটাচলায় ঝুঁকি তৈরি হয়েছে। বনরূপা, রাঙামাটি, ১৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
মহাসড়কে ঝুঁকি নিয়ে নছিমনে মুড়ির বস্তা বোঝাই করে গন্তব্যে যাচ্ছেন এক ভ্যানচালক। বদরপুর, ফরিদপুর, ১৩ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
জমি থেকে করলা তুলে বিক্রির জন্য ক্রেটে ভরছেন চাষি। আরাজি ধর্মদাস, রংপুর, ১৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
মাকড়সার জালে আটকা পড়েছে প্রজাপতি। জানকি ধাপেরহাট, রংপুর, ১৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
সূর্যমুখী ফুলে বসছে মৌমাছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ১৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
পুকুরে লাল শাপলার পাতায় ঘুরে ঘুরে শিকারের খোঁজে জলময়ূর। পাহাড়পুর, বদলগাছী, নওগাঁ, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
উপাচার্য শুচিতা শরমিনের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে কয়েকজন শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৩ মে
ছবি: সাইয়ান
১৪ / ১৮
পাহাড়ে এখন জুম চাষের সময়। বিভিন্ন সবজির বীজ বপনে ব্যস্ত কয়েকজন নারী। সিন্দুকছড়ি, গুইমারা, ১৩ মে
ছবি: জয়ন্তী দেওয়ান
১৫ / ১৮
জমি থেকে পাইকারি দরে শসা কিনে ঢাকায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারিতে প্রতি মণ শসার দাম পড়েছে ৬০০ টাকা। মিঠাপুকুর, রংপুর, ১৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
খাবারের খোঁজে গাছ থেকে গাছে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালী। শ্রীপুর, গাজীপুর, ১৩ মে
ছবি: সাদিক মৃধা
১৭ / ১৮
দেয়াল ঘেঁষে অলকানন্দা গাছে ফুটেছে ফুল। মোহনপুর, রাজশাহী, ১৩ মে
ছবি: শফিকুল ইসলাম
১৮ / ১৮
গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে গাছের ছায়ায় শীতল বাতাসে দাবা খেলায় মগ্ন দুজন। তাহিরপুর, সুনামগঞ্জ। ১৩ মে
ছবি: খলিল রহমান