একঝলক (২০ এপ্রিল ২০২৪)

১ / ৩১
কাঁকরোল ফুলে কৃত্রিম পরাগায়ন ঘটাচ্ছেন কৃষক। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ৩১
চাষিদের কাছ থেকে শসা কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন পাইকার। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৩১
রোদ ও গরমের মধ্যে মহাসড়কের ধারে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। মডার্ন মোড়, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৩১
দইয়ের পাত্র তৈরির পর তা বাড়ির আঙিনায় রোদে শুকাতে দিয়েছেন এক নারী। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৫ / ৩১
আনারস ও কাঁঠাল নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। সমতা ঘাটে মৌসুমি ফলের ভাসমান হাট, বনরুপা, রাঙামাটি, ২০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৩১
গোলাপের কলমে ফুটেছে ফুল। ফুলসহ নানা জাতের গোলাপের চারা নার্সারিতে পাইকারি দামে বিক্রি হচ্ছে। বৈরাগীগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৩১
বাঁশের কঞ্চিতে বসে আছে লম্বা লেজের দুধরাজ পাখি। বোয়ালিয়াপাড়া, লালপুর, নাটোর, ২০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৮ / ৩১
ছুটি শেষ আগেই হয়েছে। তারপরও যাঁরা গ্রামে রয়ে গিয়েছিলেন, তাঁরা এখন কর্মস্থলে ফিরছেন। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
৯ / ৩১
গরমের কারণে ইলেকট্রিক দোকানগুলোতে ফ্যান বিক্রি বেড়েছে। ক্রেতারা ফ্যান কিনতে দোকানে ভিড় করছেন। কাঠপট্টি রোড, বরিশাল নগর, ২০ এপ্রিল
ছবি: সাইয়ান
১০ / ৩১
ঘুড়ি ওড়ানোর জন্য মাঠের দিকে যাচ্ছে দুই কিশোর। হরনারায়ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ৩১
গরমে হাঁপিয়ে ওঠায় তৃষ্ণা মেটাচ্ছেন এক ব্যক্তি। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ৩১
গাছের ডালে বসে আছে একটি পাখি। দৌলতপুর, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ৩১
পাট দিয়ে তৈরি রপ্তানিযোগ্য উপকরণ চট্টগ্রাম বন্দরে নিতে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। রেলগেট, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ৩১
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানসিন্দুক ও একটি বড় স্টিলের ট্রাংক ৪ মাস ১০ দিন পর খুলে ২৭ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। টাকা গুনতে ব্যস্ত শিক্ষার্থীরা। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ২০ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ৩১
৩৭ বছর ধরে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করছেন বদিউজ্জামান। এই গরমে পানির চাহিদা বেড়েছে অনেক। পাবনায় চলমান তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ট্রাফিক মোড়, পাবনা, ২০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৬ / ৩১
খুচরায় বেশি দামে বিক্রি হলেও পাইকারিতে প্রতি কেজি শজনে ৪০ টাকায় বিক্রি হচ্ছে মোকামে। খুচরায় বিক্রির জন্য মোকাম থেকে শজনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ২০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৭ / ৩১
গ্রীষ্মের ফল লিচু। আলো-বাতাসপূর্ণ বেলে দো-আঁশ মাটিতে এবং সমতল বা উঁচু ও মাঝারি উঁচু জমিতে লিচু চাষ করা যায়। ওয়্যারলেসপাড়া এলাকা, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৮ / ৩১
প্রচণ্ড দাবদাহে প্রাণিকুলেরও হাঁসফাঁস অবস্থা। পুকুরে নেমে গলা ভিজিয়ে নিচ্ছে কানাকুয়া পাখি। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ৩১
হাওর থেকে ধান কেটে ভারে করে নিয়ে আসছেন এক কৃষক। দক্ষিণ সুরমার ধরমপুর, সিলেট, ২০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩১
হাওরে বাড়তে শুরু করেছে পানি। এই সময়ে কচুরিপানা ফুলে নান্দনিক রূপ ধারণ করেছে হাওর। ফেঞ্চুগঞ্জ উপজেলার দামরিয়া হাওর, সিলেট, ২০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২১ / ৩১
প্রখর রোদের মধ্যে মাঠ থেকে গবাদিপশুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করে ভ্যানে করে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২২ / ৩১
তীব্র তাহপ্রবাহের কারণে প্রিন্স নামের এই ঘোড়াকে দিনের দ্বিতীয়বারের মতো গোসল করানো হচ্ছে। এই ঘোড়াটিকে মূলত গাড়ি চালানোর কাজে ব্যবহার করা হয়। অন্য সময় দিনে একবার গোসলা করানো হয় একে। ফুলবাড়িয়া এলাকা, ঢাকা ২০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২৩ / ৩১
খেতের পাট বড় হচ্ছে আর বাড়ছে আগাছা। তাই কৃষকেরা দল বেঁধে খেতে নিড়ানি দিচ্ছেন। ভাটপাড়া এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৪ / ৩১
তাপপ্রবাহের কারণে বৃদ্ধ ও শিশু, শ্রমিক, অসুস্থ ব্যক্তিদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এ ছাড়া যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। ট্রলারে কীর্তনখোলা নদী পারাপারের সময় সূর্যের তাপ থেকে রক্ষা পেতে এক নারী তাঁর দুই সন্তানকে ছাতার নিচে নিয়ে বসেছেন। চাঁদমারী খেয়াঘাট এলাকা, বরিশাল, ২০ এপ্রিল
ছবি: সাইয়ান
২৫ / ৩১
প্রখর রোদ থেকে বাঁচতে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ছায়ায় বসে তরমুজ বিক্রি করছেন এক নারী। কিন্তু সড়কের তাপে অসহ্য হয়ে খাওয়ার পানি সামনের সড়কে ছিটাচ্ছেন, যদি একটু তাপ কম হয়। স্টেশন রোড, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২৬ / ৩১
প্রচণ্ড রোদে কাজ করা মানুষের কষ্ট সীমাহীন। রোদ থেকে বাঁচতে মাথাল মাথায় দিয়ে কাজ করছেন শাটার তৈরির এক শ্রমিক। শেখপাড়া, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২৭ / ৩১
সবজির মোকামে সবজি কিনতে এসে খুচরা ব্যবসায়ীরা রোদ থেকে রক্ষায় থলে (ব্যাগ), বস্তা বা ছাতা মাথায় ধরেছেন। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ২০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২৮ / ৩১
প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। কিছুটা স্বস্তি পেতে ছেলে ফারহান আশফাককে নিয়ে ধলেশ্বরীর শাখা খালে নেমেছে আশরাফুল ইসলাম। কুড়েরপাড় এলাকা, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
২৯ / ৩১
গরম থেকে রক্ষায় ছাগলকে গোসল করাচ্ছেন এক ব্যক্তি। দীঘলকান্দি গ্রাম এলাকা, বগুড়া, ২০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৩০ / ৩১
বৈশাখের প্রখর রোদ আর অসহনীয় গরমে অতিষ্ঠ পাখিকুলও। গরমে তৃষ্ণা মেটাতে পাইপে মুখ লাগিয়ে পানি পান করছে পায়রা। রেলওয়ে স্টেশন, সিলেট, ২০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৩১ / ৩১
গরম থেকে প্রশান্তি পেতে বটগাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে কয়েকজন। চাঁদমারী খেয়াঘাট, বরিশাল, ২০ এপ্রিল
ছবি: সাইয়ান