দারফুর বা রুয়ান্ডা, ইরাক বা ফিলিস্তিন এমন অনেক দেশের নাম উঠে এসেছে এক ব্যানারে। সেই ব্যানারে আছে যুদ্ধবিধ্বস্ত নানা দেশের নাম। বিশ্বের যেসব দেশে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে ব্যানারের চিত্রকর্মের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরের প্রাচীরের পুরোটা জুড়ে এমন অসংখ্য ছবি নিয়ে শুরু হয়েছে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চিত্র প্রদর্শনী’। ঢাকা, ১৫ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ