একঝলক (২৮ মার্চ, ২০২৪)

১ / ২৫
খেত থেকে তোলার পর শিম বাছাই করছেন একদল কিষান-কিষানি। রাজারামপুর, শাজাহানপুর, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ২৫
সিলেট-তামাবিল মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছে সারি সারি ট্রাক। হরিপুর, জৈন্তাপুর, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
বিলের পানিতে মাছ ধরার ফাঁদ পাতছেন এক নারী। দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা, ২৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৫
শুষ্ক মৌসুমে খালের পানি শুকিয়ে গেছে। ডিঙিনৌকাগুলো শুকনো জায়গায় আটকে আছে। ফৈজদ্দিন মাতুব্বর পাড়া, পূর্ব উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৫ / ২৫
বাড়ির উঠানে বসে মাটি দিয়ে টব তৈরি করছেন মৃৎশিল্পী ফুলকুমারী রানী পাল। বিলকাজলী, ধুনট, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ২৫
খাবারের খোঁজে ডোবায় নেমেছে একটি বেগুনি কালেম পাখি। কাঠালতলী এলাকা, রাঙামাটি, ২৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
‘হারভেস্টার’ যন্ত্রের সাহায্যে খেতেই মাড়াই করা হচ্ছে গম। গোবিন্দপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৫
বিলেতি ধনেপাতার খেতে আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত দুই নারী। সাপছড়ি মধ্য পাড়া, রাঙামাটি, ২৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
পেঁয়াজের গোড়া কেটে বিক্রির উপযোগী করছেন দুই গৃহবধূ। ভাষানচর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৫
মোকামতলা থেকে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য ঝুড়িতে ভরে কলা আনা হয়। বিক্রি শেষে সেসব ঝুড়ি ভ্যানে করে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ঠেঙ্গামারা এলাকা, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ২৫
দোকানে পোশাক দেখছেন এক নারী ক্রেতা। চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, চট্টগ্রাম, ২৮ মার্চ
ছবি: জুয়েল শীল
১২ / ২৫
বাজারে বেতফল নিয়ে বসেছেন এক বিক্রেতা। প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কান্দিরপাড় এলাকা, কুমিল্লা, ২৮ মার্চ
ছবি: এম সাদেক
১৩ / ২৫
ঈদ সামনে রেখে বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কশপগুলোর কর্মীরা। বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা, চট্টগ্রাম, ২৮ মার্চ
ছবি: জুয়েল শীল
১৪ / ২৫
দীর্ঘদিন ধরে কুমিল্লা পুলিশ লাইন সড়কের সংস্কার কাজ চলছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পানি ভবনের সামনে, কুমিল্লা, ২৮ মার্চ
ছবি: এম সাদেক
১৫ / ২৫
নারিকেলের শুকনা পাতা থেকে শলা বের করছেন গৃহবধূ হাসনা বেগম। এরপর এসব শলা দিয়ে ঝাড়ু তৈরি করা হবে। পশ্চিম বঙ্গাবরদি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২৫
চৈত্রের গরমে প্রশান্তির আশায় হাঁটু পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। পাংশা এলাকা, বাবুগঞ্জ, বরিশাল, ২৮ মার্চ
ছবি: সাইয়ান
১৭ / ২৫
তালপাতা দিয়ে হাতপাখা বানাচ্ছেন কয়েকজন নারী। টেকপাড়া এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২৮ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৫
জমিতে জমে থাকা পানিতে মাছ ধরছে দুটি বক। পাংশা এলাকা, বাবুগঞ্জ, বরিশাল, ২৮ মার্চ
ছবি: সাইয়ান
১৯ / ২৫
অস্থায়ী দোকানে টুপি সাজিয়ে রাখছেন বিক্রেতারা। সিটিবাজার এলাকা, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৫
রঙিন ফোমের তৈরি পাখি বিক্রি করতে বেড়িয়েছেন দুই ব্যক্তি। একেকটি পাখি বিক্রি হয় ৭০ টাকায়। ঝালোপাড়া এলাকা, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৫
গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন চরের জমিতে কাজ করা কৃষকেরা। চর সদিরাজপুর, দোগাছি, পাবনা, ২৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৫
খাল থেকে মাছ ধরে বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন একজন। সাহবাজপুর এলাকা, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
কাভার্ডভ্যানের ওপর ঝুঁকি নিয়ে বসে গন্তব্যে যাচ্ছেন দুজন। কাজীর বাজার সেতু, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
পয়লা বৈশাখের আগে মাটির বাসন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমারেরা। পালপাড়া, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২৫ / ২৫
ভেলায় ভেসে বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে নেমেছেন একজন। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ