একঝলক (১৫ মার্চ ২০২৪)

১ / ১২
ট্রলারে করে গাছের ফালি-বাকল আনার পর তা খালাস করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ছারছিনা, নেছারাবাদ, পিরোজপুর, ১৫ মার্চ
ছবি: সাইয়ান
২ / ১২
বসন্তকালে নানা ধরনের ফুলের দেখা মেলে। অনেকেই বাসাবাড়ির সৌন্দর্য বাড়াতে ফুলের চারা লাগান। চাহিদা থাকায় নার্সারিতে রাখা হয় বিভিন্ন জাতের ফুল। ট্রাকে করে আনা ফুলের গাছ বিক্রির জন্য নার্সারিতে রাখা হচ্ছে। দাড়িয়াপাড়া, সিলেট, ১৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
জাটকা সংরক্ষণ সপ্তাহ চলছে। এ সময় নদীতে মাছ ধরা নিষেধ। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মাছ ধরছেন দুই জেলে। ছারছিনা, নেছারাবাদ, পিরোজপুর, ১৫ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ১২
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, গোয়ালচামট, ফরিদপুর, ১৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৫ / ১২
বরগুনার কাকছিড়া এলাকা থেকে বাঙ্গি কিনে এসেছেন ব্যবসায়ীরা। কৃষকের কাছ থেকে পুরো খেতের বাঙ্গি প্রায় ৭০ হাজার টাকায় কিনেছেন তাঁরা। ছারছিনা, নেছারাবাদ, পিরোজপুর, ১৫ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১২
রমজানে জুমার নামাজের আগে নতুন টুপি কিনতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। মানভেদে ২০ থেকে ৫০০ টাকার টুপি বিক্রি করছেন বিক্রেতা। ডিআইটি, নারায়ণগঞ্জ, ১৫ মার্চ
ছবি: দিনার মাহমুদ।
৭ / ১২
বাড়ির উঠানে বসে মাটি দিয়ে টব বানাচ্ছেন সুমিত্রা রানী পাল। দক্ষিণ মমিনপুর, রংপুর, ১৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
বাগান থেকে গাঁদা ফুল তুলছেন এক নারী। গোপীনাথপুর, রংপুর, ১৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
মাছের পোনা বিক্রি শেষে সাইকেলে বাড়ি ফিরছে এক ব্যক্তি। আড়ংঘাটা, খুলনা, ১৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
প্রতিবছর রোজা থেকে ঈদ পর্যন্ত বিভিন্ন রকমের সেমাইয়ের চাহিদা বাড়ে। আর সেই চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটে কারখানাগুলোতে। কারখানায় লাচ্ছা সেমাই তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। চাক্তাই, চট্টগ্রাম, ১৫ মার্চ
ছবি: সৌরভ দাশ
১১ / ১২
গাছের আড়ালে লুকিয়ে আছে এক গিরগিটি। রায়েরমহল, খুলনা, ১৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১২
পানের বরজে পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। বলরামপুর, রংপুর, ১৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম