ওএমএস ডিলার পয়েন্টের সামনে চাল ও আটা কেনা মানুষের দীর্ঘ লাইন। ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চাল ও আটা কিনতে হয় ক্রেতাদের। সাবগ্রাম, রেলঘুমটি, বগুড়া, ২০ অক্টোবরছবি: সোয়েল রানা
৬ / ২২
আমন ধানের খেতে কারেন্ট জাল পেতে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। শিকড়, শেরপুর, বগুড়া, ২০ অক্টোবরছবি: সোয়েল রানা
৭ / ২২
জমি থেকে দেশি জাতের শসা তুলে বিক্রি করতে বাজারে নিচ্ছেন চাষি। জলছত্র, রংপুর, ২০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
সকালে ধান সেদ্ধ করার পর খোলা জায়গায় রোদে শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দুই কিষানি। গোয়ালন্দ, রাজবাড়ী। ২০ অক্টোবরছবি: এম রাশেদুল হক
পথের ধারে সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে দাঁতরাঙ্গা ফুল। জাহাঙ্গীরবাগ, বান্দরবান, ২০ অক্টোবরছবি: মংহাইসিং মারমা
১৪ / ২২
কাঠের তৈরি তৈজসপত্র, খেলনা ও ব্যবহার্য বিভিন্ন জিনিসের পসরা বসিয়ে দোকানে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা। দামোদর, ফুলতলা, খুলনা, ২০ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২২
মুক্ত আকাশে ডানা মেলেছে দুই চিল। দামোদর, ফুলতলা, খুলনা, ২০ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২২
ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ইঞ্জিনচালিত তিন চাকার যানে খড়কুটা নিয়ে যাচ্ছেন এক চালক। দক্ষিণ মহিলারা, বরিশাল, ২০ অক্টোবরছবি: সাইয়ান
১৭ / ২২
বড়শি নিয়ে নদীতে মাছ শিকারে এসেছেন চার শৌখিন শিকারি। সুবিধাজনক স্থানে যাওয়ার জন্য নৌকায় করে নদী পার হচ্ছেন তাঁরা। চেঙ্গেরখাল, সিলেট, ২০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
হেমন্তের দুপুরে প্রখর রোদ ও গরম পড়েছে। রোদের মধ্যে ছাতা হাতে পথ চলেছেন এক প্রবীণ। বাউয়ারকান্দি, সিলেট, ২০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
গাছের পাতার ফাঁকে খাবারের সন্ধানে উড়ে এসে বসেছে একটি কালো মাথার বেনেবউ পাখি। সাকুয়া, কিশোরগঞ্জ, ২০ অক্টোবরছবি: তাফসিলুল আজিজ
২০ / ২২
সুনামগঞ্জে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে নদীতীরের শিমুলবাগান। শিমুলবাগান, সুনামগঞ্জ, ৯ অক্টোবরছবি: প্রথম আলো