মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতি বুধ আর শনিবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলের লোকসহ বিভিন্ন এলাকার শৌখিন পলো শিকারিরা বেরিয়ে পড়েন মাছ শিকারে। বড় বোয়াল, আইড়, গজার, রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছ ধরা পড়ে। ফুনফুনি বিল, মিঠামইন, কিশোরগঞ্জ, ৬ মার্চছবি: তাফসিলুল আজিজ