একঝলক (৬ মার্চ ২০২৪)

১ / ১২
হলদে বউ পাখি পাকুর ফল খেতে ব্যস্ত। এদের বাসা বাঁধার ভরা মৌসুম বসন্ত—শরৎকাল। কাপ্তাই সীতা পাহাড়, রাঙামাটি, ৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতি বুধ আর শনিবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলের লোকসহ বিভিন্ন এলাকার শৌখিন পলো শিকারিরা বেরিয়ে পড়েন মাছ শিকারে। বড় বোয়াল, আইড়, গজার, রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছ ধরা পড়ে। ফুনফুনি বিল, মিঠামইন, কিশোরগঞ্জ, ৬ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১২
খাস খাওয়ানো শেষে একদল ছাগল নিয়ে বাড়ি ফিরছেন মো. মোস্তফা মিয়া। ধনেশ্বর এলাকা, কুমিল্লা, ৬ মার্চ
ছবি: এম সাদেক
৪ / ১২
পুকুরের কাদাপানিতে লুকিয়ে থাকা মাছ ধরতে নেমে পড়েছে শিশু-কিশোরের দল। চৌয়ারা বাজার এলাকা, কুমিল্লা, ৬ মার্চ
ছবি: এম সাদেক
৫ / ১২
আলু তোলার পর এখনো বিক্রি হয়নি। তাই খেতের পাশে আলু পাহারা দিচ্ছেন কৃষক। জগদীশপুর এলাকা, রংপুর, ৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
কারখানায় রিং স্ল্যাব তৈরিতে ব্যস্ত এক শ্রমিক। প্রতিটি রিং স্ল্যাব আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়। উত্তম বটতলা এলাকা, রংপুর, ৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
সকালের মিষ্টি রোদে শিশুসন্তানকে সাইকেলে চড়াতে বেরিয়েছেন এই মা। শুকানচকি এলাকা, রংপুর, ৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
শীত কাটিয়ে এখন দিনের বেলা বেশ গরম অনুভূত হয়। গরমে বাড়ে গামছার চাহিদা। সেই চাহিদা মাথায় রেখে গামছা বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। কিনব্রিজ এলাকা, সিলেট, ৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
সুরমা নদীতে শিকারের জন্য ডানা মেলে উড়ছে চিল। চাঁদনীঘাট, সিলেট, ৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে পুরো সড়ক। ফলে ওই সড়কে যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। লামাপাড়া এলাকা, সিলেট, ৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
খাবারের সন্ধানে ঘুরছে কাঠবিড়ালি। দৌলতপুর, খুলনা, ৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১২
আজ বিশ্ব ডেন্টিস্টস ডে। দিবসটি উপলক্ষে বেসরকারি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শোভাযাত্রা। মগবাজার, ঢাকা, ৬ মার্চ
ছবি: প্রথম আলো