একঝলক (৮ জানুয়ারি ২০২৫)

১ / ১৭
নার্সারিতে এখন শীতকালীন নানা ধরনের ফুলের চারা বিক্রি হচ্ছে। প্রতিটি চারা ২০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। নজিরেরহাট, রংপুর, ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
ইরি ধানের বীজতলায় থাকা বাঁশের ওপর বসে আছে সুইচোরা পাখি। বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৭
কার্গো জাহাজে খুলনা থেকে খাদ্য অধিদপ্তরের চালের বস্তা এসেছে। সেসব বস্তা জাহাজ থেকে শ্রমিকেরা খালাস করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কাজ করে একজন শ্রমিক ৬০০ থেকে ৮০০ টাকা পারিশ্রমিক পান। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১৭
ঠান্ডা থেকে রক্ষা পেতে কম্বল মুড়ি দিয়ে ফুটপাতের ওপর শুয়ে আছেন এক ছিন্নমূল ব্যক্তি। তাঁর সঙ্গে কয়েকটি কুকুর জবুথবু হয়ে শুয়ে আছে। বিবির পুকুরপাড়, বরিশাল, ৭ জানুয়ারি
ছবি: সাইয়ান
৫ / ১৭
শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে দুই শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। স্টেশন সড়ক, রংপুর, ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
পালের মহিষগুলোকে গোসল করানোর জন্য নদীতে নামিয়েছেন রাখাল। পদ্মার চর, চর কোমরপুর, পাবনা, ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৭
চারপাশে শর্ষেখেত। কুয়াশায় মোড়া সকালে সেই খেতের পাশে মেঠো পথ ধরে সাইকেল চালাচ্ছে এক কিশোর। কামালবাজার, সিলেট, ৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
শীতের সকালে কারখানা থেকে মাছের আড়তে নেওয়া হচ্ছে বরফ। তোপখানা, সিলেট, ৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
দুপুর পর্যন্ত বরিশালে সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। সদর রোড, বরিশাল, ৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ১৭
চরের বাথানে গরু পালন করেন কয়েকজন রাখাল। দুধপানে ব্যস্ত ছোট বাছুর। পদ্মার চর, পাবনা, ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
হাড় কাঁপানো শীতের মধ্যে কোলের শিশুকে নিয়ে রাস্তায় বের হয়েছেন এক অভিভাবক। চেলোপাড়া, বগুড়া, ৮ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১৭
কাপ্তাই হ্রদে নৌকায় করে মাছ শিকারের চেষ্টায় জেলে। পোষা কুকুরটিও আছে তাঁর সঙ্গে। পুরান পাড়া, রাঙামাটি, ৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী এখনো সব বই হাতে পায়নি। তাই পুরোপুরি ক্লাসও শুরু হয়নি। ক্লাস শেষে বিদ্যালয়ের মাঠে দোলনায় দোল খাচ্ছে শিক্ষার্থীরা। প্রভাতি পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, পাবনা, ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৭
রাঙামাটি শহরের হাটে বিক্রি করার জন্য টমেটো নিয়ে এসেছেন চাষি। ঘাট থেকে নামিয়ে ডাঙায় নেওয়া হচ্ছে টমেটো। সমতা ঘাট, রাঙামাটি, ৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৭
এই রেলগেটে নেই কোনো ধরনের প্রতিবন্ধক। যখন–তখন এখান দিয়ে পার হয় যানবাহন। তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পসরা, গেরদা, ফরিদপুর, ৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৭
মাটির কলস বানিয়ে রোদে শুকাতে দিচ্ছেন এক কারিগর। শুকানোর পর তা আগুনে পোড়াবেন। বারপাড়া, কুমিল্লা, ৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৭ / ১৭
‘নিরপরাধ’ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবারের সদস্যরা ও চাকরিচ্যুতরা সমাবেশ করেন। এরপর তাঁরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশের বাধা। শাহবাগ, ঢাকা, ৮ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ