একঝলক (২৯ মার্চ ২০২৪)

১ / ১২
তিস্তার চরে গম কাটছেন এই চাষি। ঢুষমাড়া, কাউনিয়া, রংপুর ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
ঈদের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। পছন্দের কাপড় কিনতে ভিড় করেছেন নারীরা। নিউমার্কেট, বগুড়া শহর,২৯ মার্চ
ছবি: সোয়েল রানা
৩ / ১২
বৃষ্টিতে পানি বাড়ছে। নদীর পাড়ে নৌকা মেরামত ও রঙের কাজে ব্যস্ত এক ব্যক্তি। নিজপাড়া, কাউনিয়া, রংপুর, ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
গরমে শীতল হতে পুকুরে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। দ্বীপচর, পাবনা, ২৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
ঈদ উপলক্ষে তৈরি করা সেমাই শুকাতে দিয়েছেন জরিমন বেগম। স্থানীয় ভাষায় এই সেমাইকে বলে চাপা সেমাই। প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করবেন তিনি। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর, ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় গ্রুপের লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা। ঝিলটুলী, সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্র, ফরিদপুর ২৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৭ / ১২
খেতজুড়ে পড়ে আছে পাকা মিষ্টিকুমড়া। বাজারে দাম অনেকটা কমে যাওয়ায় বাধ্য হয়েই কৃষকেরা ফেলে রেখেছেন শত শত মিষ্টিকুমড়া। মাতুব্বর পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৮ / ১২
ঈদ সামনে রেখে নতুন কাপড় কিনতে ব্যস্ত ক্রেতারা। মনোহরপুর, কুমিল্লা, ২৯ মার্চ
ছবি: এম সাদেক
৯ / ১২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা পরীক্ষার্থীরা। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে, ২৯ মার্চ
ছবি জুয়েল শীল
১০ / ১২
গরমে ডাবের চাহিদা বাড়ে। নৌকায় আসা ডাব কিনছেন এক ব্যবসায়ী। প্রতিটি ডাব ৫০ টাকা করে চাষির কাছ থেকে কিনে নিয়েছেন ব্যবসায়ী। এখন ৭০ টাকা করে তা বিক্রি করবেন। কুড়িয়ানা, নেছারাবাদ, পিরোজপুর, ২৯ মার্চ
ছবি: সাইয়ান
১১ / ১২
পাতার আড়ালে বসে আছে এক কোকিল। বৈকালী, খুলনা শহর, ২৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১২
কোনো কিছু ফেলে দেওয়া প্লাস্টিকের প্যাকেটের একটি অংশে দড়ি বেঁধে তা চশমার মতো ব্যবহার করছেন এই ব্যক্তি। তিনি জাহাজভাঙার শ্রমিক। হাতুড়ি দিয়ে জাহাজের পুরোনো আস্তরণ ওঠানোর সময় চোখের সুরক্ষায় এই ব্যবস্থা নিয়েছেন তিনি। স্বরূপকাঠি বাসস্ট্যান্ড, নেছারাবাদ, পিরোজপুর, ২৯ মার্চ
ছবি: সাইয়ান