কোনো কিছু ফেলে দেওয়া প্লাস্টিকের প্যাকেটের একটি অংশে দড়ি বেঁধে তা চশমার মতো ব্যবহার করছেন এই ব্যক্তি। তিনি জাহাজভাঙার শ্রমিক। হাতুড়ি দিয়ে জাহাজের পুরোনো আস্তরণ ওঠানোর সময় চোখের সুরক্ষায় এই ব্যবস্থা নিয়েছেন তিনি। স্বরূপকাঠি বাসস্ট্যান্ড, নেছারাবাদ, পিরোজপুর, ২৯ মার্চছবি: সাইয়ান