একঝলক (১ ফেব্রুয়ারি, ২০২৫)

১ / ১৩
রাজশাহী-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী দাশুড়িয়া মোড় গোলচত্বরে ফুলের বাগান। চলতি পথে দৃষ্টিনন্দন এ বাগান পথচারী ও যাত্রীদের নজর কাড়ে। দাশুড়িয়া মোড়, ঈশ্বরদী, পাবনা, ১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ১৩
লাল মাথা বসন্তবাউরি পাখিটি বটফল খাচ্ছে। কাপ্তাই রাম পাহাড়, রাঙামাটি, ১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৩
ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে বাহারি প্রজাপতি। ঘিলাছড়ি চৌধুরী ছড়া মুখ, রাঙামাটি, ১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। আজ শনিবার সকাল আটটার দিকে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে গাড়ির ভিড়। দৌলতদিয়া, রাজবাড়ী, ১ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৩
ঘন কুয়াশায় ঢাকা সকালে বীজতলা থেকে ধানের চারা তুলে চাষের জমিতে নিয়ে যাওয়া হচ্ছে। আড়ংঘাটা, খুলনা, ১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া হয়েছে ধানের নাড়া। এক নারী তা উল্টে–পাল্টে দিচ্ছেন। রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এই নাড়া। সিলেট, ১ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৩
ক্যাকটাসগাছে ফুটেছে লাল রঙের ফুল। আদালত এলাকা, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ১৩
চাঁদপুর ইকরা মডেল একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চলছে শিশুদের খেলা। ইকরা মডেল একাডেমি প্রাঙ্গণ, চাঁদপুর, ১ ফেব্রুয়ারি
ছবি: আলম পলাশ
৯ / ১৩
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে গত বৃহস্পতিবার থেকে কয়েকজন শিক্ষার্থী প্রধান ফটকের সামনে অনশন করছেন। মহাখালী, ঢাকা, ১ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
১০ / ১৩
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী ‘কবিতা উৎসব’–এর উদ্বোধন ঘোষণা করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। লাইব্রেরি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১১ / ১৩
সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে বর্ণমালার মিছিল বের করা হয়। নগরের সারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছন্দনৃত্যালয়ের শিল্পীরা নৃত্যের মাধ্যমে মিছিলটিকে স্বাগত জানান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সিলেট, ১ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে লাশবাহী গাড়ি নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সামনে, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ১৩
বগুড়ার শাজাহানপুরের আড়িয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রতিদিন সকালে বাজার বসে। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার তৈরি হয়। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা