ভোলা-চরফ্যাশন সড়কপথসহ পাঁচটি সড়কে বাস ও অটোরিকশা ধর্মঘট চলছে। দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। ভোলা-চরফ্যাশন সড়ক, ভোলা, ৬ মেছবি: নেয়ামতউল্যাহ
১৭ / ২২
ব্যস্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির মরা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেকোনো মুহূর্তে গাছগুলো ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। জাঙ্গিরাই এলাকা, জুড়ী, মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক, ৫ মেছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২২
সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম পাড়ার মাধ্যমে উদ্বোধন করা হয় ‘পাকা আম মৌসুম’-এর। বাগান থেকে চাষিকে আম পাড়তে দেখা যাচ্ছে। ফিংড়ি, সাতক্ষীরা, ৫ মেছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২২
বিক্রি করতে সড়কের পাশে কাঁঠালের পসরা সাজিয়ে রাখা হয়েছে। কুতুকছড়ি, রাঙামাটি, ৫ মেছবি: সুপ্রিয় চাকমা
গ্রামীণ মজলিশে রান্নার জন্য চলেছেন এক বাবুর্চি। মাথায় করে রান্নার পাতিলও নিয়ে যাচ্ছেন তিনি। ঢালার চর, বেড়া, পাবনা, ৫ মেছবি: হাসান মাহমুদ
২২ / ২২
নদীমাতৃক বাংলাদেশে আগে গ্রামাঞ্চলের প্রতিটি নদীতেই দেখা যেত পালতোলা নৌকা। এখন আর তেমন খুব একটা দেখা যায় না। তবে পাবনার যমুনা নদীতে বালু পরিবহনের নৌযানগুলোকে দেখা যায় পাল তুলে চলাচল করতে। কাজীর হাট, বেড়া, পাবনা, ৫ মেছবি: হাসান মাহমুদ