একঝলক (২১ ডিসেম্বর ২০২৫)

১ / ১০
কনকনে শীত আর ঘন কুয়াশায় গরুবাহী ট্রলির ওপর বসে ঝুঁকি নিয়ে যাচ্ছেন তাঁরা। পান্ডার দীঘি, রংপুর, ২১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
হ্রদে রাতে পেতে রাখা জাল সকালে তুলে আনা হচ্ছে। রাবারবাগান, রাঙামাটি, ২১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
লতা গাছে ফোটা ফুলে আরও রঙিন হয়ে উঠেছে চারপাশ। কাটাছড়ি, রাঙামাটি, ২১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
হেলমেট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন তাঁরা। অথচ নিয়মিত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে এ মহাসড়কে। কানড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২১ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১০
লালশাক চাষের জন্য গরু দিয়ে মই দেওয়া হচ্ছে জমি। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ২১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৬ / ১০
ভাটায় পোড়ানোর আগে তৈরি করা ইট রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ২১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৭ / ১০
শীতের সকালে পত্রিকা বিতরণের জন্য ছুটছেন সংবাদপত্র বিক্রয়কর্মী। সুরভি উদ্যানের সামনে, রংপুর, ২১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
কনকনে শীতের সকালে জবুথবু হয়ে কাজের অপেক্ষায় দিনমজুর। শাপলা চত্বর, রংপুর, ২১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
দুই বিঘা জমিতে রুই-কাতলার সঙ্গে ঘেরে চিংড়ি চাষ করেছেন তিনি। বাড়তি আয়ের জন্য ঘেরের পাশে চাষ করেছেন লাউ। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
ডালে বসে কী খুঁজছে চিত্রা ঘুঘুটি? জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২১ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
ছবি: সুপ্রিয় চাকমা