সড়ক বিভাজকের ওপর লাগানো হচ্ছে বাতি। কোনো রকমের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন দুই শ্রমিক। বউ বাজার, উত্তরা ১৭ নম্বর সেক্টর, ঢাকা, ১৭ সেপ্টেম্বরছবি: খালেদ সরকার
২ / ১৩
সড়ক বিভাজকের মাঝে লোহার বেষ্টনী থাকলেও গ্রিল নেই। সেই সুযোগে বেষ্টনীর ফাঁক গলে সড়কে পার হচ্ছে পথচারীরা। টেকনিক্যাল, মিরপুর, ঢাকা, ১৭ সেপ্টেম্বরছবি: খালেদ সরকার
৩ / ১৩
রাজধানীতে মুষলধারে বৃষ্টির মধ্যে পথ চলছেন একদল তরুণ-তরুণী। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
৪ / ১৩
ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ধুপচি তৈরি শেষে রোদে শুকাচ্ছেন পুষ্প রানী পাল। বাহিরদিয়া পালপাড়া, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ১৩
প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার সঙ্গে মিলিয়ে রং করেছেন এক ব্যক্তি। চরদাদনা গ্রাম, জামালপুর, ১৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৮ / ১৩
ব্রাজিলের পতাকার আদলে নিজের বাড়ি রং করেছেন আরেক ব্যক্তি। চরদাদনা গ্রাম, জামালপুর, ১৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৯ / ১৩
বর্ষায় পানি জমেছে বালুর মাঠে। সেই কাদাপানিতে খেলায় মেতেছে শিশুরা। জোড়াগেট বালির মাঠ, খুলনা, ১৭ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি, ১৭ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৩
পুরোনো টায়ার কম দামে কিনে সংগ্রহ করেন ভাঙারি দোকানিরা। টায়ার পরিষ্কার করায় ব্যস্ত এক শ্রমিক। এ কাজের জন্য প্রতিদিন ৫০০ টাকা মজুরি পান তিনি। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৭ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ