জমিতে গাছের ডাল, বাঁশের আগা বা কঞ্চি পুঁতে পাখি বসার ব্যবস্থা করার নাম ‘পার্চিং’। এ পদ্ধতিতে পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। কদমতলী গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৪ অক্টোবরছবি: সোয়েল রানা
২ / ২১
লাল গলা মেলা পেঙা পাখিটি খাবারের খোঁজে বনের ঝোপঝাড়ে ঘুরে বেড়াচ্ছে। বোদিপুর, রাঙামাটি, ২৪ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
বাঁশে মশারি বেঁধে জাল তৈরি করে কাপ্তাই হ্রদে ছোট চিংড়ি শিকার করছেন এক তরুণ। কুমড়া টিলা, রাঙামাটি, ২৪ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
পর্যটকবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। ইনাতনগর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ২৪ অক্টোবরছবি: প্রথম আলো
৫ / ২১
রক্ত কাঞ্চন ফুল ‘অর্কিড ট্রি ফ্লাওয়ার’ নামেও পরিচিত। এই ফুল সাধারণত শরৎ থেকে শীতকাল পর্যন্ত ফোটে। ক্যাডেট কলেজ প্রাঙ্গণ, কোটবাড়ি, কুমিল্লা, ২৪ অক্টোবরছবি: আবদুর রহমান
৬ / ২১
পিঠা বিক্রির জন্য মাটির চুলা তৈরি করছেন এক নারী। পেন্নাই বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২১
ফুটে আছে ডুরান্টা ইরেক্টাগাছের ফুল ও ফল। এটি সোনালি পায়রা বেরি নামেও পরিচিত। জামছড়ি বৌদ্ধবিহার, বান্দরবান, ২৪ অক্টোবরছবি: মংহাইসিং মারমা
৮ / ২১
সবুজ তৃণলতায় বসে আছে দুটি রঙিন ফড়িং। ভাঙ্গাব্রীজ, বান্দরবান, ২৪ অক্টোবরছবি: মংহাইসিং মারমা
ঝাঁকি জাল দিয়ে তিস্তা নদীতে মাছ ধরছেন এই শৌখিন মাছশিকারি। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ২৪ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
তিস্তার চরে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে ঘোড়া গাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। মহিপুর, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ২৪ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের অংশে খানাখন্দ মেরামত চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ অক্টোবরছবি: এম রাশেদুল হক
১৫ / ২১
তিন চাকার যান আর ব্যাটারিচালিত বাহনের কারণে নগরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট লেগেই থাকে। সাগরদি, বরিশাল, ২৩ অক্টোবরছবি: সাইয়ান
১৬ / ২১
নতুন আলু ওঠার আগেই খালি করতে হবে হিমাগার। তাই লোকসান হলেও আলু বের করে নেওয়া হচ্ছে আড়তে। ঢাকা-পাবনা মহাসড়ক, জালালপুর, পাবনা, ২৪ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
হাট বসেছে পুরোনো বাইকের। কয়েক মাস ধরে প্রতি শুক্রবার এই হাট বসে। দূরদূরান্ত থেকে আসেন ক্রেতা-বিক্রেতা। ক্যালিকো মিল এলাকা, রাজাপুর, পাবনা, ২৪ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
খেতের পাশের জলাশয়ে মাছ শিকার করে ধানখেতের আলপথ ধরে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। টিলাপাড়া, সদর, সিলেট, ২৪ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
সড়কের পাশে ধান শুকাতে দিয়েছেন গৃহবধূ। সুযোগ বুঝে ধান খেয়ে নিচ্ছে একঝাঁক শালিক। নিখুরদী, গেরদা, ফরিদপুর, ২৪ অক্টোবরছবি: আলীমুজ্জামান
২০ / ২১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। প্রতিদিন আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ২৪ অক্টোবরছবি: মীর হোসেন
২১ / ২১
বাবার সঙ্গে প্রাতর্ভ্রমণে এসে সকালের স্নিগ্ধ আলোয় সাইকেল চালানো শিখছে এক শিশু। রমনা পার্ক, ঢাকা, ২৪ অক্টোবরছবি: জাহিদুল করিম