এক ঝলক (০২ জুন ২০১৮)

১ / ১১
সারা দিন ঝরেছে বৃষ্টি। পশ্চিম আকাশ রাঙিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে অস্ত যাচ্ছে সূর্য। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে খেয়া নৌকায় ভাসছে মানুষ। জয়নুল আবেদীন পার্ক, ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ, ১ জুন। ছবি: আনোয়ার হোসেন
সারা দিন ঝরেছে বৃষ্টি। পশ্চিম আকাশ রাঙিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে অস্ত যাচ্ছে সূর্য। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে খেয়া নৌকায় ভাসছে মানুষ। জয়নুল আবেদীন পার্ক, ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ, ১ জুন। ছবি: আনোয়ার হোসেন
২ / ১১
দল বেঁধে ঘাস খাচ্ছে রাজহাঁস। বাড়িতে রাজহাঁস পালন লাভজনক। একদিন বয়সী হাঁসের ছানা ২৫০ টাকায় ও খাওয়ার উপযোগী হাঁস ৭০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ১ জুন। ছবি: হাসান মাহমুদ
দল বেঁধে ঘাস খাচ্ছে রাজহাঁস। বাড়িতে রাজহাঁস পালন লাভজনক। একদিন বয়সী হাঁসের ছানা ২৫০ টাকায় ও খাওয়ার উপযোগী হাঁস ৭০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ১ জুন। ছবি: হাসান মাহমুদ
৩ / ১১
আক্তারুজ্জামান উড়াল সড়কের লুপ খুলে দেওয়া হয়েছে। চলছে গাড়ি। দুই নম্বর গেট, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
আক্তারুজ্জামান উড়াল সড়কের লুপ খুলে দেওয়া হয়েছে। চলছে গাড়ি। দুই নম্বর গেট, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
৪ / ১১
জমে উঠেছে ঈদের বাজার। শাড়ি কিনতে দোকানে ভিড় করছে ক্রেতারা। মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
জমে উঠেছে ঈদের বাজার। শাড়ি কিনতে দোকানে ভিড় করছে ক্রেতারা। মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
৫ / ১১
বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ফার্মগেট, বিজয় সরণি হয়ে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।  ঢাকা, ২ জুন। ছবি: তানভীর আহাম্মেদ
বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ফার্মগেট, বিজয় সরণি হয়ে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। ঢাকা, ২ জুন। ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১১
রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজের খোঁড়াখুঁড়ি চলছে। ফলে প্রায়ই এসব গর্তে আটকে যাচ্ছে যানবাহন। শাহবাগ, ঢাকা, ২ জুন। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজের খোঁড়াখুঁড়ি চলছে। ফলে প্রায়ই এসব গর্তে আটকে যাচ্ছে যানবাহন। শাহবাগ, ঢাকা, ২ জুন। ছবি: সাইফুল ইসলাম
৭ / ১১
পড়ন্ত বিকেলে বালুর মাঝে গড়াগড়ির খেলা। সাঁড়া ঝাউদিয়া, ঈশ্বরদী, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
পড়ন্ত বিকেলে বালুর মাঝে গড়াগড়ির খেলা। সাঁড়া ঝাউদিয়া, ঈশ্বরদী, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
৮ / ১১
বিশ্বকাপের কড়া নাড়ছে দুয়ারে। উন্মাদনা চলছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও। একই বাঁশে উড়ছে বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের পতাকা। টেবুনিয়া বাজার এলাকা, পাবনা সদর, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
বিশ্বকাপের কড়া নাড়ছে দুয়ারে। উন্মাদনা চলছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও। একই বাঁশে উড়ছে বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের পতাকা। টেবুনিয়া বাজার এলাকা, পাবনা সদর, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
৯ / ১১
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা। নওয়াববাড়ী সড়ক, বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা। নওয়াববাড়ী সড়ক, বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
১০ / ১১
কিছুদিনের মধ্য পাকবে এসব খেজুর। হরিপুর এলাকা, পবা, রাজশাহী, ২ জুন। ছবি: শহীদুল ইসলাম
কিছুদিনের মধ্য পাকবে এসব খেজুর। হরিপুর এলাকা, পবা, রাজশাহী, ২ জুন। ছবি: শহীদুল ইসলাম
১১ / ১১
দুপুরে পদ্মায় গোসল করতে এসে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। ভাজন ডাঙ্গা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান রনী
দুপুরে পদ্মায় গোসল করতে এসে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। ভাজন ডাঙ্গা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান রনী