এক ঝলক (০৩ মার্চ, ২০২১)

১ / ১৬
হাওরের পাশে খাল। সেই খালে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে এক শিশু। নীলগাঁও, সিলেট সদর, ৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
নতুন পাতা আর বাদুড়গুলো সখ্য গড়েছে গাছের ডালে। টুকেরবাজার, সিলেট সদর, ৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৬
প্রখর রোদে পানির অভাবে জমিতে ফাটল দেখা দিয়েছে। খাল থেকে পানি সেচ দেওয়া হচ্ছে হাওরের বোরো খেতে। মাছ ধরার জন্য পানির পাইপের মুখে জাল পেতে আছে এক কিশোর। বাওরকান্দি, সিলেট সদর, ৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
লেখক মুশতাক আহমেদের ‘হত্যার’ বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠন নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে পদযাত্রা করে। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। ঢাকা, ৩ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৬
গরম বেড়েছে, বাড়ছে বৈদ্যুতিক পাখা বা ফ্যানের কদর। তবে সিলিং ফ্যানের তুলনায় টেবিল ও খাঁচা ফ্যান বেশি বিক্রি হচ্ছে। ৮০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত দাম হয় এসব ফ্যানের। খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
ঋতুবৈচিত্র্যে এখন বসন্তকাল। লাল-হলদে রাধাচূড়ায় মধু খেতে এসেছে প্রজাপতি। রাঙামাটি, ৩ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৬
কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মিষ্টি, কেকসহ নানান খাবারের কাগজের প্যাকেট। ধরন অনুযায়ী একেকটি প্যাকেটের দাম পরে ১ থেকে ৩০ টাকা পর্যন্ত। মোহাম্মদপুর, ঢাকা, ৩ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৬
আলু তোলা শেষে বোরো রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। মাটির ফাঁকে লুকিয়ে থাকা আলু হালের সঙ্গে ওপরে এলে তা কুড়িয়ে নিচ্ছে শিশুরা। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৬
ধান সেদ্ধ শেষে পদ্মা নদীর পাড়ে শুকিয়ে নিচ্ছেন গৃহবধূ জমেলা বেগম। ফরিদপুর সদর, ৩ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
তিস্তার চরে আবাদ হয়েছে পেঁয়াজের। সেই পেঁয়াজ তুলে বালুচরে সাইকেল ঠেলে বাড়ি ফিরছে এই কিশোরী ও তার মা। গঙ্গাচড়া, রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
চিড়িয়াখানায় ছয় দিন আগে জলসুন্দরী নামে জলহস্তীর একটি বাচ্চা জন্ম নেয়। মায়ের সঙ্গে সারা দিনই পানির মধ্যে খেলা করে সে। মিরপুর, ঢাকা, ২ মার্চ
ছবি: আশরাফুল আলম
১২ / ১৬
কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠন নাগরিক সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৬
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার ছাত্রনেতাদের মুক্তি দাবিতে বগুড়ার প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বগুড়া, ৩ মার্চ
১৪ / ১৬
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ইয়াঙ্গুনে আগুন নেভাচ্ছেন এক বিক্ষোভকারী। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৩ মার্চ
ছবি: এএফপি
১৫ / ১৬
ভাদাইখাল দিয়ে দূষিত বর্জ্য মিশছে করতোয়া নদীর পানিতে। ফটকি সেতু এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
১৬ / ১৬
শীতের শুরুতে সপরিবারে ইটভাটায় কাজ করতে এসেছেন শ্রমিকেরা। অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে খেলাধুলা করে সময় কাটায় শ্রমিকদের ছেলেমেয়েরা। নারায়ণগঞ্জ, ২ মার্চ
ছবি: দিনার মাহমুদ