এক ঝলক (০৭ মার্চ, ২০২১)

১ / ১০
প্রতিদিন বাজারে দ্রব্যমূল্য বেড়েই চলছে। নিম্ন আয়ের মানুষ পড়ছেন নানা সমস্যায়। টিসিবির ট্রাক সেলের সামনে ন্যায্যমূল্যে দ্রব্য কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা,৭ মার্চ
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
দুই নাতনিকে নিয়ে ফুটপাতে চায়ের দোকান সামলাচ্ছেন মরিয়ম বেগম। চার মাসের ফাতেমা ও আড়াই বছরের মনসুরার মা সারা রাত দোকান চালিয়ে সকালে বিশ্রামে গেছেন। মরিয়ম বেগম ও তাঁর মেয়ের এ ব্যবসা থেকে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা আয় হয়। কারওয়ান বাজার, ঢাকা, ৭ মার্চ
ছবি: দীপু মালাকার
৩ / ১০
সমুদ্র পর্যটকদের আনন্দ। কুয়াকাটা, বরিশাল, ৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
মোবাইল ফোন ব্যবহার করে রাস্তা পারাপার হচ্ছেন দুই ব্যক্তি। পথচারীদের এ ধরনের অসাবধানী চলাচলের জন্য প্রায়ই ঘটে দুর্ঘটনা। কারওয়ান বাজার, ৭ মার্চ
ছবি: দীপু মালাকার
৫ / ১০
নারী দিবসেও আমেনা, সুলতানার মাথায় ঝুড়ি। প্রতি ঝুড়ি পাথর বয়ে নিয়ে ফেলার জন্য তাঁরা পান দুই টাকা। সম্প্রতি রাজধানীর গাবতলী এলাকায়
ছবি: হাসান রাজা
৬ / ১০
অ্যাকুয়ারিয়ামে অনেকেই শখে মাছ রাখেন। রাজধানীর কাঁটাবন এলাকায় বিভিন্ন ধরন ও সাইজের অ্যাকুয়ারিয়াম বিক্রি হয়। কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, ৭ মার্চ
ছবি: দীপু মালাকার
৭ / ১০
গরম পড়তে  শুরু করেছে। ফলে ফ্যানের বিক্রিও বেড়েছে। চকবাজার, ঢাকা, ৬ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
তরুণ স্বেচ্ছাসেবকদের সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর বাংলাদেশ’ খুলেছে ভালো কাজের হাসপাতাল। ছিন্নমূলদের চিকিৎসা দেওয়া হয় এখানে। তাদের ভালো কাজ করার প্রতিজ্ঞাও করতে হয়। রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টম হাউস এলাকা। ঢাকা, ৭ মার্চ
ছবি: হাসান রাজা
৯ / ১০
রাজধানীতে ধুলা বেড়েছে। ছোট–বড় সব সড়কেই ধুলার আস্তরণ। এর মধ্যেই চলাফেরা করতে হয় মানুষকে। মোহাম্মদপুর, ঢাকা, ৭ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু হয়ে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ফরিদপুর, ৭ মার্চ
ছবি: আলীমুজ্জামান