এক ঝলক (১ অক্টোবর, ২০২০)

১ / ১১
ডোরাকাটা পালকের নিশি বকটি গভীর বন থেকে এসেছে লোকালয়ে। বাঘাইছড়ি, রাঙামাটি, ১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১১
পদ্মা নদীর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নাব্যতা কম থাকায় ফেরি চলাচল প্রায়ই বন্ধ থাকছে। এ সময় ইঞ্জিনচালিত নৌযানে করে নদী পার হন মোটরসাইকেলের আরোহীরা। এ জন্য ভাড়া গুনতে হয় ৫০০ টাকা করে। নদী পার হতে মাওয়ার শিমুলিয়া ৩ নম্বর ঘাটে মোটরসাইকেলের আরোহীদের দীর্ঘ সারি। মাওয়া, মুন্সিগঞ্জ, ১ অক্টোবর। ছবি: জিয়া ইসলাম
ছবি: জিয়া ইসলাম
৩ / ১১
নিয়ম না মেনে পথচারীরা মহাসড়ক পার হচ্ছেন। ঢাকা-মাওয়া মহাসড়ক, কুইচ্চামারা, মুন্সিগঞ্জ, ১ অক্টোবর
ছবি: জিয়া ইসলাম
৪ / ১১
পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পাট নিয়ে বিপাকে চাষিরা। হাটগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকায় অল্প দামেই পাট বিক্রি করতে হচ্ছে তাঁদের। মণপ্রতি পাট বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩২০০ টাকায়। গতকাল মানিকগঞ্জের ঘিওরে।
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১১
কাজ শেষ হওয়ার পরও মাটিতে বসানো লোহার পাইপ সরিয়ে নেওয়া হয়নি। বৃষ্টির পানিতে পিছলে পড়ে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, এক দিন আগে এখানে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। গতকাল রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায়।
ছবি: আশরাফুল আলম
৬ / ১১
সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের প্রতি চিত্রা হরিণের সতর্ক দৃষ্টি। কালাবগি, দাকোপ, খুলনা, ১ অক্টোবর।
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উপলক্ষে ভক্তরা প্রার্থনাসামগ্রী নিয়ে বিহার প্রাঙ্গণে এসেছেন। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১ অক্টোবর।
ছবি: নীরব চৌধুরী
৮ / ১১
ডাকঘরের প্রধান ফটকে রাখা আছে ডাকবাক্স। ডাকবাক্সের জীর্ণদশাই বলে দেয় এখন কেউ আর তাতে চিঠি ফেলে না। দীঘিনালা, খাগড়াছড়ি, ১ অক্টোবর।
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১১
বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ বিক্রির জন্য শহরে ফেরি করছেন এক বিক্রেতা। শমসের নগর, মৌলভীবাজার, ১ অক্টোবর।
ছবি: প্রথম আলো
১০ / ১১
টিকিট পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রাম অফিসের ফটকে সৌদি ও ওমানপ্রবাসীদের ভিড়। ষোলো শহর, চট্টগ্রাম, ১ অক্টোবর।
ছবি: জুয়েল শীল
১১ / ১১
উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মন। ১১৪তম জন্মবার্ষিকীতে শচীন দেববর্মনের জন্মভিটায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন। দক্ষিণ চর্থা, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: এম সাদেক