এক ঝলক (১ ডিসেম্বর, ২০২০)

১ / ১১
কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালটি এখন যেন আবর্জনার ভাগাড়। খালের তীরে দৈনন্দিন ময়লা-আবর্জনা ও তৈরি পোশাক কারখানার টুকরা কাপড়ে খালটি সম্পূর্ণ ভরাট হয়ে পড়েছে। জোড়া ব্রিজ, চর কালীগঞ্জ, ঢাকা, ১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১১
গোধূলিবেলায় বিল পাবলা খালে কচুরিপানা ঠেলে নৌকায় ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১১
করোনাকালে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন স্বাদের পান মসলার কাচের বয়াম সাজিয়ে রাখছে ছেলে। বউরানী, শাহি, শৌখিন, মিষ্টি পান প্রভৃতি ভিন্ন ভিন্ন নামের পানের খিলি দোকানটিতে ২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। চাঁদমারি, নারায়ণগঞ্জ, ৩০ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ১১
কেরানীগঞ্জে গড়ে ওঠা ছোট-মাঝারি শিল্পকারখানার রাসায়নিকযুক্ত তরল বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পরিবেশ। আগানগর, ২৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৫ / ১১
কপিখেতে পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। তেলিহারা, বগুড়া, ৩০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১১
গ্রামীণ পর্যায়ে পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকে শিম সংগ্রহ করছেন। শুশুতি, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ৩০ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১১
তিস্তা নদীতে পানি শুকিয়ে জেগে উঠছে চর। সদ্য জেগে ওঠা ছোট একটি চরে খুনসুটিতে মেতেছে শিশুরা। পাওটানা, পীরগাছা, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
শুকনো গাছে পোকা শিকার করছে কাঠঠোকরা। শিলাছড়া, খাগড়াছড়ি, ৩০ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৯ / ১১
পাকা পেয়ারার খোঁজে টিয়া পাখি। গুগড়াছড়ি, খাগড়াছড়ি, ৩০ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
১০ / ১১
শুকনো মৌসুমে খাল-বিলের পানি কমেছে। এ সময়ে কম পানিতে ঘের জালের ব্যবহার করা হয়। মাছ ধরার জন্য নৌকায় দাঁড়িয়ে ঘের জাল টানছেন মৎস্যজীবীরা। তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১১
রাতের আকাশে মিরপুর স্টেডিয়ামের আলোর মধ্যে একঝাঁক সাদা বক। মিরপুর, ঢাকা, ৩০ নভেম্বর
ছবি: শামসুল হক