করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন সব স্কুল বন্ধ রয়েছে। বেশির ভাগ শিশুই এখন ঘরের চার দেয়ালে বন্দী। অনেক এলাকায় পরিত্যক্ত খোলা জায়গা পেয়ে খেলায় মেতেছে বেশ কয়েকটি স্কুলের শিশু-কিশোরেরা। মিরপুর কোটবাড়া, ঢাকা, ১০ জুন। ছবি: আশরাফুল আলম
২ / ১৯
করোনার প্রভাব্ ভালোই পড়েছে বিনোদনকেন্দ্রে। বরিশাল নগরের প্ল্যানেট পার্কে একজন দর্শনার্থীও নেই। বান্দ রোড, বরিশাল নগর, ৯ জুন। ছবি: সাইয়ান
৩ / ১৯
উগান্ডার মারচুরিয়ান ফলসের কাছে ভিক্টোরিয়া নাইলের পানিতে ডুবে আছে কিছু জলহস্তী। গত ২৫ জানুয়ারি তোলা ছবিটি আজ ১০ জুন প্রকাশিত। ছবি: এএফপি
৪ / ১৯
হাতে দস্তানা, মুখে মাস্ক, মাথায় পলিথিন মুড়িয়ে চায়ের ফ্লাক্স নিয়ে ফুটপাতে বসেছেন চা-বিক্রেতা রফিক মিয়া। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর আবার তিনি ফেরি করে চা বিক্রি শুরু করেছেন। চৌহাট্টা, সিলেট, ১০ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
রেড জোন ঢাকার রাজাবাজারে মঙ্গলবার রাত ১২টার পর থেকে লকডাউন শুরু হয়েছে। ঢাকা, ১০ জুন। ছবি: আবদুস সালাম
৬ / ১৯
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা মারা গেছেন। ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। কদমতলী, খাগড়াছড়ি, ১০ জুন। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৯
করোনার সংক্রমণ বিবেচনায় ঢাকার পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা, ১০ জুন। ছবি: আবদুস সালাম
৮ / ১৯
ঢাকার পূর্ব রাজাবাজার লকডাউন করায় কাউকে এই এলাকা থেকে বের হতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢাকা, ১০ জুন। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
অনেকেই সঠিক নিয়মে মাস্ক পরেন না। আবার সুরক্ষা ছাড়া শিশুদের নিয়ে অভিভাবকেরা বাইরে আসায় সংক্রমণের ঝুঁকি থাকছে। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১০ জুন। ছবি: হাসান মাহমুদ
১০ / ১৯
একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট। তাই ব্যাটারিচালিত ফ্যান কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১০ জুন। ছবি: হাসান মাহমুদ
১১ / ১৯
এক রিকশায় উঠেছেন তিন যাত্রী। তাঁদের একজনের নেই মাস্ক। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১০ জুন। ছবি: হাসান মাহমুদ
১২ / ১৯
করোনাকালে শহুরে এলাকায় বাসা বেঁধেছে এক জোড়া টিয়া। দুইয়ের মধ্যে চলছে ভাববিনিময়। জেলাপাড়া, পাবনা, ১০ জুন। ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৯
দীর্ঘদিন পর লকডাউন তুলে দেওয়ায় রুবেল ও সাগর (হলুদ গেঞ্জি) বের হয়েছেন কাজের সন্ধানে। বিভিন্ন বাসাবাড়ির পুরোনো মনিটর অল্প দামে কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চানখাঁরপুল এলাকায়। পলাশী, ঢাকা, ১০ জুন। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৯
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীর। রাস্তার নষ্ট বাতি মেরামতের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এক বিদ্যুৎকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ জুন। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৯
জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে ব্যাঙ শিকারে নেমেছে দুই কুকুর। কদমতলি, সিলেট, ১০ জুন। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
করোনাভাইরাস সংক্রমণে জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক না পরে ঘরের বাইরে আসায় কয়েকজনকে নগদ অর্থ জরিমানা করা হয়। বন্দরবাজার, সিলেট, ১০ জুন। ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
স্বাস্থ্যবিধি মেনে খেলা রয়েছে সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতান। নগরের মধুবন সুপার মার্কেটে জীবাণুনাশক স্প্রে করার কাজে নিয়োজিত এক নারী মার্কেটে প্রবেশকারীদের স্প্রে করছেন। বন্দরবাজার, সিলেট, ১০, জুন। ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৯
সিলেট নগরের জিন্দাবাজার-আম্বরখানা সড়ক বিভাজক তৈরির জন্য খুঁড়ে রাখা হয়েছিল। সংস্কার না হওয়ায় নগরে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি আর ঝক্কি । চৌহাট্টা, সিলেট, ১০ জুন। ছবি: আনিস মাহমুদ
১৯ / ১৯
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরে মধ্যে শিশুকে কোলে নিয়ে নগরে এসেছেন এক নারী। নিজের মুখে মাস্ক থাকলেও শিশুর সুরক্ষায় নেই সচেতনতা। কোর্টপয়েন্ট, সিলেট, ১০ জুন। ছবি: আনিস মাহমুদ