এক ঝলক (১০ জুন,২০২১)

১ / ২০
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সূচকে সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ৪ নম্বরে। মহাখালী, ঢাকা, ১০ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ২০
করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের মধ্যে রয়েছে মোটরসাইকেলে চালক অন্য কোনো আরোহী বহন করতে পারবেন না। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করে তিনজন নিয়ে বের হন এই মোটরসাইকেলচালক। এ সময় পুলিশ থামতে বলায় তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধরে ফেলে। দড়াটানা মোড়, যশোর, ১০ জুন
ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ২০
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় করোনায় আক্রান্ত হন এক স্বজন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার। তাঁর জন্য অক্সিজেন সিলিন্ডার রিফিল করে নিয়ে যাচ্ছেন স্বজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ১০ জুন
ছবি: শহীদুল ইসলাম
৪ / ২০
গাইবান্ধা জেলা শহরে আজ আধাবেলার হরতাল চলছে। সদর থানার ওসি মাহফুজার রহমানের অপসারণসহ চার দফা দাবিতে এই হরতাল আহ্বান করে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতালকারীরা। ডিবি রোড, গাইবান্ধা, ১০ জুন
ছবি: প্রথম আলো
৫ / ২০
বৃষ্টির জমা পানিতে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। লালখান বাজার, চট্টগ্রাম, ১০ জুন
ছবি: সৌরভ দাশ
৬ / ২০
কয়েক দিনের বৃষ্টিতে ভিজে গেছে ধান। আজ রোদ ওঠায় স্থানীয় স্কুলমাঠে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষক লিয়াকত সরদার। মুন্সী বাজার, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ জুন
ছবি: এম রাশেদুল হক
৭ / ২০
সদ্য লাগানো ধান খাওয়ার জন্য নেমে পড়েছে একদল হাঁসের ছানা। ছানাগুলো ধানের পাতা থেকে খাচ্ছে পোকামাকড়। সৈয়দপুর, দেবীদ্বার, কুমিল্লা, ১০ জুন
ছবি: এম সাদেক
৮ / ২০
গত কয়েক দিনের বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি ঝরনা। এসব ঝরনার পানি কেউ দেখতে যায় না করোনার কারণে। ছড়ার পানিতে খেলে আনন্দ উপভোগ করছে এলাকার শিশুরা। তাঞ্জাংছড়া, বিলাইছড়ি, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম ন-কাটাছড়া। চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর লোকজনের বসবাস এখানে। এদের কাছে করোনা অচেনা এক ভয়াবহ রোগ। তাই গ্রামের বাইর থেকে আসা যেকোনো লোকজন থেকে দূরে সরে থাকতে হবে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধা বসেছেন একটি মাচাং বাড়িতে। অচেনা লোক দেখলেই তাঁরা সতর্ক হয়ে করোনার কারণে দূরত্ব বজায় রাখেন। ন-কাটাছড়া, বিলাইছড়ি, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২০
ফুটপাতের নার্সারিতে ফুটে আছে দৃষ্টিনন্দন জারুল ফুল। পুলিশ লাইনস এলাকা, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
আমগাছের উঁচু ডালে চড়ে বসেছে বাচ্চা বানরটি। বন্দর গার্লস স্কুল এলাকা, নারায়ণগঞ্জ, ১০ জুন
ছবি: দিনার মাহমুদ
১২ / ২০
অন্য ফসলের তুলনায় লাভবান হওয়ায় ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ দিন দিন বাড়ছে। খেত থেকে তোলার আগে ভুট্টাগাছ কেটে রেখেছেন চাষিরা। পাড়িয়া এলাকা, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১০ জুন
ছবি: মজিবর রহমান খান
১৩ / ২০
সিলেটে কয়েক দফায় ভূকম্পনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় নগরের ছয়টি মার্কেট ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ১০ দিন পর আবারও ঝুঁকি নিয়ে খোলা হয়েছে নগরের রাজা ম্যানশন মার্কেটের দোকানপাট। জিন্দাবাদ, সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
বটের ছায়ায় শালিক পাখি। মহাখালী, ঢাকা, ১০ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২০
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম গ্রামে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১০ জুন
ছবি: জাকির হোসেন
১৬ / ২০
মা টাকি মাছ সদ্য ফোটানো পোনা নিয়ে মাঠের জমে থাকা পানিতে খাবারের খোঁজে ঘুরছে। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১০ জুন
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অসমাপ্ত ফলাফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রেসক্লাব, ঢাকা, ১০ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের হাইওয়ে থানাসংলগ্ন সড়কটিতে বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িগুলো ডাম্পিং করে রাখা হয়েছে। সড়কটি সংকীর্ণ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীসহ অন্য পরিবহনগুলো। কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১০ জুন
ছবি: দিনার মাহমুদ
১৯ / ২০
উন্নয়নমূলক কাজের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালটি। বেগুনবাড়ি এলাকায় খালটির মাঝ দিয়ে তৈরি হচ্ছে নতুন সেতুর অবকাঠামো। দক্ষিণ কেরানীগঞ্জ, ১০ জুন
ছবি: দীপু মালাকার
২০ / ২০
অবকাঠামোর উন্নয়নমূলক কাজের কারণে ধুলাবালুতে দূষিত হচ্ছে বায়ু। ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারীরা। বেগুনবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ, ১০ জুন
ছবি: দীপু মালাকার