এক ঝলক (১১ জুন,২০২১)

১ / ২৩
করোনা উপসর্গে ভোগা স্বজনদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করে ক্লান্ত বাগেরহাটের দীপু দেবনাথ। একপর্যায়ে খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে ল্যাম্পপোস্টের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। খুলনা, ১১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৩
পৃথিবীর সব থেকে সাতটি ধনী দেশের ফোরাম জি-৭–এর শীর্ষ সম্মেলন ঘিরে বাংলাদেশে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ জীবাশ্ম জ্বালানি খাতে সব ধরনের জাপানি বিনিয়োগ বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেন জলবায়ুবিষয়ক কর্মীরা। প্রেসক্লাব, ঢাকা, ১১ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২৩
যন্ত্রের সাহায্যে ধান সেদ্ধ করছেন মিলের শ্রমিকেরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ জুন
ছবি: এম রাশেদুল হক
৪ / ২৩
ঝুলে থাকা লতায় ডানা মেলেছে প্রজাপতি। সবুজবাগ, বগুড়া, ১১ জুন
ছবি: সোয়েল রানা
৫ / ২৩
আবাদ করা থানকুনি পাতা তুলছেন তঞ্চঙ্গ্যা এক নারী। স্থানীয় হাটে প্রতি কেজি থানকুনি পাতা ৫০-৬০ টাকা দরে বিক্রি করা হয়। কাপ্তাই, রাঙামাটি, ১১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৩
মৌসুমি ফল আনারস বাজারে আসতে শুরু করছে, তবে দামে বেশ চড়া। ময়মনসিংহ, ১১ জুন
ছবি: আনোয়ার হোসেন
৭ / ২৩
মাছ ধরার চাঁই নৌকাতে করে নিয়ে এসেছেন বিক্রেতারা। বেতাগী, বরগুনা, ১১ জুন
ছবি: মোহাম্মদ রফিক
৮ / ২৩
রংপুরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সেই সুযোগে দুরন্তপনায় মেতে ওঠে কিশোরীর দল।উত্তরবানিয়াপাড়া, রংপুর, ১১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৩
বৃষ্টির মধ্যে কাদা আর পানি ভরা মাঠে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। ময়মনসিংহ, ১১ জুন
ছবি: আনোয়ার হোসেন
১০ / ২৩
করোনার সংক্রমণ ঠেকাতে চলছে বিশেষ বিধিনিষেধ, তার মধ্যেই বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ব্রিজের মোড়, নওগাঁয়, ১১ জুন
ছবি: প্রথম আলো
১১ / ২৩
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহরবাসীকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বেচ্ছাসেবকেরা হ্যান্ড মাইকে প্রচার চালাচ্ছেন। দড়াটানা মোড়, যশোর, ১১ জুন
ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ২৩
করোনা উপসর্গে ভোগা রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বারান্দায় স্থান নিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। জেনারেল হাসপাতাল, পাবনা, ১১ মে
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৩
শুক্রবার রাজশাহী নগরের সিটি করপোরেশন এলাকায় বিকেল পাঁচটা থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা হওয়ায় অগ্রিম কেনাকাটা করতে কাঁচাবাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রাজশাহী, ১১ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ২৩
পদ্মবিলে ঘুরে বেড়াচ্ছে দুর্লভদর্শন জলময়ূর। পাবনা, ১১ মে
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৩
নৌকায় করে নদীতে ঘুরতে এসেছিল কিশোরের দল। এর মধ্যে বৃষ্টি আসায় পলিথিনের নিচে আশ্রয় নিয়েছেন অনেকেই। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ১১ জুন
ছবি: সাইফুল ইসলাম
১৬ / ২৩
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল–ক্যাম্পাস খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় নাগরিক সমাবেশ করে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা, জুন ১১
ছবি: দীপু মালাকার
১৭ / ২৩
সামান্য বৃষ্টিতেই রাজধানীর আজিমপুর সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। ঢাকা, জুন ১১
ছবি: দীপু মালাকার
১৮ / ২৩
টক স্বাদের ফল করমচা। কাঁটায় ভরা এ গাছ গ্রাম ছাড়াও এখন শহরে চাষ হয়। কারও কারও বাড়ির ছাদ কিংবা বারান্দায়ও দেখা মেলে করমচার। করমচা পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ, তেমনি আছে রোগ প্রতিরোধক্ষমতা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১১ জুন
ছবি: শিমুল তরফদার
১৯ / ২৩
শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চুয়াডাঙ্গা, ১১ জুন
ছবি: প্রথম আলো
২০ / ২৩
উঁচু পাহাড় থেকে খাদ পর্যন্ত অসংখ্য বসতি। ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে বাসিন্দারা। নতুনপাড়া, রাঙামাটি, ১১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৩
হাওরে পানি বাড়তে শুরু করেছে। পানির বাড়ার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদেরও ব্যস্ততা বেড়েছে। নতুন পানিতে বেড়জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী। দোবাগীর হাওর সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৩
যশোরে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালের শয্যা খালি না থাকায় করোনায় আক্রান্ত রোগীদের ঠাঁই হয়েছে মেঝেসহ বারান্দায়। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সেবিকাদের। মহিলা আইসোলেশন ওয়ার্ড, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর, ১১ জুন
ছবি: এহসান-উদ-দৌলা
২৩ / ২৩
স্কুল বন্ধ। সংসার চালাতে কষ্ট হয় পরিবারের। তাই তৃতীয় শ্রেণির ছাত্র নাঈম ফুটপাতে জুতার দোকানে কাজ করছে। সে প্রতি মাসে ২০০০ টাকা বেতন পায়। হর্কাস মার্কেট, চট্টগ্রাম, ১১ জুন
ছবি: জুয়েল শীল