এক ঝলক (১২ জুন, ২০২১)

১ / ১৬
রোববার থেকে আবার এক সপ্তাহর জন্য শুরু হবে চলাচলে বিশেষ বিধিনিষেধ, বন্ধ থাকবে মার্কেট। তাই শনিবার কেনাকাটার সুযোগ পেয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেট করতে ভিড় করেছেন লোকজন। ডাকবাংলা এলাকা, খুলনা, ১২ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
গাছে বাহারি রঙের ফুল ফুটেছে। বিভিন্ন কায়দায় উড়ে উড়ে ফুলের মধু খেতে এসেছে সুচালো লম্বাঠোঁট মৌটুসি। রাঙামাটি, ১২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৬
জিনসের প্যান্ট ড্রাই ওয়াশের পর কারখানায় নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। এসব প্যান্ট পাইকারি বাজারে বিক্রি হয় ২৫০ থেকে ৫৫০ টাকায়। কালীগঞ্জ, কেরানীগঞ্জ, ১২ জুন
ছবি: দীপু মালাকার
৪ / ১৬
জোয়ারের সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ। জাল দিয়ে সেই মাছ ধরার চেষ্টা জেলেদের। চট্টগ্রাম, ১২ জুন
ছবি: সৌরভ দাশ
৫ / ১৬
রাজু ভাস্কর্যের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ছাত্রসমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৬
জাহাজ থেকে পুরোনো তার সংগ্রহ করে তা আগুনে পুড়িয়ে বিক্রির জন্য সংগ্রহ করা হয় তামা। শাহ আমানত সেতু এলাকা, কর্ণফুলী নদীর তীর, চট্টগ্রাম, ১২ জুন
ছবি: সৌরভ দাশ
৭ / ১৬
ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছেন গ্রামের লোকজন, বড় রকমের দুর্ঘটনার শঙ্কা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের শ্রীমঙ্গল টু মির্জাপুর সড়কের পাশের বাদ আলিসারকুল এলাকা থেকে শনিবার তোলা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১২ জুন
ছবি: শিমুল তরফদার
৮ / ১৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় কাভার্ড ভ্যানটি। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম, ১২ জুন
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৯ / ১৬
পুরোনো বাল্কহেড কাটার কাজ করছেন শ্রমিকেরা। পোস্তাগোলা, ঢাকা, ১২ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
বর্ষায় খাল-নদীতে জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত থাকেন মৎস্যশিকারিরা। নৌকায় বসবাস করা বেদেরা নারী-পুরুষ সবাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নৌকাতে বসে এক বেদে নারী ছেঁড়া জাল বুনতে ব্যস্ত। নৌকাতে থাকা একটি শিশু রান্নার প্রস্তুতি নিচ্ছে। তালতলি সেতু, সদর উপজেলা, বরিশাল, ১২ জুন
ছবি: সাইয়ান
১১ / ১৬
৮০ বছরের বৃদ্ধ রহমত আলী কুষ্টিয়া থেকে বাঁশের বাঁশি কিনে বিভিন্ন জেলা ও এলাকায় হেঁটে বিক্রি করে বেড়ান সাধারণত। ফেরি করে তিনি বিক্রি করেন ২০ থেকে ২০০ টাকা দামের বাঁশি। তবে তাঁর সংগ্রহে দুই হাজার টাকা মূল্যের বাঁশিও রয়েছে। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ১২ জুন।
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৬
গরমে অতিষ্ঠ মহিষ বাঙ্গালী নদীর পানিতে গা ভিজিয়ে নিচ্ছে। স্বজনের পাড়া এলাকায় বাঙ্গালী সেতু, সোনাতলা উপজেলা, বগুড়া, ১২ জুন
ছবি: সোয়েল রানা
১৩ / ১৬
বাঙ্গালী নদীর কিনারায় গজিয়েছেন নতুন ঘাস। সেখানে গবাদিপশু চরাচ্ছে এক কিশোর। স্বজনেরপাড়া এলাকায় বাঙ্গালী সেতু, সোনাতলা উপজেলা, বগুড়া, ১২ জুন
ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর দুর্বৃত্তদের হামলা, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন। বাংলাদেশ হিন্দু আইনজীবী মহাজোট এ মানববন্ধন করে। প্রেসক্লাব, ঢাকা, ১২ জুন
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৬
স্ত্রীকে নিয়ে মিঠুন আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গিয়েছিলেন সিনিয়র নার্স নিয়োগের পরীক্ষা দিতে। রাজশাহীতে লকডাউনের কারণে ঢাকা থেকে এসে বানেশ্বরে নেমে অটোরিকশায় নগরের ভদ্রা এলাকা আসেন। সেখান থেকে ব্যাগের ওপরে শিশুকে বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য হাঁটতে শুরু করেন। শিরোইল, রাজশাহী, ১২ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৬ / ১৬
পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি ও ওয়াহিদ ম্যানসন সংস্কারকাজ বন্ধের দাবিতে চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার মানববন্ধন করে। প্রেসক্লাব, ঢাকা, ১২ জুন
ছবি: সাজিদ হোসেন