এক ঝলক (১৩ এপ্রিল ২০২১)

১ / ১৬
করোনায় আক্রান্ত রোগীর ব্যবহারের জন্য ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নগরের চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকায়। ময়মনসিংহ, ১৩ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৬
পালপাড়ায় নেই ব্যস্ততা। কারণ, করোনার লকডাউনে যে বৈশাখী মেলা নেই। বৈশাখী মেলার জন্য প্রস্তুতি চলছিল কিশোরগঞ্জের নিকলীর ষাটধার পালপাড়ায়। এখন দুরবস্থায় দিন কাটছে পালপাড়ার মানুষের। কিশোরগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৬
লকডাউনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায়। মানিকগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
৪ / ১৬
ঢাকা ছাড়তে শিমুলিয়া ঘাটে ট্রাকে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি। মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৫ / ১৬
ফেরি পারাপারের জন্য মাওয়া ঘাটে সকাল আটটা থেকে অপেক্ষমাণ এই পরিবার। মাওয়া, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: সুমন ইউসুফ
৬ / ১৬
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। তাই আজ মঙ্গলবার কেনাকাটা করতে নিউমার্কেট এলাকায় ভিড় জমান ক্রেতারা। গাউছিয়া মার্কেট ঢাকা, ১৩ এপ্রিল, নিউমার্কেট
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৬
কাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সেই সঙ্গে বাংলা নববর্ষ বরণ। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে ছিল ক্রেতাদের ভিড়। কারওয়ান বাজার, ১৩ এপ্রিল
ছবি: হাসান রাজা
৮ / ১৬
দেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। তাই ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয় অস্বাভাবিক যানজট। স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন যানবাহন করে রাজধানী ছাড়ছে মানুষ
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৬
অন্য সময় নতুন বছর সামনে রেখে যেভাবে পোশাকের দোকানে বেচাকেনা চলে, করোনার কারণে গত বছর ও এবার সেই দৃশ্য অনেকটাই নেই। হাতে গোনা লোকজনই কেনাকাটা করতে আসে বলে জানান দোকানিরা। ঢাকা, ১৩ এপ্রিল, বসুন্ধরা সিটি, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৬
সর্বাত্মক লকডাউনের আগে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। ছোট্ট শিশু নিয়ে মোটরসাইকেলে ঢাকার সেনানিবাস এলাকা থেকে চাঁদপুর যাচ্ছে একটি পরিবার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা, ১৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৬
করোনা সংক্রমণে অসুস্থ মনসুরা হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা
ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৬
ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছে মানুষ। শিমুলিয়ায় ঘাটে ট্রলারে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জের মাওয়া, ১৩ এপ্রিল
ছবি: সুমন ইউসুফ
১৩ / ১৬
ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। মাইক্রোবাসে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় পুলিশের তল্লাশি। ঢাকা, ১৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
লঞ্চ চলাচল না করায় ট্রলার ও স্পিডবোটে মানুষের উপচে পড়া ভিড়। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৫ / ১৬
অন্যান্য যানবাহনের পাশাপাশি পিকআপেও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ, ১৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৬
ফেরিতে মানুষের ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: দীপু মালাকার