এক ঝলক (১৪ জুন, ২০২১)

১ / ১১
প্রতিবছর নদীভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার শত শত বিঘা ফসলি জমি বিলীন হচ্ছে। দেবগ্রাম, মুন্সীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ জুন
ছবি: এম রাশেদুল হক
২ / ১১
বৃষ্টির কারণে বগুড়া-তালোড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কানোড়া গ্রাম, কাহালু, বগুড়া, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
৩ / ১১
দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। তাই বাইসাইকেল চড়ে মনের আনন্দে মেতেছে শিশুরা। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১১
রাঙামাটি রাজবন বিহারে গাছের ডালে বসেছে এক ছোট্ট বানর। প্রায়ই এমন দৃশ্য পথিকদের আনন্দ দেয়। রাজবন বিহার, রাঙামাটি, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
দোলনা, পাপোশ, মাদুর, বিছানাসহ নানা সামগ্রী পাইকারি মূল্যে কিনে বাজারে বিক্রির জন্য ভ্যানে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জেলা প্রশাসক কার্যালয়ে সামনে সড়ক, বগুড়া, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
৬ / ১১
জমে থাকা বৃষ্টির পানিতে খাবারের খোঁজে দুই বক। বয়রা, খুলনা, ১৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
বর্ষার প্রথম দিনেই চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হতো বৃক্ষমেলা। করোনার কারণে এবার বন্ধ রয়েছে এই মেলা। তবু বৃক্ষপ্রেমীরা নতুন নতুন গাছের সন্ধানে ভিড় করছে নগরের নার্সারিগুলোয়। নন্দনকানন, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: সৌরভ দাশ
৮ / ১১
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার নিয়ম। সচেতনতা বাড়াতে শিববাড়ী মোড়ে চার বেহারার পালকি ভাস্কর্যে বেহারার মুখে মাস্ক পরিয়ে রাখা হয়েছে। শিববাড়ী মোড়, খুলনা, ১৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
ধেয়ে আসছে ট্রেন । সেদিকে ভ্রুক্ষেপ নেই পথচারীর। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। চেলোপাড়া রেলওয়ে সেতু, বগুড়া, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ১১
করোনা সংক্রমিত ইসমাইল হোসেনকে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাবাকে সেবা দিচ্ছেন ছেলে এস এম ইমরান হোসেন। রাজশাহী সদর, ১৪ জুন
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১১
রংপুর-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে শিশুদের নিয়ে মোটরসাইকেলে গন্তব্যে চলছেন চালক। দমদমা, রংপুর, ১৪ জুন
ছবি: মঈনুল ইসলাম