এক ঝলক (১৫ জুন, ২০২১)

১ / ১৪
বৃষ্টিতে জমে থাকা পানিতে প্রিয় কুকুরটিকে গোসল করাচ্ছে জাহেদ। ফুটপাতে থাকা জাহেদের সঙ্গী এই কুকুর। সিআরবি, চট্টগ্রাম নগর, ১৫ জুন
ছবি: সৌরভ দাশ
২ / ১৪
খুলনার রূপসা খেয়াঘাটে প্রতি ঘণ্টায় শত শত মানুষ পারাপার হয়। স্বাস্থ্যবিধির মেনে চলার জন্য ৩০ জন যাত্রীর পরিবর্তে ১২ জন করে নেওয়া হচ্ছে। তবে মাস্ক সঙ্গে থাকলেও সঠিকভাবে পরতে অনীহা অনেকেরই। রূপসা খেয়াঘাট, খুলনা, ১৫ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
সোমবার দিবাগত মধ্যরাতে ঝিনাইদহ থেকে আসা আমবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুন
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৪
মাছ চাষের পুকুরটি পানিতে ভেসে যেতে পারে এই বর্ষায়, সেই চিন্তা থেকে বালুভর্তি বস্তা ফেলে পাড় বাঁধাই করছেন এই দিনমজুর। লস্করপুর, পাবনা, ১৫ জুন। ছবি: হাসান মাহমুদ
৫ / ১৪
আজ পয়লা আষাঢ়। বর্ষার আগমনী বার্তা নিয়ে কদম-কেয়ার সঙ্গে পাল্লা দিয়ে ফুটতে শুরু করেছে শুভ্র সতেজ চালতার ফুল। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৫ জুন
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৪
বুনোফুলের রস খাচ্ছে বাহারি রঙের প্রজাপতির দল। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ১৫ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে নছিমনে চেপে কাজের সন্ধানে শহরে যাচ্ছেন শ্রমিকেরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৪ জুন
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৪
জাহাজ কাটায় কাজ করেন শ্রমিকেরা। কোনো রকম নিরাপত্তা ছাড়াই বুড়িগঙ্গার তীরে জাহাজ কাটার কাজ করছেন এক শ্রমিক। কেরানীগঞ্জ, ঢাকা। ১৩, জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৪
কয়েক দিন ধরে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর আশপাশের নিম্ন এলাকাগুলোতে পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। সেই সঙ্গে সুপেয় পানির সংকট ও পানিতে দুর্গন্ধ থাকায় কাপড় দিয়ে ছেঁকে খাওয়ার পানি সংগ্রহ করছে এলাকার এক পরিবার। চৌরাস্তা, কুতুবপুর, নারায়ণগঞ্জ, ১৪ জুন
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৪
একপশলা বৃষ্টির পর বাড়ির ছাদে জমে থাকা পানিতে গা ভেজাচ্ছে দুই শালিক। কল্যাণপুর, রাঙামাটি সদর, ১৫ জুন
সুপ্রিয় চাকমা।
১১ / ১৪
কাজের খোঁজে বের হয়েছেন এক নারী শ্রমিক। আচমকা বৃষ্টি আসায় হাতের টুকরি দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা। জিন্দাবাজার, সিলেট, ১৫ জুন
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে দীর্ঘ যানজট। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী, ১৫ জুন
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৪
ঢাকার বনানী থেকে গাজীপুর পথে আবদুল্লাহপুর টঙ্গী এলাকায় সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী, ১৫ জুন
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৪
শহরে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে শিশু মিষ্টি খাতুন। প্রতিটি গোলাপ ১০ টাকায় বিক্রি করছে সে। সাতমাথা, বগুড়া, ১৫ জুন
ছবি: সোয়েল রানা