এক ঝলক (১৬ জুন, ২০২১)

১ / ১৭
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। ঢাকা, ১৬ জুন।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৭
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) পাবনা জেলার ফাইনাল খেলায় ঈশ্বরদী উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে পাবনা সদর। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ১৫ জুন।
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৭
বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেল সকাল থেকে দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। ন্যায্যমূল্যের পণ্য কেনার আশায় সকাল নয়টা থেকে এলাকাবাসী লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু পণ্যের ট্রাক আসে বেলা দেড়টায়। বাড্ডা, ঢাকা, ১৬ জুন
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৭
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে প্রতি মঙ্গলবার দিনব্যাপী বসে নৌকার হাট। বর্ষা এলে বছরের অন্যান্য সময়ের চেয়ে নৌকার চাহিদা বেড়ে যায়। প্রতিটি নৌকা ৬ হাজার থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হয়। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন নৌকা কিনতে। কুমিল্লা, ১৫ জুন।
ছবি: এম সাদেক
৫ / ১৭
ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসের আঘাতে ভেঙে বিলীন হয়েছে বাঁধ, ভেসে গেছে বাঁধের ওপরের বিটুমিন সড়ক। বাঁধের ভেঙে যাওয়া স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। বুড়িকান্দা, দশমিনা, পটুয়াখালী, ১৫ জুন
ছবি: শংকর দাস
৬ / ১৭
কুমিল্লা নগরের রামঘাট এলাকায় সড়কের পাশে গামলার মধ্যে মধুর চাক নিয়ে বসেছেন এক মধু ব্যবসায়ী। এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন মধু। কুমিল্লা, ১৫ জুন।
ছবি: এম সাদেক
৭ / ১৭
হাসপাতালে পৌঁছানোর আগে পথেই ভূমিষ্ঠ হয় শিশুসন্তান। ওই অবস্থায় হাসপাতালে আসতে গিয়ে গাড়ির জটের কারণে আটকে থাকতে হয় প্রায় আধা ঘণ্টা। পরে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ও নার্স মিলে সুস্থ করে তোলেন রেহেনা আক্তার ও তাঁর সন্তানকে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোয়ালন্দ, ১৬ জুন
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৭
হালিমা বেগম (ডানে আহত বৃদ্ধা) তাঁর মেয়ে জাকিয়া বেগম ও নাতনি তুবাকে (ছোট শিশুটি) নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন নারায়ণগঞ্জের ইসদাইর থেকে। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় একটি প্রাইভেট কার তাঁদের অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে আহত হন তাঁরা। এ সময় পথচারীরা এগিয়ে এসে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। নারায়ণগঞ্জ, ১৬ জুন।
ছবি: দিনার মাহমুদ
৯ / ১৭
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর ৩ নম্বর গলির পশ্চিম মাসদাইরের এ সড়ক বিগত চার বছর জলাবদ্ধ, বৃষ্টি এলে ভোগান্তি আরও বেড়ে যায়। ডাইং, কলকারখানাসহ ড্রেনের নোংরা আর বিষাক্ত পানি পেরিয়ে প্রতিদিন হাজারো পোশাকশ্রমিক যাতায়াত করেন সড়কটি দিয়ে। ১৬ জুন।
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৭
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ৮৫ বছর বয়সী সুলতান আহমেদ একটি ক্লিনিকে এসেছেন জ্বরের পর ক্ষুধামান্দ্য চিকিৎসা করাতে। চিকিৎসা শুরুর আগে সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে করোনা পরীক্ষা করাতে। সকালে করোনা পরীক্ষার দীর্ঘ লাইন দেখে হতাশ সুলতান আহমেদ ও তাঁর স্বজনেরা। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের সামনে, ১৬ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
কুমিল্লা টাউন হল মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২১ শিক্ষাবর্ষের কুমিল্লা পিটিআইয়ের ১ বছরের বকেয়া ভাতার অর্থ প্রদানের দাবিতে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থীরা। এতে কুমিল্লা পিটিআইয়ের প্রশিক্ষণার্থী ৪৭৬ জন অংশগ্রহণ করেন। ১৬ জুন।
ছবি: এম সাদেক
১২ / ১৭
সারা বছরই দল বেঁধে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হয় যাযাবরদের। সুবিধামতো জায়গা পেলেই তাঁবু খাটিয়ে নেন তাঁরা। সেখানেই শুরু হয় শিশুদের অ আ ক খ বর্ণমালার পাশাপাশি ছড়া শেখার পাঠ। মধুপুর, ঠাকুরগাঁও, ১৬ জুন।
ছবি: মজিবর রহমান খান
১৩ / ১৭
বিনিবৌ অথবা হলদে পাখির ছানাটি খাদ্যের খোঁজে বনে উড়ে বেড়াচ্ছে। কাটাছড়ি, রাঙামাটি, ১৬ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৭
সময়মতো সার প্রয়োগের ফলে পাটের ভালো ফলন পাওয়া যায়। এমনই এক জমিতে পরিচর্যায় ঘেমেনেয়ে একাকার কৃষক। হামচিয়াপুর, মালঞ্চি, পাবনা, ১৬ জুন।
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৭
আজ হিন্দুধর্মাবলম্বীদের জামাইষষ্ঠী। এ উপলক্ষে ডালিতে নানা রকমের ফল ও ফুল সাজিয়ে মন্দিরে যাচ্ছেন নারীরা। পালপাড়া, রংপুর, ১৬ জুন।
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
সময় এখন বর্ষাকাল। কদিন বাদেই পানিতে তলিয়ে যাবে মাঠ-ঘাট। আপৎকালে গোখাদ্য হিসেবে খাওয়ানোর জন্য সংরক্ষণ করে রাখা হচ্ছে এই খড়। ভূরভুরিয়া, মালঞ্চি, পাবনা, ১৬ জুন।
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৭
শিশু জিনাত ও তার মা দুজনই ফুল বিক্রি করে রাজধানীর রবীন্দ্রসরোবরে। সব ফুল বিক্রির আনন্দে এসে মাকে জড়িয়ে আদর নিচ্ছে জিনাত। রবীন্দ্রসরোবর, ঢাকা, ১৬ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন