এক ঝলক (১৪ সেপ্টেম্বর, ২০২১)

১ / ১৯
অসময়ের বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। ইতিমধ্যে হ্রদপারের বেশ কিছু এলাকার বসতবাড়ি ডুবে আছে। পৌর কলোনি, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বর।
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ছাঁটাই করা ৬১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে গতকাল সকাল নয়টায় জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার ফটকের ভেতরে মানববন্ধন করেছেন শ্রমিকেরা।
ছবি: শফিকুল ইসলাম
৩ / ১৯
প্রবেশপথে শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করছেন বিদ্যালয়ের এক শিক্ষক। সুবল আফতাব উচ্চবিদ্যালয়, গৌরপুর, কুমিল্লা ১৪ সেপ্টেম্বর।
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৯
নিষেধাজ্ঞা অমান্য করে বিদেশি পাখির সঙ্গে বিক্রি করা হচ্ছে দেশি শালিক প্রজাতির পাখিসহ (দুধশালিক, ঝুঁটিশালিক ইত্যাদি) টিয়া, ময়না প্রভৃতি পাখি। ফতুল্লা ডিআইটি মাঠ এলাকায় সাপ্তাহিক হাটে, নারায়ণগঞ্জ, ১৪ সেপ্টেম্বর।
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৯
লঘুচাপের প্রভাবে রাত থেকেই দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। অপেক্ষাকৃত নিচু সড়কে জমেছে পানি। বাস্তুহারা, খুলনা, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৯
প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার পর প্রথম বিদ্যালয়ে এসেছে শিশুরা। তাই শিশুদের ফুল, চকলেট, খাতা-কলম দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষকেরা। খাগড়াছড়ির দীঘিনালার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১৯
গভীর নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। দূরের আকাশে জমেছে কালো মেঘ। তাই সমুদ্রে মাছ ধরার ছোট ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরছে। হাজিপুর সেতু, সোনাতলা নদী, কলাপাড়া উপজেলা, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৮ / ১৯
পানের বরজে পরিচর্যায় ব্যস্ত চাষি মিত্ররঞ্জন রায়। অল্প কিছুদিনের মধ্যে এসব পান তোলা হবে বিক্রির জন্য। বাড়ইপাড়া, মিঠাপুকুর, রংপুর। ১৪ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ এলাকায় শঙ্খ নদের বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে। চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর
ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
১০ / ১৯
ধলেশ্বরী নদীতে নোংরা পলিথিন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। হরিণধরা, হেমায়েতপুর, সাভার, ১৪ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১১ / ১৯
বগুড়া-নাটোর মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলছে। এতে সড়কটি যেন এখন ধুলার রাজ্য। আশেকপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৪ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৯
প্রবল বর্ষণ আর বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে মাছ ধরার ট্রলারগুলো পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের আশপাশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। নয়া খাল, পাথরঘাটা, বরিশাল, ১৪ সেপ্টেম্বর
ছবি: আমিন সোহেল
১৩ / ১৯
সম্মিলিতভাবে আয়োজিত করমা উৎসবে (কারাম উৎসব) নাচ-গানে মাতোয়ারা হয়েছে বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিসত্তার মানুষজন। দেওপুরা উচ্চবিদ্যালয় মাঠ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, ১৪ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১৪ / ১৯
আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার র‍্যাপিড পিসিআর টেস্ট ল্যাব দ্রুত স্থাপনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান নিয়ে প্রবাসীরা কর্মসূচি পালন করছেন। ইস্কাটন, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৯
করোনাকালে ঘরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়ি ফেরার পথে বৃষ্টিতে আনন্দ নিয়ে ভিজছে এক শিক্ষার্থী। টিএসসি এলাকা, ঢাকা, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৯
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির তিন দিনের সভার প্রথম দিন। গুলশান, ১৪ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৯
তামিম ইকবালকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করে ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী। কাজির দেউড়ি মোড়, চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৮ / ১৯
স্কুলের ভেতর স্বাস্থ্যবিধি মানা হলেও বাইরে মানা হচ্ছে না। স্কুলের বাইরে মূল ফটকের সামনে জটলা হয়ে আছেন অভিভাবকেরা। জামালখান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
সারা দেশে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন। মানিকগঞ্জ, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন