এক ঝলক (১৫ সেপ্টেম্বর, ২০২১)

১ / ২০
আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করে গণতান্ত্রিক বাম ঐক্য। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৫ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
২ / ২০
পাট কেটে খালের পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ১২ থেকে ১৫ দিন। এবার এই পাট থেকে ছাড়ানো হবে আঁশ। হরিয়ান গ্রাম, পবা উপজেলা, রাজশাহী, ১৫ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৩ / ২০
পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থায়ীভাবে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ৪৫ মিটার ব্লক ধসে পড়ে। চরসিলিমপুর, মিজানপুর, রাজবাড়ী, ১৫ সেপ্টেম্বর
ছবি: এজাজ আহম্মেদ
৪ / ২০
সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হবে ষষ্ঠ শ্রেণির ক্লাস। এর আধা ঘণ্টা আগেই স্কুলের প্রধান ফটকের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। মডার্ন হাইস্কুল, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ২০
কীর্তনখোলা নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে বরিশাল বিআইডব্লিউটিএ। ক্লাব রোড, বরিশাল নগর, ১৫ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৬ / ২০
বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে বেইলি সেতু। এতে দুর্ভোগে পড়ে লোকজন। বরিশাল, ১৫ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ২০
ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে দুই দিন ধরে যমুনা সার কারখানায় বিক্ষোভ-সমাবেশ অব্যাহত। কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে আড়াই ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় প্রশাসনিক ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। সরিষাবাড়ী, জামালপুর, ১৫ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৮ / ২০
হাজিরা দিতে ঢাকার সিএমএম আদালতে চিত্রনায়িকা পরীমনি। ঢাকা, ১৫ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২০
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়কাল কমানো নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাহারসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। চাঁপাইনবাবগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১০ / ২০
কাপ্তাই হ্রদে কচুরিপানায় আটকে গেছে ইঞ্জিনচালিত নৌকা। এতে চরম ভোগান্তিতে পড়েন নৌকার যাত্রীরা। তবলছড়ি ঘাট, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
দিগন্তজুড়ে নজর কাড়ছে আমন ধানের খেত। বাতাসে ধানের সবুজ পাতা দোল খাচ্ছে। ভালো ফলনের আশায় খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। ধানঘাটা,যশোর, ১৫ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ২০
স্কুলের সামনের দোকানে শিশু শিক্ষার্থীদের ভিড়। এ সময় তাদের বেশ খোশমেজাজে দেখা যায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২০
পদ্মা নদীর বুকে ঝুম বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পদ্মা নদী, কোমরপুর, পাবনা, ১৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
করতোয়া নদীর পানিতে পাটের আঁশ ছড়াচ্ছেন এক নারী। দিন শেষে মজুরি পাবেন ২০০ থেকে ২৫০ টাকা। বারুনীঘাট, ফুলবাড়ী এলাকা, বগুড়া, ১৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ২০
মানিকগঞ্জে নদ-নদী ও খাল–বিলের পানিতে মাছ ধরতে বাঁশের তৈরি চাঁইয়ের চাহিদা এখন বেশ। প্রায় ৩০ বছর ধরে এই চাঁই তৈরি করে আসছেন হরিরামপুর উপজেলার ডেগীর চর গ্রামের আবদুস সালাম। ৫ হাজার টাকায় ১০০টি চাঁই বিক্রি করেন। ডেগীর চর, মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
১৬ / ২০
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন যাত্রীরা। চাষাঢ়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২০
রংপুর নগরের পাবলিক লাইব্রেরিতে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। টিকা দিতে নারী-পুরুষের দীর্ঘ লাইন। রংপুর, ১৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
এখন বেশির ভাগ শিশুই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে। ফলে সন্তানদের নিয়ে চিকিৎসা নিতে অভিভাবকেরা ছুটছেন হাসপাতালে। খুলনা শিশু হাসপাতাল, ১৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাসের আবাসিক হল খুলে দিয়ে সব কার্যক্রম চালু করাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
২০ / ২০
অযত্ন ও অবহেলায় নষ্ট হতে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুলার রোডে অবস্থিত মূল ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামকে ঘিরে থাকা ছোট ছোট ভাস্কর্যগুলো। ১৫ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন