এক ঝলক (১৬ সেপ্টেম্বর, ২০২১)

১ / ১৪
জেলেরা কাপ্তাই হ্রদে জাল ফেলেছেন মাছ ধরতে। হ্রদে ভেসে থাকা জালে বসে মাছ শিকারের অপেক্ষায় এক কানিবক। কাটাছড়ি, রাঙামাটি, ১৬ সেপ্টেম্বর।
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৪
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম চালাতে কেটে ফেলা হচ্ছে অর্ধশত গাছ। ইতিমধ্যে কাটা পড়েছে ১৫টি বড় গাছ। রুয়েট ক্যাম্পাস, রাজশাহী, ১৬ সেপ্টেম্বর।
ছবি: শফিকুল ইসলাম
৩ / ১৪
দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠ ঘেঁষে স্থাপিত বিআইডব্লিউটিসির ডিজিটাল ওজন স্কেলে ওজন দিতে সিরিয়াল দেয়। এতে মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। রেলগেট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৪
গাইবান্ধার বোনারপাড়া থেকে লোকাল ট্রেনে করে বগুড়ায় বিক্রির জন্য আনা হয়েছে কলা। এই কলা শহরে ফেরি করে বিক্রি করবেন বিক্রেতারা। রেলওয়ে স্টেশন, বগুড়া, ১৬ সেপ্টেম্বর।
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
ফসলি জমিতে বন্যার পানি আটকে সেখানে ফুটেছে শাপলা। নৌকায় চড়ে বাবা ও ছেলে সেই শাপলা তুলছেন। দিঘী, মানিকগঞ্জ, ১৬ সেপ্টেম্বর।
ছবি: আবদুল মোমিন
৬ / ১৪
গাইবান্ধার বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। রেলওয়ে স্টেশন, বগুড়া, ১৬ সেপ্টেম্বর।
ছবি: সোয়েল রানা
৭ / ১৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে টিকা নিতে আসা মানুষের ভিড়। বসার যথেষ্ট জায়গা না থাকায় তাঁরা জটলা করে দাঁড়িয়ে আছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ সেপ্টেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৪
সামান্য বৃষ্টিতেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখায় প্রশাসনিক ভবনের নিচতলায় অফিস কক্ষগুলোয় ঢুকে পড়েছে পানি। এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। কুমিল্লা, ১৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১৪
জীবিকার তাগিদে গ্রামে গ্রামে বানর নিয়ে ঘোরেন আবদুল আলিম। বানরের নাচ দেখিয়ে দিন শেষে তাঁর হাতে আসে সামান্য কিছু অর্থ। তালবাড়িয়া, যশোর, ১৬ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৪
ঝিনাই নদে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকাজ দেখতে নদীর তীরে ভিড় করেছে নারী-পুরুষ। ঝিনাই নদের ইজারাপাড়া, সরিষাবাড়ী, জামালপুর, ১৬ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১১ / ১৪
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর স্টেশন চত্বরে প্রতি বৃহস্পতিবার বসে কবুতরের হাট। বিভিন্ন এলাকা থেকে দেশি-বিদেশি কবুতর নিয়ে হাটে জড়ো হন ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম থাকে এই হাট। ফরিদপুর, ১৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৪
ডেঙ্গুতে আক্রান্ত ও নিহত ব্যক্তিদের নানা স্মৃতিচিহ্ন নগর জাদুঘরে সংরক্ষণের দাবিতে প্রদর্শনীর আয়োজন করে সচেতন নাগরিক সমাজ। কদম ফোয়ারা, হাইকোর্ট, ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৪
মালামালভর্তি ট্রাকের ওপর চেপেছে লোকজন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কদম ফোয়ারা, ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৪
চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের বাচ্চা হয়েছে। গত ২৬ আগস্ট বাঘটি বাচ্চার জন্ম দিয়েছে। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো ১০। চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল