এক ঝলক (১৭ সেপ্টেম্বর, ২০২১)

১ / ১৫
মাছ ধরা শেষে নদীতীরে বেঁধে রাখা হয়েছে নৌকা। কীর্তনখোলা নদী, চরবাড়িয়া, বরিশাল সদর, ১৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২ / ১৫
আড়িয়াল খাঁ নদের চর থেকে ধইঞ্চাগাছ কেটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এই গাছ গবাদিপশুকে খাওয়াবেন তিনি। শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল সদর, ১৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৫
ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতলা মাছ। বাবুগঞ্জ, বরিশাল, ১৭ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৪ / ১৫
বিল থেকে শাপলা তুলছে এক শিশু। ইজারাপাড়া, সরিষাবাড়ী, জামালপুর, ১৭ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৫ / ১৫
দীর্ঘদিন ধরে সংস্কার ও পরিচ্ছন্ন না করায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিক্কাটুলি পুকুরের পানি ময়লা–আবর্জনায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কাজী আলাউদ্দিন সড়ক, ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৬ / ১৫
সামনের মাসেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নর্থ ব্রক হল রোড, ঢাকা, ১৭ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
বাদামের খোসা ছাড়াচ্ছেন নারীরা। পাইকারি বাজারে এই বাদাম কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হয়। নাটিয়াবাড়ি, চাটমোহর, পাবনা, ১৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৫
এরা ডুবসাঁতারে পটু। ওড়ার চেয়ে ডুবসাঁতার দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে বেশি পছন্দ করে। ভয় পেলে পানির ওপর দৌড়ে বা ডুব দিয়ে পালিয়ে যায়। ছোট ছোট মাছ, ব্যাঙ, ব্যাঙাচি, পোকামাকড়, চিংড়ি, জলজ গুল্ম ইত্যাদি খায়। এই ডুবসাঁতারুরা এ দেশের আবাসিক পাখি ডুবালু। ডুবুরি, ডুবডুবি, ছোট ডুবুরি, ভিলভিলে বা তালের আঁটি নামেও পরিচিত। দিকশীর বিল, চাটমোহর, পাবনা, ১৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
বন্য পশুপাখি তাড়াতে বাঁশের ফালি নিয়ে জুমঘরে জমা করা ফসলের পাহারায় এক কিশোরী। বড়াদম বাজার, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৫
বিক্রির জন্য বাছাই করা হচ্ছে দইয়ের পাত্র। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
১১ / ১৫
সড়ক সংস্কারে কাজ করছেন এক শ্রমিক। মুক্তাঙ্গন, ঢাকা, ১৭ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৫
সাপ্তাহিক কবুতরের হাটে বিক্রির জন্য আনা এক জোড়া বিউটি হোমা কবুতর। জোড়া ৫ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হয়। আবার মান ভেদে ১০ থেকে ১৫ হাজার টাকায়ও বিক্রি হয়। মিরপুর-১, ঢাকা ১৭ সেপ্টেম্বর, ঢাকা
ছবি: রাকিব হাসান
১৩ / ১৫
ডেঙ্গু সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে প্রচার চালায় মো. নবাব নামের এক ব্যক্তি। জাতীয় প্রেসক্লাবে, ১৭ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৫
রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন ফাতেমা আক্তার। পাঠানতলী, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৫
পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। বেড়াতে এসে মালনীছড়া চা-বাগানে ছবি তুলছেন দুই কিশোরী। শহরতলি, সিলেট, ১৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ