এক ঝলক (১৯ মার্চ ২০১৯)

১ / ২০
মেঘনা নদীর পাড়ে জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই জেলে। ষাটনল, চাঁদপুর, ১৯ মার্চ। ছবি: দিনার মাহমুদ
মেঘনা নদীর পাড়ে জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই জেলে। ষাটনল, চাঁদপুর, ১৯ মার্চ। ছবি: দিনার মাহমুদ
২ / ২০
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে মধুর ক্যানটিন থেকে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে মধুর ক্যানটিন থেকে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
৩ / ২০
গ্রামে গ্রামে ঘুরে নিখিল রায় শজনে কেনেন। এসব শজনে বিক্রির জন্য তিনি গুছিয়ে আঁটি বাঁধছেন। প্রতি কেজি শজনে ৫০ টাকা করে কিনে সীমিত লাভে বিক্রি করেন। এ দিয়েই চলে সংসার। চালনা, দাকোপ, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
গ্রামে গ্রামে ঘুরে নিখিল রায় শজনে কেনেন। এসব শজনে বিক্রির জন্য তিনি গুছিয়ে আঁটি বাঁধছেন। প্রতি কেজি শজনে ৫০ টাকা করে কিনে সীমিত লাভে বিক্রি করেন। এ দিয়েই চলে সংসার। চালনা, দাকোপ, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
৫ / ২০
উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সুন্দরবনে কাটা গাছ হরগোজা জন্মায়। কেউ কেউ এ গাছকে উপকূলের কন্যা বলেন। হরগোজা গাছের ফুল। দেবী তলা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সুন্দরবনে কাটা গাছ হরগোজা জন্মায়। কেউ কেউ এ গাছকে উপকূলের কন্যা বলেন। হরগোজা গাছের ফুল। দেবী তলা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন। মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন। মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
৭ / ২০
জলাশয়ের পাশে মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৯ মার্চ। ছবি: আবদুল মোমিন
জলাশয়ের পাশে মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৯ মার্চ। ছবি: আবদুল মোমিন
৮ / ২০
খেজুর গাছ ঘিরে শিশুদের খেলা। ক্ষীরতলা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৮ মার্চ। ছবি: সাজেদুল আলম
খেজুর গাছ ঘিরে শিশুদের খেলা। ক্ষীরতলা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৮ মার্চ। ছবি: সাজেদুল আলম
৯ / ২০
গাভির পিঠে বসে একটু জিরিয়ে নিচ্ছে ফিঙে পাখিটি। ষাটনল, চাঁদপুর, ১৯ মার্চ। ছবি: দিনার মাহমুদ
গাভির পিঠে বসে একটু জিরিয়ে নিচ্ছে ফিঙে পাখিটি। ষাটনল, চাঁদপুর, ১৯ মার্চ। ছবি: দিনার মাহমুদ
১০ / ২০
কচুরিপানা খাওয়ার জন্য করতোয়া নদীতে নেমেছে বেশ কয়েকটি গরু। গোপালপুর, খানপুর, শেরপুর, বগুড়া, ১৯ মার্চ। ছবি: সবুজ চৌধুরী
কচুরিপানা খাওয়ার জন্য করতোয়া নদীতে নেমেছে বেশ কয়েকটি গরু। গোপালপুর, খানপুর, শেরপুর, বগুড়া, ১৯ মার্চ। ছবি: সবুজ চৌধুরী
১১ / ২০
করতোয়া নদীতে পানি কম। সেই পানিতে ঠেলাজাল দিয়ে মাছ শিকারে নেমেছে এক কিশোর। মির্জাপুর, শেরপুর, বগুড়া, ১৯ মার্চ। ছবি: সবুজ চৌধুরী
করতোয়া নদীতে পানি কম। সেই পানিতে ঠেলাজাল দিয়ে মাছ শিকারে নেমেছে এক কিশোর। মির্জাপুর, শেরপুর, বগুড়া, ১৯ মার্চ। ছবি: সবুজ চৌধুরী
১২ / ২০
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করা হয়। যমুনা ফিউচার, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করা হয়। যমুনা ফিউচার, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
১৩ / ২০
বর্ষা আসার আগে সিটি করপোরেশনের উদ্যোগে দূষিত নর্দমা পরিষ্কারের কাজ চলছে। মালগুদাম, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
বর্ষা আসার আগে সিটি করপোরেশনের উদ্যোগে দূষিত নর্দমা পরিষ্কারের কাজ চলছে। মালগুদাম, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
১৪ / ২০
নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক মধুর ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। ঢাবি, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক মধুর ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। ঢাবি, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
১৫ / ২০
চলছে ট্রাফিক সপ্তাহ। কিন্তু জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামানো, যাত্রী ওঠানো কিংবা প্রতিযোগিতামূলক গাড়ি চালানো চলছে হরহামেশাই। আজও রাজধানীর প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার। বাংলামোটর, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
চলছে ট্রাফিক সপ্তাহ। কিন্তু জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামানো, যাত্রী ওঠানো কিংবা প্রতিযোগিতামূলক গাড়ি চালানো চলছে হরহামেশাই। আজও রাজধানীর প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার। বাংলামোটর, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
১৬ / ২০
মোটরসাইকেলে তিনজন আরোহী নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। অবশ্য এখানে শিশুসহ আরোহী তিনজনই হেলমেট পরিহিত, যা সচরাচর দেখা যায় না। বাংলামোটর, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
মোটরসাইকেলে তিনজন আরোহী নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। অবশ্য এখানে শিশুসহ আরোহী তিনজনই হেলমেট পরিহিত, যা সচরাচর দেখা যায় না। বাংলামোটর, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
১৭ / ২০
যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ। শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ। শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদের বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদের বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদের বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদের বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। নর্দ্দা, ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
২০ / ২০
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীদের নিয়ে ডাকসু সংগ্রহশালা ও ভবনটি ঘুরে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীদের নিয়ে ডাকসু সংগ্রহশালা ও ভবনটি ঘুরে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার