এক ঝলক (১৯ সেপ্টেম্বর, ২০২১)

১ / ১৯
নির্মাণশ্রমিকেরা সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। অশ্বিনী কুমার হল, বরিশাল, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২ / ১৯
পাহাড়ি বিভিন্ন ফলমূলসহ শাকসবজি বিক্রি করতে রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজার ঘাটে বোট ভিড়েছে। সেখানে গ্রামীণ সাপ্তাহিক হাট বসে প্রতি শনিবার। কুতুকছড়ি বাজার, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
পুকুরের পানিতে রাজহাঁসের ঝাঁক জলকেলিতে মেতে উঠেছে । মালঞ্চা, কাহালু, বগুড়া, ১৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৯
গ্রামীণ মেঠোপথ ধরে বিদ্যালয়ের পথে তিনি শিক্ষার্থী । ছান্না জোড়গাড়ী , শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৯
ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ট্রাকের সঙ্গে মাগুরাগামী ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। গোয়ালন্দের ইমাম বাড়া শরিফ, রাজবাড়ী, ১৯ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৯
মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন কর্মমুখী মানুষ। কর্ণফুলী সদরঘাট, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৭ / ১৯
হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ড ও শ্রমিকদের মৃত্যুতে দায়ী ব্যক্তিদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ১৯
১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ১৯
রংপুরে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। আজ দেওয়া শুরু হয়েছে পেঁয়াজ। সেখানে জড়ো হওয়া মানুষের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। হিমশিম খাচ্ছেন টিসিবি পণ্য বিক্রেতারা। শাপলা চত্বর, রংপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বাড়িতে গতকাল রোববার ভোরে গুলিবর্ষণ ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে কাশীনাথপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ব্যক্তিরা। কাশীনাথপুর মোড়, বেড়া, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৯
রাজশাহীতে প্রোটিন সচেতনতায় সাইকেল র‌্যালি করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) ও রাজশাহী সিটি করপোরেশন। দরিখরবনা, রাজশাহী, ১৯ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৯
ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কের কার্পেটিং ওঠে গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। প্রতিদিন খানাখন্দ ও গর্তে গাড়ির চাকা পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। মাঝেমধ্যে তৈরি হচ্ছে যানজট। দৌলতদিয়া ঘাট পুলিশ বক্স, গোয়ালন্দ, রাজবাড়ীর। ১৯ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৯
বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশনে পোনা মাছ বিক্রির বাজার বসে। স্টেশনসংলগ্ন ছোট ছোট পুকুরে মাছ রেখে দেন ব্যবসায়ীরা। সেখান থেকে বিক্রির জন্য জাল ফেলে মাছ ধরা হচ্ছে। রেলওয়ে স্টেশন, কাহালু, বগুড়া, ১৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ১৯
নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার সড়ক। ডুবে থাকা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে গতি কমে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তি হচ্ছে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। গৌরীপুর বাসস্ট্যান্ড, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৯
সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ কেউ ট্রেনের দরজায় ঝুলে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন। রেলওয়ে স্টেশন, কাহালু, বগুড়া, ১৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
বছর শেষে বিভিন্ন শোরুমে চলছে বিশেষ ছাড়। নানা ধরনের জুতার ওপর ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ১৯
বছরের এই সময় নদীতে পানির উচ্চতা বেশি এবং তুলনামূলকভাবে সেতুর উচ্চতা কম হওয়ায় নিচ দিয়ে পারাপারে ভোগান্তিতে পড়ে বিভিন্ন পণ্যবাহী নৌযান। পার হতে না পেরে পাশেই নোঙর করতে বাধ্য হয় নৌযানটি। শহীদ বুদ্ধিজীবী সেতু (বছিলা ব্রিজ), মোহাম্মদপুর, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
১৮ / ১৯
ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলছে যানবাহন। নিয়ম অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। বলিয়ারপুর, সাভার, ১৯ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১৯ / ১৯
তুরাগ নদে পানি বেড়েছে। মাছ ধরার আশায় নদীতে পাতানো জাল তুলছেন মৎস্য শিকারিরা। আমিনবাজার, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম