এক ঝলক (২ ডিসেম্বর, ২০২০)

১ / ৮
কমললতা ফুলের ওপর বসে আছে মৌটুসি পাখি। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি, ১ ডিসেম্বর
ছবি: নীরব চৌধুরী
২ / ৮
জমিতে বানের পানি এলে তাতে ছোট ছোট কচুরিপানা জন্মায়। পানি নেমে গেলে কৃষকেরা কচুরিপানাগুলো এভাবে জমিতে স্তূপ করে রাখেন। কিছুদিনের মধ্যে এগুলো শুকিয়ে গেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া কচুরিপানার ছাই সার হিসেবে জমিতে ব্যবহার করেন তাঁরা। কাপাসিয়া, গাজীপুর, ১ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৩ / ৮
কাপ্তাই হ্রদে কচুরিপানায় বসে মাছ খেতে বসেছে সাদা বকের দল। নানিয়ারচর, রাঙামাটি, ১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৮
মণিপুরী নৃত্য দিবস ও রাসপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছা) ও একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের (এমকা) আয়োজনে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মণিপুরী রাজবাড়ি মণ্ডপ প্রাঙ্গণ, সিলেট, ১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ৮
ফুটে আছে সুদৃশ্য সিঙ্গাপুরি ডেইজি ফুল। মণ্ডলপাড়া, নারায়ণগঞ্জ, ২ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৬ / ৮
তিন দিনব্যাপী মুজিব শতবর্ষ নাট্যোৎসবের প্রথম দিনে ‘বাতিঘর’ নাটক পরিবেশন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী, ১ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৭ / ৮
নগরে মশার উপদ্রব বেড়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে পাড়া-মহল্লায় মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হচ্ছে। মুন্সিপাড়া, রংপুর, ১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ৮
সকালের আলো ফুটছে, উড়ছে কবুতর। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার দৃশ্য এটি। মহারাষ্ট্রের অন্যতম পর্যটন স্থান এই গেটওয়ে অব ইন্ডিয়া। ১৯১১ সালে ব্রিটিশ রানি মেরি অব টেকের মুম্বাই আগমনের স্মারক হিসেবে এই স্থাপনা নির্মাণ করা হয়েছিল। ১ ডিসেম্বর
ছবি: এএফপি