এক ঝলক (২০ সেপ্টেম্বর, ২০২১)

১ / ২৬
লঞ্চে করে পদ্মা পাড়ি দিয়েছেন যাত্রীরা। তবে তাঁদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই। করোনার সংক্রমণ রোধে মেনে চলতে দেখা যায়নি সামাজিক দূরত্বও। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
২ / ২৬
রাস্তার পাশে দোকান বসিয়ে চশমা বিক্রিতে ব্যস্ত এক ব্যক্তি। মান ও নকশাভেদে বিভিন্ন ধরনের চশমার দাম রাখা হয় ৫০ থেকে ২৫০ টাকা। গির্জা মহল্লা, বরিশাল নগর, ২০ সেপ্টেম্বর।
ছবি: সাইয়ান
৩ / ২৬
০৩. পাহাড়ি বরজে পান চাষ করেছেন সুনীতি রাণী ত্রিপুরা। নিয়মিত পানের পরিচর্যা করতে ভোলেন না তিনি। দীঘিনালার মিলন কারবারিপাড়া, খাগড়াছড়ির, ২০ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ২৬
রাতভর ভারী বৃষ্টিপাতে পানি উঠেছে ঘরে। পানি থেকে আসবাব বাঁচাতে ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছে। বাস্তুহারা, খুলনা, ২০ সেপ্টেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৬
প্রায় দুই বিঘা জমিতে আগাম জাতের শিম চাষ করেছেন কৃষক আবুল হোসেন। ফুলে ভরে গেছে পুরো শিমখেত। আসতে শুরু করেছে ফলন। নুরুইল গ্রাম, বগুড়া সদর, ২০  সেপ্টেম্বর।
ছবি: সোয়েল রানা
৬ / ২৬
মাস গড়ালেই শারদীয় দুর্গা উৎসব। এর আগেই প্রতিমা গড়তে ব্যস্ত শিল্পী তরুণ কুমার বৈশ্য। নিজ বাড়িতেই প্রতিমা তৈরি করেছেন। এখন সেই প্রতিমা পৌঁছে দিচ্ছেন মণ্ডপে। শেখেরকোলা গ্রাম, বগুড়া সদর, ২০ সেপ্টেম্বর ।
ছবি: সোয়েল রানা
৭ / ২৬
আমনখেতে সার দিচ্ছেন এক কৃষক। উচালিয়াপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২০ সেপ্টেম্বর।
ছবি: বদর উদ্দিন
৮ / ২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার চলছে ভোট গ্রহণ। এদিকে টানা বৃষ্টির কারণে পানি জমে আছে কেন্দ্রের সামনে। এতে ভোট দিতে এসে বিপত্তিতে পড়েন ভোটাররা। হাজরাকাটি ভোটকেন্দ্র, খলিলনগর ইউনিয়ন, তালা, সাতক্ষীরা, ২০ সেপ্টেম্বর।
ছবি: কল্যাণ ব্যানার্জি
৯ / ২৬
আজ সোমবার মধুপূর্ণিমা। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনা করেন। নন্দনকানন বৌদ্ধমন্দির, চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর।
ছবি: সৌরভ দাশ
১০ / ২৬
অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আবদুল মালেককে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে তাঁকে আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ২০ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ২৬
পাসপোর্ট সংশোধনের সুযোগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘আমরা বাংলাদেশ’ নামের একটি সংগঠন। ঢাকা, ১৯ সেপ্টেম্বর।
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২৬
ঘাগট নদে মাছ ধরতে জাল ছুড়ছেন এক মাছ শিকারি। দমদমা, রংপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৬
শীতের সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা। নয়াপাড়া, মিঠাপুকুর, রংপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৬
খাল-বিলের লাল শাপলা তুলে বিক্রি করতে শহরে এসেছেন আবদুর রহমান। প্রতি আঁটি বিক্রি করেন ৩০ টাকা করে। কাছারিবাজার, রংপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৬
চার বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন মোহাম্মদ জহুরুল হক। জমিতে কাজ করছেন শ্রমিকেরা। দেওপাড়া সুলিতলা, ঈশ্বরীপুর, গোদাগাড়ী, রাজশাহী, ২০ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৬ / ২৬
জলাশয় থেকে মাছ ধরার জন্য ভেশাল অত্যন্ত জনপ্রিয়। জীবিকা নির্বাহের জন্য খাল, বিল ও জলাশয়ে ভেশাল দিয়ে মাছ ধরছেন বাসিন্দারা। কেদার হালট বিল, রাজবাড়ী, বালিয়াকান্দি, জামালপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: এজাজ আহম্মেদ
১৭ / ২৬
করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে বিজিবি। ভাঙ্গা, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২৬
খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের। তারপরও ভোটারদের উৎসাহের কমতি ছিল না। কাদা মাড়িয়ে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। সুতারখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এলাকা, খুলনা, ২০ সেপ্টেম্বর
ছবি: উত্তম মণ্ডল
১৯ / ২৬
সকাল থেকে বৃষ্টির মধ্যে টিসিবির পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। দুপুর পর্যন্ত আসেনি টিসিবির গাড়ি। জামালখান, চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
২০ / ২৬
ডাকাতিয়া নদী নৌকায় পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা। পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা, ২০ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২১ / ২৬
ভ্রাম্যমাণ পাটের হাট বসে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার। এ দুই দিন সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত চলে বেচাকেনা। আরামনগর হাট, সরিষাবাড়ী, জামালপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
২২ / ২৬
পানিতে নদী এখন টইটুম্বুর। তাই মাছ শিকারের জন্য জাল পাতছেন জেলেরা। সদিরাজপুর, দোগাছি, পাবনা, ২০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৬
খাবারের সন্ধানে বালুময় এলাকায় ঘুরছে ‘বালু নাকুটি’ (Sand Martin) পাখি। এরা জলাশয়ের কাছের জায়গাতে বাস করে ও উড়ে উড়ে পোকা ধরে খায়। চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ২০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৬
শিক্ষার্থীরা সাইকেলে চেপে গ্রামীণ পিচঢালা পথ ধরে সাতশিমুলিয়া উচ্চবিদ্যালয়ে যাচ্ছে। কাজী নূরুইল গ্রাম, বগুড়া সদর, ২০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২৫ / ২৬
পুরোনো বাতিল টায়ার বাছাইয়ের কাজ করছেন এক শ্রমিক। প্রতি কেজি এসব ফেলনা টায়ার বিক্রি হয় ৫ থেকে ২০ টাকায়। মৌচাক, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ২০ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
২৬ / ২৬
উঁচু পাহাড়ে পাথরের ওপর বসে মেঘের সঙ্গে ছবি না তুলে কোনো পর্যটক বাড়ি ফেরেন না। সকালে মেঘে ঢাকা সবুজ পাহাড়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পর্যটকেরা। সাজেক কংলাক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২০ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা