এক ঝলক: ২১ জানুয়ারি, ২০২১

১ / ১১
ভারতের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে। নিরাপত্তাবলয়ে বিমানবন্দর থেকে টিকা বহনকারী দুটি কাভার্ড ভ্যান নিয়ে যাওয়া হচ্ছে তেজগাঁওয়ে ইপিআই স্টোরে। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: দীপু মালাকার
২ / ১১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলা ইপিআই স্টোরে নেওয়া হচ্ছে করোনাভাইরাসের টিকা। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও এলাকায়
ছবি: দীপু মালাকার
৩ / ১১
ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশে টিকা এসেছে। টিকা বহন করার জন্য দুটি কাভার্ড ভ্যান প্রবেশ করছে বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৪ / ১১
প্রায় ১৬ বছর ধরে খেজুরের রসের ঐতিহ্যবাহী নালি তৈরি করেন বাদশা-জমেলা দম্পতি । ভিটিসোনাই, কাহালু, বগুড়া, ২১ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১১
আলু, টমেটো, রাইশাক, মুলাসহ বিভিন্ন মিশ্র শাকসবজির চাষ করছেন পাহাড়ি কিষানি সোনাবি চাকমা। ব্যস্ত সময় কাটাচ্ছেন আগাছা পরিষ্কারে। উত্তর কুতুকছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ২১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
মাঘে শীত ও কুয়াশা জেঁকে বসেছে। কুয়াশাঘেরা সকালে কাজে বেরিয়েছে রাজধানীবাসী। যাত্রাবাড়ী, ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: হাসান রাজা
৭ / ১১
দূষণে কালো কুচকুচে রং ধারণ করেছে শীতলক্ষ্যার পানি। পানি থেকে আসছে দুর্গন্ধও। হাজীগঞ্জ গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৮ / ১১
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআর পরিদপ্তরের পরিচালক আবদুল্লাহ ইবনে জায়েদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
ছবি: আইএসপিআর
৯ / ১১
পাটুরিয়ায় ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে যায়। পরে মাইক্রোবাসটি উদ্ধারে তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। ৫ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২১ জানুয়ারি
ছবি: আব্দুল মোমিন
১০ / ১১
রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউর ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। মিরপুর, ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১১
চলন্ত বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান এক যাত্রী। এ সময় তিনি একই বাসের নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ