এক ঝলক (২১ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২১
ফুলে ফুলে ছেয়ে গেছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। সর্বস্তরের মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বরিশাল, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
ফুলে ফুলে ছেয়ে গেছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। সর্বস্তরের মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বরিশাল, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
২ / ২১
চট্টগ্রামের আয়োজিত বর্ণমেলায় চোখে কাজল, মাথায় গামছা বেঁধে অংশ নিয়েছে শিশুটি। সার্ফ এক্সেল ও প্রথম আলোর উদ্যোগে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামের আয়োজিত বর্ণমেলায় চোখে কাজল, মাথায় গামছা বেঁধে অংশ নিয়েছে শিশুটি। সার্ফ এক্সেল ও প্রথম আলোর উদ্যোগে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
৩ / ২১
আজ একুশে ফেব্রুয়ারি বলেই একুশে বইমেলায় মানুষের ভিড়। স্টল থেকে বই পছন্দ করছেন দুই তরুণী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
আজ একুশে ফেব্রুয়ারি বলেই একুশে বইমেলায় মানুষের ভিড়। স্টল থেকে বই পছন্দ করছেন দুই তরুণী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
৪ / ২১
ফুটেছে ফাল্গুনের পলাশ। হয়তো এই ফুল দিয়েই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এই তরুণী। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
ফুটেছে ফাল্গুনের পলাশ। হয়তো এই ফুল দিয়েই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এই তরুণী। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৫ / ২১
উড়ছে সোপ বাবল—সেই বাবল ধরার চেষ্টায় ছোট্ট মেয়েটি। সে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। সিলেট, ২১ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
উড়ছে সোপ বাবল—সেই বাবল ধরার চেষ্টায় ছোট্ট মেয়েটি। সে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। সিলেট, ২১ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৬ / ২১
শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে বাবা ও ছেলে। কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে বাবা ও ছেলে। কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
৭ / ২১
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিতে এসেছেন তরুণ-তরুণীরা। ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিতে এসেছেন তরুণ-তরুণীরা। ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
৮ / ২১
বুধবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী একটি সংগঠনের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা ব্যানারের বাঁশ দিয়ে একে অপরকে আঘাতও করে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
বুধবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী একটি সংগঠনের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা ব্যানারের বাঁশ দিয়ে একে অপরকে আঘাতও করে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
৯ / ২১
আজ অমর ২১শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের ফুলেল আয়োজন। ২১ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: হাসান রাজা
আজ অমর ২১শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের ফুলেল আয়োজন। ২১ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: হাসান রাজা
১০ / ২১
কেন্দ্রীয় শহীদ মিনারের ছবিটি গতকাল সন্ধ্যার। আজ জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
কেন্দ্রীয় শহীদ মিনারের ছবিটি গতকাল সন্ধ্যার। আজ জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
১১ / ২১
রাজধানীর রায়েরবাজারের স্লুইসগেট গেট এলাকায় ভরাট হয়ে গেছে খাল। সেখানে সরিষার চাষ করেছেন জাকির হোসেন। পরিণত সরিষা কাটছেন তিনি। রায়েরবাজার, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
রাজধানীর রায়েরবাজারের স্লুইসগেট গেট এলাকায় ভরাট হয়ে গেছে খাল। সেখানে সরিষার চাষ করেছেন জাকির হোসেন। পরিণত সরিষা কাটছেন তিনি। রায়েরবাজার, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২১
জার্মান বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান লুফ্টহানজা তাদের ‘জোসি পিপার’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটটি পরীক্ষা-নিরীক্ষা করছে। মিউনিখ, জার্মানি, ২০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
জার্মান বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান লুফ্টহানজা তাদের ‘জোসি পিপার’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটটি পরীক্ষা-নিরীক্ষা করছে। মিউনিখ, জার্মানি, ২০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৩ / ২১
বসন্ত এসেছে সবুজের বার্তা নিয়ে। রেলওয়ে স্টেশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
বসন্ত এসেছে সবুজের বার্তা নিয়ে। রেলওয়ে স্টেশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
১৪ / ২১
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ধীর গতিতে চলছে সড়ক সংস্কারের কাজ। এর ফলে ধুলোয় আচ্ছন্ন থাকছে গোটা এলাকা। দুর্ভোগে পথচারী ও যানবাহনের যাত্রীরা। কদমতলী মোড়, কেরানীগঞ্জ, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ধীর গতিতে চলছে সড়ক সংস্কারের কাজ। এর ফলে ধুলোয় আচ্ছন্ন থাকছে গোটা এলাকা। দুর্ভোগে পথচারী ও যানবাহনের যাত্রীরা। কদমতলী মোড়, কেরানীগঞ্জ, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
১৫ / ২১
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বড়দের সঙ্গে শহীদ মিনারে এসেছে শিশুরাও। পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২১ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বড়দের সঙ্গে শহীদ মিনারে এসেছে শিশুরাও। পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২১ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে আছে শহীদ মিনারের বেদি। রংপুর, ২১ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে আছে শহীদ মিনারের বেদি। রংপুর, ২১ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, রাঙামাটি, ২১ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, রাঙামাটি, ২১ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২১
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে সার্ফ এক্সেল-প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার আয়োজন করা হয়। চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। শিশুরা নিজের মতো করে এঁকেছে বর্ণ। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে সার্ফ এক্সেল-প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার আয়োজন করা হয়। চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। শিশুরা নিজের মতো করে এঁকেছে বর্ণ। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৯ / ২১
জাতীয় ভাষা দিবস উপলক্ষে বিশেষ সাঁতার প্রদর্শনীর আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার নামের একটি সংগঠন। সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে পাঁচ ঘণ্টা সাঁতার কাটেন। ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
জাতীয় ভাষা দিবস উপলক্ষে বিশেষ সাঁতার প্রদর্শনীর আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার নামের একটি সংগঠন। সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে পাঁচ ঘণ্টা সাঁতার কাটেন। ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২০ / ২১
সার্ফ এক্সেল-প্রথম আলো আয়োজিত বর্ণমেলায় মা ও মেয়ে। মেয়েকে বর্ণ আঁকা শেখাচ্ছেন মা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
সার্ফ এক্সেল-প্রথম আলো আয়োজিত বর্ণমেলায় মা ও মেয়ে। মেয়েকে বর্ণ আঁকা শেখাচ্ছেন মা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা, ২১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২১ / ২১
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে এসেছেন তরুণ-তরুণীরা। একজনের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা—জন্মযুদ্ধ একুশ। মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার, মেহেরপুর, ২১ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে এসেছেন তরুণ-তরুণীরা। একজনের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা—জন্মযুদ্ধ একুশ। মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার, মেহেরপুর, ২১ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ