এক ঝলক (২২ অক্টোবর, ২০২০)

১ / ১০
সবুজ পাহাড়ে ফুটেছে নজরকাড়া অর্কিড ফুল। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২১ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
২ / ১০
বৃষ্টিভেজা সকালে প্লাস্টিকের পাইপের ওপর জবুথবু হয়ে বসে আছে চড়ুই পাখি। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ অক্টোবর
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১০
শীত সামনে রেখে লেপ বানিয়ে তা বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২১ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৪ / ১০
করোনার জন্য স্কুল বন্ধ। এই সময় বাদাম বিক্রি করে পরিবারকে সাহায্য করছে এক স্কুলছাত্র। পাবনার পদ্মাঘাট এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি শেষে সাঁঝবেলায় খেয়া পার হওয়ার অপেক্ষায় সে। পদ্মাঘাট, পাবনা, ২০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১০
বৃষ্টির দিনে কতবেল মাখা খাওয়ার মজাই আলাদা। বিক্রির জন্য সাজিয়ে রাখা কতবেল। চেলোপাড়া, বগুড়া, ২২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ১০
মাটির ব্যাংক বানিয়েছেন এই নারী। এখন রোদে শুকানোর পালা। এরপর পুড়িয়ে বাহারি রঙে রাঙিয়ে বিক্রি হবে মেলায়। গাবতলী, বগুড়া, ২২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ১০
খুলনা নগরে সকাল থেকেই চলছে বৃষ্টি। নতুন রাস্তা মোড়, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
দাদ মদন নামে পাহাড়ি এই ফুলটির নানা ঔষধি গুণ রয়েছে। আখবাড়ি, খাগড়াছড়ি, ২২ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
ছবি: নীরব চৌধুরী
৯ / ১০
প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা সচেতনতা তৈরিতে কাজ করছেন। আড়ং মোড়, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২২ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
বৃষ্টিতে ভিজে টিসিবির পণ্য কিনছেন তাঁরা। খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা, ২২ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন