এক ঝলক (২২ জানুয়ারি, ২০২১)

১ / ১৪
কুয়াশায় বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ ছিল। এরপর আজ শুক্রবার সকালে ফেরি চালু হলে মোটরসাইকেলবাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দৌলতদিয়া, রাজবাড়ী, ২২ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২ / ১৪
হাতিরঝিল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভেঙে ফেলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্চ আদালতের নির্দেশে গত বছরের এই দিনে ভবনটি ভাঙা শুরু হয়। ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: আবদুস সালাম
৩ / ১৪
কেরানীগঞ্জ থেকে ট্রলারে করে ফুলকপি নিয়ে রাজধানীর শ্যামবাজারে এসেছিলেন আমির হোসেন (বাঁয়ে)। তাঁর ভাষ্য, এ বছর আশানুরূপ দাম পাচ্ছেন না। আমির হোসেন এখন ১০০ ফুলকপি পাইকারি বিক্রি করছেন ১ হাজার ২০০ টাকা দরে। ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৪
বুড়িগঙ্গা নদীর পারে ফেলে দেওয়া কাপড় থেকে গরম কাপড় বেছে নিচ্ছেন একজন। শ্যামবাজার, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৪
রাজধানীর তেজগাঁও রেললাইন–সংলগ্ন বস্তিতে বসবাসরত গৃহহীনদের সম্প্রতি উচ্ছেদ করা হয়েছে। খোলা আকাশের নিচেই কাটছে তাদের জীবন। তেজগাঁও, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৬ / ১৪
কুয়াশায় নষ্ট হতে পারে ধানের চারা। তাই এমন ব্যবস্থা। শুক্রবার পাবনার টেবুনিয়া কৃষি খামারে
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৪
রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড় বাড়ছে। শুক্রবার রাঙামাটির ডিয়ার পার্কে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
কুয়াশা কেটেছে। তাই রোদ পোহাতে জোড় বেঁধে এসেছে ওরা। শুক্রবার জুড়ীর মৌলভীবাজারের ধামাই চা-বাগানে
ছবি:  প্রথম আলো
৯ / ১৪
শীতের সকালে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। শুক্রবার বরিশালের শায়েস্তাবাদে
ছবি: সাইয়ান
১০ / ১৪
এভাবে ঝুঁকি নিয়েই কাজ করতে হয় শ্রমিকদের। শুক্রবার ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ডে
ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৪
৫ দফা দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে আমরণ অনশনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে সমঝোতা করতে আসেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৪
৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে
ছবি: দীপু মালাকার
১৩ / ১৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদের পর সরিয়ে নেওয়া হচ্ছে ভবনের ভাঙা অংশ। শুক্রবার ঢাকার মিরপুরে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
১৪ / ১৪
ধান রোপণ করছেন দুই কৃষক। শুক্রবার কুড়িগ্রামের ভোগডাঙার খাটামারি এলাকায়
ছবি: জাহিদুল করিম