এক ঝলক (২২ সেপ্টেম্বর, ২০২১)

১ / ২২
টিসিবির পণ্য কিনতে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে মানুষ। মহাখালী, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ২২
বৃষ্টির পানিতে নদীতে ডুবে যাওয়া নৌকা তুলতে ব্যস্ত এক ব্যক্তি। তিনি এই নৌকাতে করে কীর্তনখোলা নদীর বিভিন্ন অংশে ঘুরে পানিতে ফেলা প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন। এরপর তা নিয়ে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেন। তিনি বলেন, অনেকেই নদীতে প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন জিনিস ফেলে নদীর পানি দূষণ করে। আমি নৌকাতে ঘুরে এসব প্লাস্টিকের জিনিস যতটা সম্ভব সংগ্রহ করি। এতে কিছুটা হলেও নদীর পানি পরিষ্কার থাকবে। তাই তিনি এই কাজটি বেছে নিয়েছেন। স্টেডিয়াম কলোনি এলাকা, বরিশাল নগর, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৩ / ২২
ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে আধুনিকায়ন করা; রিকশা, ভ্যান ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবি নিয়ে ২৫ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক সমাবেশ সফল করতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সমাবেশ করে। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল নগর, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৪ / ২২
প্রোটিনবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। শিববাড়ি মোড়, খুলনা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২২
রিগ্যান রোজারিওকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে জোনাইল খ্রিস্টান যুব পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৬ / ২২
বগুড়ায় শহরের বিভিন্ন কারখানায় বছরজুড়েই সেমাই তৈরি করা হয়। কারখানায় তৈরি করা সেমাই রাখার জন্য প্রয়োজন হয় খাঁচি। গ্রামে তৈরি করা খাঁচি শহরে বিক্রির জন্য ভ্যানে ভরে নিয়ে আসছেন এক ব্যক্তি। প্রতিটি খাঁচি পাইকারিতে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়। শেখেরকোলা গ্রাম, বগুড়া সদর, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ২২
ই-কমার্স, এমএলএম ও সমবায়ের নামে গ্রাহকদের টাকা লোপাটের প্রতিবাদে ও ভুক্তভোগীদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করে আমার বাংলাদেশ যুব পার্টি নামের একটি সংগঠন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৮ / ২২
বর্ষার পানি কমতে থাকায় বিভিন্ন নদ-নদী, খাল-বিলে মাছ ধরা পড়ছে বেশি। তাই জেলেরাও বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ শিকার করছেন। ময়জদ্দিন মোল্লারপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ীর, ২২ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ২২
কৃষিজমিতে আগে থেকেই তিনটি ইটভাটা রয়েছে। সবুজ ধানখেতের মধ্যখানে অবৈধভাবে আরও একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছে। বিধিমালার তোয়াক্কা না করে ওই ভাটা নির্মাণ করছেন পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রুহুল আমিন নামের এক প্রভাবশালী। এর প্রতিবাদে স্থানীয় কৃষকেরা এলাকায় ইতিমধ্যে মানববন্ধন ও সমাবেশ করলেও ভাটা নির্মাণকাজ বন্ধ করা হয়নি। নাগেরহাট, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুরে, ২২ সেপ্টেম্বর
ছবি: আলতাফ হোসেন
১০ / ২২
আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে সারা দেশে। শয্যাসংকটে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শিশুকে গাদাগাদি করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও, ২২ সেপ্টেম্বর
ছবি: মজিবর রহমান খান
১১ / ২২
রংপুরে তিস্তার চরে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পর মহিষের গাড়িতে করে কৃষকেরা ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
কয়েক দিন বিরতির পর শুরু হয়েছে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিতে এসেছিলেন অনেক প্রবাসী। কিন্তু টিকা নেওয়ার তারিখ না আসা ও ভিসার মেয়াদ শেষের দিকে চলে আসায় বিপাকে পড়েন তাঁরা। ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২২
সিলেট লাক্কাতুরা ও মালনীছড়া চা-বাগানে দিনভর থাকে পর্যটকদের পদচারণ। পর্যটকদের ওপর নির্ভর করে সেখানে চলাচল করে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে চড়ে কেউ ছবি তোলেন, কেউ আবার ঘোড়ার গাড়ি ভাড়া করে শুটিংয়ের জন্য। চা-বাগানের আঁকাবাঁকা সড়কে চলছে শুটিং। মালনীছড়া, সিলেট, ২২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২২
করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য নারীদের লম্বা লাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, সরিষাবাড়ী, জামালপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১৫ / ২২
আশ্বিন মাসেই হাওরের পানি শুকিয়ে যেতে শুরু করেছে। হাওরে পানি কম থাকায় পড়ে আছে নৌকা। কম পানিতে খাবারের খোঁজে নেমেছে হাঁসের দল। বাকগুল হাওর, সিলেট, ২২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২২
জুম ও আউশ মৌসুমের ধান কাটা চলছে। তাই বেড়েছে ধান মাড়াইয়ের কলের চাহিদা। একটি ধান মাড়াইয়ের কল স্থানীয় বাজারে সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয়। বিক্রির জন্য নিয়ে আনা ধান মাড়াইয়ের কলগুলো ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। বোয়ালখালী নতুনবাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১৭ / ২২
অসময়ে বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে শহরের সড়ক ডুবে গেছে। এতে লোকজনকে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একদল বৌদ্ধ ভিক্ষু পিণ্ডচরণে নেমে পানি পেরিয়ে বৌদ্ধবিহারে ফিরছেন। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২২
বাজারে আসছে বিভিন্ন আকারের রুপালি ইলিশ। বিক্রয়ের জন্য সেই ইলিশ সাজাতে ব্যস্ত বিক্রেতা। নতুন মাছের বাজার ফিশারিঘাট, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
১৯ / ২২
খালের পানি শুকিয়ে যাওয়ায় কাদাপানিতে মাছ ধরতে নেমেছে গ্রামবাসী। চব্বিশ হাজারী, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২২
চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়কের অন্যতম একটি বিমানবন্দর সড়ক। এই সড়কে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণের কাজ। তাই জল আর কাদা জমে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।  ইপিজেড, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২১ / ২২
৩ চাকার নিষিদ্ধ যানটিতে সামনের দিকে নেই কোনো নিরাপদ বেষ্টনী। এতে চালকসহ যাত্রীদের নানাভাবে দুর্ঘটনার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। মহাখালী, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২২ / ২২
পাশেই পথচারী পারাপারের ব্যবস্থা থাকা সত্ত্বেও শিশুকে নিয়ে ঝুঁকি মাথায় সড়ক পার হচ্ছেন এক মা। বিমানবন্দর সড়ক, উত্তরা, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ