এক ঝলক (২৪ এপ্রিল, ২০২১)

১ / ২৬
রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন ট্র্যাজেডিতে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন করে। তোপখানা রোড, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: হাসান রাজা
২ / ২৬
মিষ্টি সুরের গান গেয়ে গাছের ডালে ডালে ঘুরছে গ্রীষ্মের পরিযায়ী পাখি বন সুন্দরী (indian pitta)। এরা দেশি শুমচা, নীল পাখি ও সাদা হালতি নামে পরিচিত। দাপুনিয়া, পাবনা, ২৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৬
রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে পাহাড়ি কলার ব্যাপক চাহিদা রয়েছে। পাহাড়ি গ্রামের সাপ্তাহিক হাট থেকে কলা কেনেন পাইকারি ব্যবসায়ীরা। ঢাকা, চট্টগ্রাম সিলেটসহ বিভিন্ন স্থানে যায় এই কলা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ২৬
তীব্র গরমে স্বস্তি পেতে গাড়ির পেছনের দরজা খুলে বসে বিশ্রাম নিচ্ছেন এক চালক। মতিঝিল, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৫ / ২৬
নির্দেশ অমান্য করে লকডাউনের মাঝে দোকান খুলেছেন অনেক হকার।মালামাল গুটিয়ে নিচ্ছেন পুলিশ । ডাকবাংলা, খুলনা, ২৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৬
হাটে ওঠা শুরু করেছে নতুন ধান। ব্যবসায়ীদের কেনা ধান ওজন করছেন শ্রমিকেরা। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৭ / ২৬
চলছে ভুট্টা সংগ্রহের উৎসব। বাড়ির উঠানে ভুট্টা শুকাচ্ছেন এক নারী। ডাকখোলা গ্রামে, দাউদকান্দি, কুমিল্লা ২৪ এপ্রিল
ছবি: প্রথম আলো
৮ / ২৬
সারা দেশে দূরপাল্লার গণপরিবহন বন্ধ। কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে পত্রিকা পড়ে অবসর সময় কাটাচ্ছেন পায়রা পরিবহনের চালক মীর জামাল ও মো. মোখলেস। কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: এম সাদেক
৯ / ২৬
রানা প্লাজা দুর্ঘটনার আট বছর। নিহত ব্যক্তিদের স্মরণে বিভিন্ন সংগঠন সাভারের ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রানা প্লাজা, সাভার, ২৪ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১০ / ২৬
রানা প্লাজা দুর্ঘটনার আট বছর পূর্তি হয়েছে। অনেক আহত শ্রমিক এই স্থানে এসেছেন বিভিন্ন দাবি নিয়ে। টাকার অভাবে চিকিৎসা না পেয়ে অনেক শ্রমিক দিশেহারা। এ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। রানা প্লাজা, সাভার, ২৪ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১১ / ২৬
রানা প্লাজা ট্র্যাজেডিতে ৮ বছর আগে মা খুশি খাতুন ও বড় বোন সাথি আক্তারকে হারিয়ে অন্ধকার নেমে আসে ছেলে নয়ন হোসাইন ও মেয়ে শারমিন আক্তারের জীবনে। পরে প্রথম আলো ট্রাস্ট দাঁড়ায় তাদের পাশে। আলোর পথে এখন পড়াশোনা করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন নিহত খুশি খাতুনের ছেলেমেয়ে। হাদল, ফরিদপুর, পাবনা, ২৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১২ / ২৬
উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ ভবনে দেওয়া হচ্ছে কোভিড-১৯ টিকা। সেখানে টিকা প্রার্থীদের লাইনে দাঁড়াতে হয় না। বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সেখানে দেওয়া হচ্ছে টিকা। উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ ও বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, ২৪ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৩ / ২৬
চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে যেকোনো সময় বিনা মূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন মোশারাফুল হক চৌধুরী নামের এই ব্যক্তি। কালামিয়া বাজার, চট্টগ্রাম, ২৪ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৪ / ২৬
খুলনা জেলা প্রশাসকের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ জনকে ত্রাণ বিতরণ করা হয়। জিলা স্কুল মাঠ, খুলনা, ২৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৬
মাথায় হেলমেট নেই, কোমরে বেল্ট থাকলেও তা আটকানো হয়নি, এভাবেই ৩৩ কেভি লাইনের বৈদ্যুতিক উঁচু খুঁটিতে কাজ করছেন এক শ্রমিক। একটু অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১৬ / ২৬
স্বাস্থ্যবিধি মেনে রোববার খুলবে থাকবে শপিংমল। এই খবরে সিলেটে শনিবার থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রেখেছেন ব্যবসায়ীরা। বন্দরবাজার, সিলেট, ২৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৬
লকডাউনের মধ্যে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, দোকানপাট খোলার সিদ্ধান্তের পর রাজধানীমুখী হতে শুরু করেছেন মানুষ। শনিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ঢাকাগামী ফেরির একপাশে গাদাগাদি করে দাঁড়িয়ে আসছেন মানুষ
ছবি: এম রাশেদুল হক
১৮ / ২৬
সিলেট শহরের সুরমাপয়েন্ট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টিসিবির গাড়ির সামনে মানুষের ভিড়। সুরমা পয়েন্ট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৬
লাচ্ছা সেমাই রাখার বাঁশের তৈরি খাঁচা। অটোরিকশায় করে প্রায় ৩০০টি খাঁচা শহরে বিক্রির জন্য এনেছেন কালাম হোসেন। সেগুলো শুকিয়ে যাওয়ায় পানিতে ভিজিয়ে রাখছেন। প্রতিটি খাঁচা পাইকারি ৪০ টাকায় বিক্রি করেন তিনি। বারপুর, বগুড়া, ২৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২০ / ২৬
প্রখর রোদে ট্রাক থেকে কয়লা নামাচ্ছেন দুই শ্রমিক। এ জন্য মজুরি পান ১১০ টাকা। জয়পুরপাড়া, বগুড়া, ২৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২১ / ২৬
রানু বেগম কিডনির সমস্যায় ভুগছেন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। চিকিৎসার জন্য ২৭ দিন ধরে তিনি ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজে। সেখানে আল্ট্রাসনোগ্রাম করতে না পেরে স্বজনেরা তাঁকে নিয়ে যান পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আল্ট্রাসনোগ্রাম শেষে তাকে আবার নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। এ সময় সাহায্য করতে এগিয়ে আসেন বৃহন্নলা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২৬
লকডাউনের মধ্যে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা। তাই নিউমার্কেটে দোকানের মালামাল গোছাতে ব্যস্ত কর্মীরা। নিউমার্কেট, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
২৩ / ২৬
লকডাউনের কারণে ইফতার বিক্রি হচ্ছে কম। তবু দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চকবাজার, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
২৪ / ২৬
পরিষ্কার করার নামে আজ থেকেই খুলে রাখা হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন দোকান। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। চট্টগ্রাম, ২৪ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
২৫ / ২৬
বাড়ির পাশে ধান সেদ্ধ করছেন গৃহবধূ মমতাজ বেগম। সেদ্ধ ধান রোদে শুকিয়ে তারপর মিলে ভাঙিয়ে চাল করা হবে। চর জোয়াই, ফরিদপুর, ২৪ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৬ / ২৬
খাবার পেতে সিএনজি থেকে নম্বর সংগ্রহ করছে অনেকেই। ১৪ই এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে ৬৬০টি পরিবারকে নিজ উদ্যোগে খাবার উপহার পৌঁছে দিয়েছে নাফিসা আনজুম খান। লালবাগ, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: দীপু মালাকার