এক ঝলক (২৩ জানুয়ারি ২০১৮)

১ / ২৪
কাচকি জালে মাছ ধরছেন মৎস্যজীবীরা। শীতের মৌসুমে বেশ কাচকি মাছ পাওয়া যায় হ্রদে। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ২৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
কাচকি জালে মাছ ধরছেন মৎস্যজীবীরা। শীতের মৌসুমে বেশ কাচকি মাছ পাওয়া যায় হ্রদে। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ২৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৪
খেজুরের রস খেতে অনেকটা ঝুঁকি নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঠবিড়ালিটি। কাঠবিড়ালির জন্য বিপাকেই পড়তে হয়েছে মৌমাছিটিকে। বলাডাঙ্গা, যশোর সদর, ২৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
খেজুরের রস খেতে অনেকটা ঝুঁকি নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঠবিড়ালিটি। কাঠবিড়ালির জন্য বিপাকেই পড়তে হয়েছে মৌমাছিটিকে। বলাডাঙ্গা, যশোর সদর, ২৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ২৪
মটরশুঁটি খেতের আইল ধরে দৌড়াচ্ছে শিশুরা। শীতের সকালে ফসলের খেতে তারা খেলায় মেতেছে।  মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
মটরশুঁটি খেতের আইল ধরে দৌড়াচ্ছে শিশুরা। শীতের সকালে ফসলের খেতে তারা খেলায় মেতেছে। মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৪ / ২৪
সড়কের ধারে স্থাপিত বিশাল আকৃতির বৈদ্যুতিক ঘড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী। ইসলামাবাদ, পাকিস্তান, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
সড়কের ধারে স্থাপিত বিশাল আকৃতির বৈদ্যুতিক ঘড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী। ইসলামাবাদ, পাকিস্তান, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
৫ / ২৪
একটি জলাভূমি এলাকায় উড়ছে কমন টিল নামের ছোট প্রজাতির এক ঝাঁক হাঁস। শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
একটি জলাভূমি এলাকায় উড়ছে কমন টিল নামের ছোট প্রজাতির এক ঝাঁক হাঁস। শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
৬ / ২৪
ফ্যাশন ডিজাইনার জর্জেস হোবেইকার তৈরি করা পোশাকে রানওয়েতে এক মডেলের ক্যাটওয়াক। প্যারিস, ফ্রান্স, ২২ জানুয়ারি। ছবি: এএফপি
ফ্যাশন ডিজাইনার জর্জেস হোবেইকার তৈরি করা পোশাকে রানওয়েতে এক মডেলের ক্যাটওয়াক। প্যারিস, ফ্রান্স, ২২ জানুয়ারি। ছবি: এএফপি
৭ / ২৪
ভোরের শিশির লুটোপুটি খায় মটরশুঁটির লতাপাতায়। মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
ভোরের শিশির লুটোপুটি খায় মটরশুঁটির লতাপাতায়। মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৮ / ২৪
রাশিয়ার ইয়েনিসেই নদীর পাড়ে দাঁড়িয়ে তুষারে ঢেকে যাওয়া গাছের ছবি তুলছেন একজন। ইয়েনিসেই নদী, রাশিয়া, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
রাশিয়ার ইয়েনিসেই নদীর পাড়ে দাঁড়িয়ে তুষারে ঢেকে যাওয়া গাছের ছবি তুলছেন একজন। ইয়েনিসেই নদী, রাশিয়া, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
৯ / ২৪
ব্রিটেনের রাজকুমারী ইউজেনি সঙ্গে জ্যাক ব্রুকসব্যাংকের বাগদান সম্পন্ন হয়েছে। রাজকুমারীর আঙুলে হীরায় ঘেরা নীলকান্তমণির আংটি। বাকিংহাম প্যালেস, লন্ডন, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
ব্রিটেনের রাজকুমারী ইউজেনি সঙ্গে জ্যাক ব্রুকসব্যাংকের বাগদান সম্পন্ন হয়েছে। রাজকুমারীর আঙুলে হীরায় ঘেরা নীলকান্তমণির আংটি। বাকিংহাম প্যালেস, লন্ডন, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
১০ / ২৪
মোটরসাইকেলের ওপর কলার দোকান সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কলা বিক্রি করেন তিনি। নমপেন, কম্বোডিয়া, ২৩ জানুয়ারি। ছবি: এএফপি
মোটরসাইকেলের ওপর কলার দোকান সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কলা বিক্রি করেন তিনি। নমপেন, কম্বোডিয়া, ২৩ জানুয়ারি। ছবি: এএফপি
১১ / ২৪
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ইলিনাকে হারানোর পর বেলজিয়ামের এলিসের উচ্ছ্বাস। মেলবোর্ন, ২৩ জানুয়ারি। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ইলিনাকে হারানোর পর বেলজিয়ামের এলিসের উচ্ছ্বাস। মেলবোর্ন, ২৩ জানুয়ারি। ছবি: এএফপি
১২ / ২৪
টোকিও তুষারপাতে এখন অনেকটা বিপর্যস্ত। তেমন তুষারঢাকা একটি রাস্তা দিয়ে শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। জাপান, ২৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
টোকিও তুষারপাতে এখন অনেকটা বিপর্যস্ত। তেমন তুষারঢাকা একটি রাস্তা দিয়ে শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। জাপান, ২৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৩ / ২৪
প্রচণ্ড বৃষ্টিতে প্যারাগুয়ে নদীর দুই কূল উপচে আশপাশের এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের শহরতলির দৃশ্য এটি। ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
প্রচণ্ড বৃষ্টিতে প্যারাগুয়ে নদীর দুই কূল উপচে আশপাশের এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের শহরতলির দৃশ্য এটি। ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ২৪
প্রচণ্ড ঠান্ডার মধ্যে জীবনের তাগিদে ঘর থেকে বের হতে হয়। তেমনি এক সবজিবিক্রেতা দোকানে গা গরম রাখতে কয়লার চুলা পাশে রেখে দিয়েছেন। সিয়েনাইয়াং, লিনিং, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
প্রচণ্ড ঠান্ডার মধ্যে জীবনের তাগিদে ঘর থেকে বের হতে হয়। তেমনি এক সবজিবিক্রেতা দোকানে গা গরম রাখতে কয়লার চুলা পাশে রেখে দিয়েছেন। সিয়েনাইয়াং, লিনিং, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৫ / ২৪
ঢোল কলমির শুকনো ডালে চুপটি করে বসে আছে একটি কসাই পাখি। হয়তো রোদ পোহাতেই বসে আছে পাখিটি। দেড়গ্রাম, মানিকগঞ্জ সদর, ২২ জানুয়ারি। ছবি: আবদুল মোমিন
ঢোল কলমির শুকনো ডালে চুপটি করে বসে আছে একটি কসাই পাখি। হয়তো রোদ পোহাতেই বসে আছে পাখিটি। দেড়গ্রাম, মানিকগঞ্জ সদর, ২২ জানুয়ারি। ছবি: আবদুল মোমিন
১৬ / ২৪
পোশাক শ্রমিকদের মোট মজুরি ১৬ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকালে বিজিএমইএ ভবনের সামনে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়ক, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
পোশাক শ্রমিকদের মোট মজুরি ১৬ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকালে বিজিএমইএ ভবনের সামনে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়ক, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
১৭ / ২৪
কুয়াশার সকালে শিক্ষার্থী ভর্তি স্কুলভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে ছুটছেন এক চালক। ভ্যানের চারপাশে ঝুলছে শিক্ষার্থীদের ব্যাগ, ফলে পেছনে তাকিয়ে অন্যান্য গাড়ির গতিবিধি দেখা চালকের জন্য দুষ্কর। দৌলতদিয়া-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ২৩ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক
কুয়াশার সকালে শিক্ষার্থী ভর্তি স্কুলভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে ছুটছেন এক চালক। ভ্যানের চারপাশে ঝুলছে শিক্ষার্থীদের ব্যাগ, ফলে পেছনে তাকিয়ে অন্যান্য গাড়ির গতিবিধি দেখা চালকের জন্য দুষ্কর। দৌলতদিয়া-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ২৩ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক
১৮ / ২৪
বিদ্যার দেবী সরস্বতীর পূজা হলো গতকাল সোমবার। আজ মঙ্গলবার সরস্বতীর প্রতিমা বিসর্জন দিলেন অনেকে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বিদ্যার দেবী সরস্বতীর পূজা হলো গতকাল সোমবার। আজ মঙ্গলবার সরস্বতীর প্রতিমা বিসর্জন দিলেন অনেকে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৪
বাংলাদেশ ক্রিকেট লীগের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে পাহাড় সমান রানের মুখোমুখি মধ্যাঞ্চলের ওয়ালটন। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা, ২৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বাংলাদেশ ক্রিকেট লীগের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে পাহাড় সমান রানের মুখোমুখি মধ্যাঞ্চলের ওয়ালটন। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা, ২৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার জমিতে পড়ে আছে একটি মৃত বন্য হাতি। চকরিয়া, কক্সবাজার, ২৩ জানুয়ারি। ছবি: এস এম হানিফ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার জমিতে পড়ে আছে একটি মৃত বন্য হাতি। চকরিয়া, কক্সবাজার, ২৩ জানুয়ারি। ছবি: এস এম হানিফ
২১ / ২৪
হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার বেশির ভাগ যাত্রীবাহী পরিবহন ফিটনেসবিহীন। অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কগুলোতে প্রতিদিন এই বাহনগুলো চলাচল করে। হাজারীবাগ, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: ‍আশরাফুল  আলম
হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার বেশির ভাগ যাত্রীবাহী পরিবহন ফিটনেসবিহীন। অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কগুলোতে প্রতিদিন এই বাহনগুলো চলাচল করে। হাজারীবাগ, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: ‍আশরাফুল আলম
২২ / ২৪
রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে নারায়ণগঞ্জে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় একজন ছবি তুলছেন। ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান রাজা
রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে নারায়ণগঞ্জে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় একজন ছবি তুলছেন। ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান রাজা
২৩ / ২৪
রাজধানীর কাজীপাড়া এলাকায় রাস্তাজুড়ে অবৈধভাবে টানানো হয়েছে ইন্টারনেটের তার। কাজীপাড়া, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: ‍আশরাফুল আলম
রাজধানীর কাজীপাড়া এলাকায় রাস্তাজুড়ে অবৈধভাবে টানানো হয়েছে ইন্টারনেটের তার। কাজীপাড়া, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: ‍আশরাফুল আলম
২৪ / ২৪
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা। জেলা সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা। জেলা সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ