এক ঝলক (২৩ নভেম্বর, ২০২০)

১ / ১১
যমুনা নদীতে জেগে ওঠা চরে সবুজ ধানের বীজতলার ভেতর দিয়ে ছুটে চলেছে শিশু। দীঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ নভেম্বর।
ছবি: সোয়েল রানা
২ / ১১
শীত পড়তে শুরু করেছে। গরম কাপড় গায়ে জড়িয়ে হাট থেকে বাড়ির পথে রওনা হয়েছেন হাটুরেরা। চাটমোহর সড়ক, পাবনা, ২২ নভেম্বর।
ছবি: হাসান মাহমুদ
৩ / ১১
রংপুরে শীত বাড়ছে। নগরের বিভিন্ন স্থানে ফুটপাতের ওপর গড়ে উঠেছে পুরোনো গরম কাপড়ের দোকান। সেখানে বাড়ছে ক্রেতাদের ভিড়। নিউ ইঞ্জিনিয়ারপাড়ার ফুটপাত, রংপুর, ২২ নভেম্বর।
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
ফুটেছে মনোরম কচুরিপানা ফুল। নরসিংপুর, নারায়ণগঞ্জ, ২৩ নভেম্বর।
ছবি: দিনার মাহমুদ
৫ / ১১
শীতে করোনা সংক্রমণ বেড়েছে, কমেছে মাস্কের ব্যবহার। কেউ কেউ মুখে না রেখে মাস্ক থুতনিতে ঝুলিয়ে পথ চলেছেন। এমন উদাসীনতায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সিলেট, ২৩ নভেম্বর।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১১
ধান কাটার মৌসুমে ইঁদুরের উপদ্রব বেড়েছে। দোকানের সামনে ইঁদুর মারার ফাঁদ ঝুলিয়ে রাখছেন বিক্রেতা। হাটখোলা, বরিশাল, ২৩ নভেম্বর।
ছবি: সাইয়ান
৭ / ১১
জলাশয়ের পানিতে আনন্দস্নানে মগ্ন রাজহাঁস। কয়রা, খুলনা, ২৩ নভেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১১
রোদঝলমলে দিন। রাতে বাড়ছে শীত। এর মধ্যে কুয়াশাঢাকা শীতের সকালে কোলের শিশুকে নিয়ে বাইরে বের হয়েছেন এক অভিভাবক। সোমবার সকালে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়
ছবি: সোয়েল রানা
৯ / ১১
দুদকের মামলায় খালাস পেয়ে আদালত থেকে বেরিয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন ইশরাক হোসেন। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১১
কাঁধে সার্জিক্যাল মাস্কের বোঝা, কিন্তু মুখে মাস্ক নেই এই ব্যক্তির। রাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে বসে মাস্কের পাইকারি বাজার। কিন্তু সেখানে মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার মতো সচেতনতা নেই ক্রেতা-বিক্রেতা কারও মধ্যেই। বিকেল চারটায় ছবিটি তোলা। বাবু বাজার, ২৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১১
কারও মাস্ক থুতনির নিচে, আবার কেউ কেউ হাতে নিয়ে ঘুরছেন। রাজধানীর লালবাগ কেল্লায় আসা দর্শনার্থীদের মধ্যে মাস্ক ব্যবহারে এমনই অনীহা লক্ষ করা যায়। ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার