এক ঝলক (২৫ অক্টোবর, ২০২০)

১ / ৯
কাপ্তাই হ্রদে চলে ডিঙি। কারিগরেরা ডিঙি তৈরি করছেন। বন্দুকভাঙা, মুবাছড়ি, রাঙামাটি, ২৫ অক্টোবর।
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৯
পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৪তম স্প্যান। এর ফলে সেতুর ৫ হাজার ১০০ মিটার (৫ কিলোমিটারের বেশি) দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যান স্থাপন করা হয়। লৌহজং, মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর।
ছবি: প্রথম আলো
৩ / ৯
মাছ শিকারে পটু পানকৌড়ি। বলরামপুর, পাবনা, ২৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৪ / ৯
নৌকা একটাই। চেঙ্গী নদী পার হতে তাই এত অপেক্ষা। আরামবাগ, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৫ / ৯
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের সংস্কারকাজ করছেন শ্রমিকেরা। ঠাকুরছড়া নতুন বাজার, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৬ / ৯
লাল, নীল, কমলাসহ বিভিন্ন রঙের সুতা দিয়ে বিছানার চাদর (স্থানীয় ভাষায় বলা হয় বরগি) বুনতে ব্যস্ত পাহাড়ি নারী। একটি চাদর তৈরিতে এক কেজি সুতা প্রয়োজন হয়। ১ নম্বর রাবারবাগান প্রকল্প এলাকা, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৭ / ৯
পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের মা ছালমা বেগম বন্দরবাজার ফাঁড়ির সামনে রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। বন্দরবাজার, সিলেট, ২৫ অক্টোবর
ছবি: প্রথম আলো
৮ / ৯
নারী ক্রিকেটারদের চর্চা চলছে। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ২৫ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৯ / ৯
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলের দাবিতে আন্দোলনরত প্রার্থীদের অবস্থান। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৫ অক্টোবর
ছবি: হাসান রাজা