এক ঝলক (২৫ জুন, ২০১৯)

১ / ২৩
শিক্ষার্থীদের কাছ থেকে ছাতা পেয়ে বেশ খুশি এই রিকশাচালক। গরমে দিনমজুরদের কষ্ট কমাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ সোসাইটি। হাত খরচের টাকা জমিয়ে কেনা ৫০টি ছাতা তারা রাজধানীর বিভিন্ন সড়কে বৃদ্ধ রিকশাচালকদের দিয়েছে। ফুলার রোড, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
শিক্ষার্থীদের কাছ থেকে ছাতা পেয়ে বেশ খুশি এই রিকশাচালক। গরমে দিনমজুরদের কষ্ট কমাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ সোসাইটি। হাত খরচের টাকা জমিয়ে কেনা ৫০টি ছাতা তারা রাজধানীর বিভিন্ন সড়কে বৃদ্ধ রিকশাচালকদের দিয়েছে। ফুলার রোড, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
২ / ২৩
ক্ষতিপূরণ দেওয়ার অগ্রগতি নিয়ে শুনানির দিন স্ত্রী সন্তানকে নিয়ে হাইকোর্টে বাসচাপায় পা হারানো রাসেল। হাইকোর্ট, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
ক্ষতিপূরণ দেওয়ার অগ্রগতি নিয়ে শুনানির দিন স্ত্রী সন্তানকে নিয়ে হাইকোর্টে বাসচাপায় পা হারানো রাসেল। হাইকোর্ট, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
৩ / ২৩
নার্সারিতে ফুটেছে ধবধবে সাদা জারবেরা ফুল। কালির বাজার, নারায়ণগঞ্জ, ২৫ জুন। ছবি: দিনার মাহমুদ
নার্সারিতে ফুটেছে ধবধবে সাদা জারবেরা ফুল। কালির বাজার, নারায়ণগঞ্জ, ২৫ জুন। ছবি: দিনার মাহমুদ
৪ / ২৩
মহাসড়কে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় জনতার তাক্ষনিক তৎপরতা। ঢাকা-বগুড়া মহাসড়ক, ধনকুন্ডি উত্তরপাড়া, শেরপুর, বগুড়া, ২৫ জুন। ছবি : সবুজ চৌধুরী
মহাসড়কে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় জনতার তাক্ষনিক তৎপরতা। ঢাকা-বগুড়া মহাসড়ক, ধনকুন্ডি উত্তরপাড়া, শেরপুর, বগুড়া, ২৫ জুন। ছবি : সবুজ চৌধুরী
৫ / ২৩
হলুদ আভা ছড়াচ্ছে অলকানন্দা ফুল। পাপড়িতে জমেছে বৃষ্টির ফোঁটা। বাবুরাইল, নারায়ণগঞ্জ, ২৫ জুন। ছবি: দিনার মাহমুদ
হলুদ আভা ছড়াচ্ছে অলকানন্দা ফুল। পাপড়িতে জমেছে বৃষ্টির ফোঁটা। বাবুরাইল, নারায়ণগঞ্জ, ২৫ জুন। ছবি: দিনার মাহমুদ
৬ / ২৩
তারাবনীয়া-মারিশ্যা সড়কটির চার কিলোমিটার খানাখন্দে ভরা। সড়কটির দুরবস্থার  কারণে ছয় শতাধিক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীঘিনালা,খাগড়াছড়ি, ২৫ জুন।ছবি: পলাশ বড়ুয়া
তারাবনীয়া-মারিশ্যা সড়কটির চার কিলোমিটার খানাখন্দে ভরা। সড়কটির দুরবস্থার কারণে ছয় শতাধিক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীঘিনালা,খাগড়াছড়ি, ২৫ জুন।ছবি: পলাশ বড়ুয়া
৭ / ২৩
গত শনিবার সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। রোববার থেকেই পাথর–বিটুমিন উঠে যাচ্ছে। হাত দিয়েই তোলা যাচ্ছে। কাজের মান নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও কেউ কর্ণপাত করছেন না। লালন বাজার থেকে নন্দলালপুরের চর এলঙ্গী পর্যন্ত কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬০০ মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ করা হয়েছে। কুমারখালী, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: তৌহিদী হাসান
গত শনিবার সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। রোববার থেকেই পাথর–বিটুমিন উঠে যাচ্ছে। হাত দিয়েই তোলা যাচ্ছে। কাজের মান নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও কেউ কর্ণপাত করছেন না। লালন বাজার থেকে নন্দলালপুরের চর এলঙ্গী পর্যন্ত কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬০০ মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ করা হয়েছে। কুমারখালী, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: তৌহিদী হাসান
৮ / ২৩
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বসে বাইরে থাকা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের গতিবিধি সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন কয়েকজন। নয়াপল্টন, ঢাকা, ২৫ জুন। ছবি: সেলিম জাহিদ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বসে বাইরে থাকা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের গতিবিধি সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন কয়েকজন। নয়াপল্টন, ঢাকা, ২৫ জুন। ছবি: সেলিম জাহিদ
৯ / ২৩
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে বাড়ির পাশের ডোবায় কলাগাছের ভেলার ওপর প্লাস্টিকের টেবিল রেখে ভাসছে এক শিশু। ডাংরি এলাকা, হোসেনপুর, কিশোরগঞ্জ, ২৪ জুন। ছবি: তাফসিলুল আজিজ
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে বাড়ির পাশের ডোবায় কলাগাছের ভেলার ওপর প্লাস্টিকের টেবিল রেখে ভাসছে এক শিশু। ডাংরি এলাকা, হোসেনপুর, কিশোরগঞ্জ, ২৪ জুন। ছবি: তাফসিলুল আজিজ
১০ / ২৩
নাসার নভোচারীদের নিয়ে কাজাখস্তানের একটি প্রত্যন্ত এলাকায় অবতরণ করছে ক্যাপসুল। কাজাখস্তান, ২৫ জুন। ছবি: এএফপি
নাসার নভোচারীদের নিয়ে কাজাখস্তানের একটি প্রত্যন্ত এলাকায় অবতরণ করছে ক্যাপসুল। কাজাখস্তান, ২৫ জুন। ছবি: এএফপি
১১ / ২৩
সিটি করপোরেশনের ময়লা ফেলায় দুর্গন্ধে রাস্তায় চলাচল অসহনীয় হয়ে পড়েছে। ময়লাকান্দা, চরকালীবাড়ি, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
সিটি করপোরেশনের ময়লা ফেলায় দুর্গন্ধে রাস্তায় চলাচল অসহনীয় হয়ে পড়েছে। ময়লাকান্দা, চরকালীবাড়ি, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
১২ / ২৩
কোরীয় যুদ্ধের ৬৯ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় সেনাদের স্যালুট। সিউল, দক্ষিণ কোরিয়া, ২৫ জুন। ছবি: এএফপি
কোরীয় যুদ্ধের ৬৯ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় সেনাদের স্যালুট। সিউল, দক্ষিণ কোরিয়া, ২৫ জুন। ছবি: এএফপি
১৩ / ২৩
অবতরণের পর ক্যাপসুল থেকে বের হতে এক রুশ নভোচারীকে সহায়তা করছেন ভূমিতে থাকা লোকজন। কাজাখস্তান, ২৫ জুন। ছবি: রয়টার্স
অবতরণের পর ক্যাপসুল থেকে বের হতে এক রুশ নভোচারীকে সহায়তা করছেন ভূমিতে থাকা লোকজন। কাজাখস্তান, ২৫ জুন। ছবি: রয়টার্স
১৪ / ২৩
ট্রেন আসছে। রাস্তায় প্রতিবন্ধক গেট ফেলা হলেও জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেলচালক। সি কে ঘোষ রোড, রেলক্রসিং, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
ট্রেন আসছে। রাস্তায় প্রতিবন্ধক গেট ফেলা হলেও জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেলচালক। সি কে ঘোষ রোড, রেলক্রসিং, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
১৫ / ২৩
সংবাদপত্রের গাড়ি ঢাকা থেকে আসতে দেরি হচ্ছে, তাই সারি বেঁধে পার্কিং করে রাখা পত্রিকা হকারদের সাইকেল। রেলস্টেশন, বুক সেন্টার, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
সংবাদপত্রের গাড়ি ঢাকা থেকে আসতে দেরি হচ্ছে, তাই সারি বেঁধে পার্কিং করে রাখা পত্রিকা হকারদের সাইকেল। রেলস্টেশন, বুক সেন্টার, ময়মনসিংহ, ২৫ জুন। ছবি: আনোয়ার হোসেন
১৬ / ২৩
স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম ছবির মুক্তি উপলক্ষে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আলোকসজ্জা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৪ জুন। ছবি: এএফপি
স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম ছবির মুক্তি উপলক্ষে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আলোকসজ্জা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৪ জুন। ছবি: এএফপি
১৭ / ২৩
পৌর কর্তৃপক্ষের অবহেলায় নর্দমার ভেতর-বাহিরে ময়লা। সরু পথে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। পুলিশ বক্স, বনরূপা, রাঙামাটি, ২৫ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
পৌর কর্তৃপক্ষের অবহেলায় নর্দমার ভেতর-বাহিরে ময়লা। সরু পথে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। পুলিশ বক্স, বনরূপা, রাঙামাটি, ২৫ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৩
সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশে খেত থেকে বেগুন তুলে বাছাই করে ধুয়ে ঝুড়িতে ভরছেন এক চাষি। সাপছড়ি, রাঙামাটি, ২৫ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশে খেত থেকে বেগুন তুলে বাছাই করে ধুয়ে ঝুড়িতে ভরছেন এক চাষি। সাপছড়ি, রাঙামাটি, ২৫ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৩
খেত থেকে পুঁইশাক তুলে হাটে নিচ্ছেন এক কৃষক। কুমারখালী, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: তৌহিদী হাসান
খেত থেকে পুঁইশাক তুলে হাটে নিচ্ছেন এক কৃষক। কুমারখালী, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: তৌহিদী হাসান
২০ / ২৩
রোদের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে রিকশায় ছাতা বেঁধে চালাচ্ছেন এক চালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
রোদের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে রিকশায় ছাতা বেঁধে চালাচ্ছেন এক চালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
২১ / ২৩
উঁচু ডাল থেকে ঝুলছে ফুল। রমনা পার্কে বর্ষাকালেই এই ফুল চোখে পড়ে। রমনা পার্ক, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম
উঁচু ডাল থেকে ঝুলছে ফুল। রমনা পার্কে বর্ষাকালেই এই ফুল চোখে পড়ে। রমনা পার্ক, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম
২২ / ২৩
শুরু হতে যাচ্ছে ‘বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা ২০১৯-২০’। মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে এই বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ‘বিজ্ঞানচিন্তা’র সম্পাদক আব্দুল কাইয়ুম এবং কৃষি যন্ত্রপাতি ও বীজসংক্রান্ত বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান মেটাল-এর এমডি এ এম এম ফরহাদ। কারওয়ান বাজার, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম
শুরু হতে যাচ্ছে ‘বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা ২০১৯-২০’। মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে এই বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ‘বিজ্ঞানচিন্তা’র সম্পাদক আব্দুল কাইয়ুম এবং কৃষি যন্ত্রপাতি ও বীজসংক্রান্ত বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান মেটাল-এর এমডি এ এম এম ফরহাদ। কারওয়ান বাজার, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম
২৩ / ২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ক্যানভাসে ফুটিয়ে তুলছেন রাজধানীর রমনা পার্কের নৈসর্গিক রূপ। পাঠ্যক্রমের অংশ হিসেবে তাঁরা মোট ৭ দিন রমনা পার্কের ছবি আঁকবেন। রমনা পার্ক, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ক্যানভাসে ফুটিয়ে তুলছেন রাজধানীর রমনা পার্কের নৈসর্গিক রূপ। পাঠ্যক্রমের অংশ হিসেবে তাঁরা মোট ৭ দিন রমনা পার্কের ছবি আঁকবেন। রমনা পার্ক, ঢাকা, ২৫ জুন। ছবি: আবদুস সালাম